Rakib official 527

Rakib official 527 নতুন পেজ সবাই পাশে থাকিও প্লিজ 🙏🙏

09/02/2025

"তোমরা সবাই মনযোগ দিয়ে পড়ালেখা করো"

-আপা 🐍

08/10/2024

নতুন স্ত্রীকে নিয়ে টেবিলে খেতে বসেছি। টেবিলে আরো আছে বাবা মা ভাই বোন। স্ত্রী সবার প্লেটে খাবার তুলে দিলো। খানিক পর আমি সবার প্লেটে মাছ তুলে দিতে লাগলাম। বাবা মা ভাই বোনের প্লেটে মাছ তুলে দেয়ার সময় কোনো সমস্যা হলো না। কিন্তু স্ত্রীর প্লেটে যেই মাছ দিলাম, দেখলাম কলেজ পড়ুয়া ছোটো বোনটা ফিক করে হেসে দিলো। ভার্সিটি পড়ুয়া ছোটো ভাইটাও মুচকি হাসলো। বাবার চেহারায় অস্বস্তি ফুটে উঠলো। মা তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। আর স্ত্রী বিব্রত হয়ে পড়লো।

খাওয়া শেষে রুমে এসে স্ত্রী বললো,"বাসার মানুষদের সামনে তুমি কখনো আমার প্লেটে খাবার তুলে দেবে না।"

অবাক হয়ে বললাম,"তুমি সবার সামনে আমার প্লেটে খাবার তুলে দিতে পারবে, সেটাতে কোনো সমস্যা হবে না, আর আমি দিলে সমস্যা হবে? এটা কেমন নিয়ম?"

"আমাদের সমাজের এটাই নিয়ম। দয়া করে সবার সামনে আমাকে আর বিব্রত কোরো না। আড়ালে এসব নিয়ে হাসাহাসি হয়, মন কষাকষি হয়।"

পরদিন খাওয়ার টেবিলে ইচ্ছে থাকা সত্ত্বেও স্ত্রীর প্লেটে খাবার তুলে দিলাম না। তবে স্ত্রী যখন সবার প্লেটে খাবার দেয়ার পর আমার প্লেটে খাবার দিচ্ছিলো, আমি তখন স্ত্রীকে বললাম,"আমাকে দিতে হবে না। আমি নিজে নিতে পারবো। তুমি নাও।"

সঙ্গে সঙ্গে দেখলাম, ছোটো বোনটা আবারো ফিক করে হেসে দিলো। ছোটো ভাইটাও মুচকি হাসলো। বাবার চেহারায় আবারো অস্বস্তি দেখা দিলো। মায়ের চোখ আবারো হয়ে উঠলো তীক্ষ্ণ। আর স্ত্রী হয়ে গেলো আবারো বিব্রত।

খাওয়া শেষে রুমে এসে স্ত্রী কিছু বলার আগেই বললাম,"কথা দিচ্ছি খাওয়ার টেবিলে তোমাকে আর কিছু বলবো না। তোমাকে আর বিব্রত করবো না।"

স্ত্রী বললো,"তুমি আমার প্লেটে খাবার তুলে দিচ্ছো, আমাকে খাবার নিতে বলছো, এতে আমি খুশি হই। কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো, স্ত্রী স্বামীর সেবা করবে। এর উল্টো হলে শুরু হয়ে যাবে হাসাহাসি, বদনাম।"

পরদিন থেকে স্ত্রীর প্লেটে খাবার তুলে দেয়া কিংবা স্ত্রীকে খাবার নিতে বলা বন্ধ করে দিলাম। এতে অন্যদের হাসাহাসি, অস্বস্তি, তীক্ষ্ণ দৃষ্টিও বন্ধ হয়ে গেলো। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেলো।

আমি তখন এর সমাধানের চেষ্টা করতে লাগলাম। ভেবে দেখলাম, সমাধানের পথ দুটি। এক. বাবা মা ভাই বোনের সাথে না খেয়ে নিজের রুমের ভেতর স্ত্রীকে নিয়ে খেতে হবে। দুই. আলাদা বাসা নিয়ে স্ত্রীকে নিয়ে থাকতে হবে।

বাবা মা'র সাথে থেকে প্রথমটা করা সম্ভব নয়। এটা করলে আমি আর স্ত্রী দুজনই প্রশ্নবিদ্ধ হবো। একমাত্র পথ হলো,

07/10/2024

❤️❤️❤️

16/09/2024

আজ cআমাদের
প্রিয় নবী হযরত মোহাম্মদ (ﷺ) এর জন্মদিন
আলহামদুলিল্লাহ!

22/05/2024

'কাছে আসো।
তোমার শরীরের ঘ্রাণ নিবো আমি। তার পরে রুমের ভিতরে ঢুকবে।
'বউয়ের প্রতিদিন এমন কাহিনী দেখে
স্বামী আজ জিঙ্গেস করেই বসলো।
'কি ব‍্যপার শান্তা রোজ-রোজ এমন করো কেনো।
আমার কিন্তু ভালো লাগেনা এমনা।
'আমি রোজ এমনটাই করবো।
তোমার ভালো লাগলে লাগবে না লাগলে নাই।
'প্লিজজ আমাকে বলো কেনো এমনটি করো।
আমি অফিস থেকে ফিরলেই।
'অন‍্য দিন শুনিও।
যাও ফ্রেশ হয়ে আসো এখন।
'নাহ তোমাকে আজ বলতেই হবে।
তুমি কেনো এমনটি করো আমার সঙ্গে।
'স্বামীর অনুরোধে মেয়েটি বলতে থাকে।
তুমি সারাদিন পরিশ্রম করো আমাদের জন‍্যে।
নিয়ম মতো খাওয়া দাওয়াও করোনা। সব সময় কজ নিয়েই ব‍্যস্ত থাকো।
শুধুমাত্র আমাদের শুখের জন‍্যে।
'তাই তুমি যখন পরিশ্রম করে ঘরে ফিরো তখন তোমার ওই ঘামে ভেজা শার্টটির ঘ্রাণ নিয়ে অনুভব করি আমার স্বামী আমাদের জন‍্যে কতোই না পরিশ্রম করে।
নামাজে বসে আল্লাহ্ কে বলি।
আল্লাহ্ এই ঘামের প্রতিদান আমার স্বামী কে দিও।
'এইটা তোমার পাগলামি।
'বিশ্বাস করো স্বামী পাগলামি কিনা জানিনা।
কিন্তু তোমার ওই ঘাম ভেজা শরীরের ঘ্রণ না নিলে আমার ঘুম হয়না।
'বউয়ের এমন কথায় স্বামী একটু মুচকি হাসি দিয়ে
ওয়াশ রুমে চলে যায়।
'হয়তো এটাও একটি ভালোবাসা
তাদের দুজনের মধ‍্যে।
অনুগল্প: #ভালোবাসার #সেই_রাতের_গল্প

22/05/2024

কৃষি প্রধান দেশে ক্রিকেট আনছিলো কোন চাচায়!😒

21/05/2024

সেই ভিষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়! 🖤
Next lien you 🥲☺️

20/05/2024

Life a আজ পর্যন্ত কতগুলো প্রেম করেছেন

20/05/2024

#সেই_রাতের_গল্প
পর্ব--২২
লেখনীতে: Md Rakib

'এমন মুহূর্তে সেখানে চৈতির বাবা এসে
উপস্থিত হয়। যা দেখা মাত্রই আব্দুল ওনার মাথায় বন্ধুক তাকিয়ে ধরে।

'কি এইবার কোথায় যাবি।
অনেক কাহিনী করেছিস এখন সামনে আয়।

'বাবাকে এমন অবস্থায় দেখে চৈতিও ভিষন
ভয় পেয়ে যায়।
কারন আব্দুল কখন কি করে বসবে কেউ
বলতে পারেনা।

'এইইই তুই আমার বাবা কে ছেড়েদে।
বিনিময়ে যা চাইবি সেটাই পাবি।

'হাহাহ।হাহাহ।
এইতো লাইনে এসেছিস। সবার আগে তুই বাহিরে
আয়। তোর সঙ্গে আমার কিছু হিসাব আছে।

'আমার বাবাকে ছেড়ে দে।
তাহলেই বাহিরে যাবো।

'আরে আমি পাগল নাকি বল। তোর বাবাকে যদি ছেড়ে তুই কখনোই সামনে আসবিনা?
এটা আমি ভালো করেই জানি।

'ঠিক আছে আমি বাহিরে যাচ্ছি।
কথাটি বলে চৈতি যেইনা বাহিরে আসতে যাবে এমন মুহূর্তে ওর বাবা বলে উঠে।

'মারে তুই এখানে আসিসনা।
আমার মৃত্যু হলে হবে? তবুও এখানে আসবিনা।
এই সয়তান টাকে তুই শেষ করেই বাহিরে আসবি।

'কিন্তু বাবা তোমার কিচ্ছু হলে আমি কাকে নিয়ে
বাছবো বলো।

'আমি আর কয়দিন বাছবো বল।

'আচ্ছা বাবা তোমাকে একটি প্রশ্ন করি?
তুমি এখানে কিভাবে আসলে।

'তুই আমার মেয়ে তুই কোথায় থাকবি বা থাকবিনা এইটা আমি ভালো করেই জানি।
আমি প্রথম থেকেই জানি তুই এখানে থাকিস।

'ওহ।
কিন্তু তুমি এখানে একা আসলে কেনো।
আমাদের লোক জন কোথায়।

'ওরা সবাই আমাদের স্থানেই আছে।
আমি কি জানতাম এই সয়তানটা এখানে আছে।
যদি জানতাম তাহলে নিয়েই আসতাম তবাইকে?

'ঠিক আছে বাবা আমি বাহিরে আসতেছি।
আমি তোমার কিচ্ছু হতে দিবোনা।

'চৈতি আমার কছম তুই বাহিরে আসবিনা।
তুই এই সয়তান টাকে মেরে ফেলেই বাহিরে আসবি।
এইটা আমার প্রতিঙ্গা।

'বাবা এমন করে বলিওনা।
তোমার কিচ্ছু হতে দিবোনা আমি।

'চৈতির এবং ওর বাবার এমন কথা শোনার
পরে আব্দুল বলে।
দেখ তোদের নাটক দেখার মতো টাইম আমার হাতে নেই। এই জন‍্যে বলতেছি যদি বাহিরে আসিস তাহলে তোর বাবাকে ছেড়ে দিবো।
অন‍্যথায় এখানেই তোর বাবি শেষ-হবে।

'আব্দুলের এমন হুমকির পরেও।
কোন ভাবেই যখন চৈতি বাহিরে আসছিলানা।
তখন আব্দুল ওর বাবার পায়ে একটি গুলি করে।

'এখনো সময় আছে বাহিরে আয়।
নাহলে মাথার খুলি উরে দিবো।

'বাবার এমন করুন অবস্থা দেখে যেইনা চৈতি বাহিরে আসতে যাবে তখন আবার হাসিব বলে উঠে।

'জান এখন আমাদের বাহিরে যাওয়া যাবেনা।
এখন যদি বাহিরে যাই তাহলে ভাইয়া তোমাকে সহো তোমার বাবাকে হত‍্যা করবে।
এর থেকে ভালো হয় আমাদের ঠান্ডা মাথায় কিছু উপায় ভাব

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib official 527 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share