Freelancer Limon Islam

Freelancer Limon Islam welcome to my Page..

09/04/2025

ইহুদের বিরুদ্ধে যুদ্ধ করা কেন ফরজ
তাহলে বুঝতে পারলেন।









゚viralシfypシ゚viralシalシ

08/04/2025

শেষ জামানার গল্প!
উস্তাম্ আবু ত্বহা মুহাম্মদ আদনান (হাফিঃ(

আবু ত্বহা মুহাম্মদ আদনানের কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমরা হালুয়া, রুটি খাচ্ছি! আর ইসরায়েল বর্ব**রতা চালিয়ে যাচ্ছে। আমরা যেন চোখ থেকেও অন্ধ হয়ে গেলাম💔💔



08/04/2025

আগের গাজা বাসীর অবস্থা 😊
আর এখন কার অবস্থা 😭😭





LM Technology
Freelancer Limon Islam

📉 মার্কেট ডাউন নাকি আপনার মার্কেটিং ভুল? 🤔আপনার প্রোডাক্টের সেল কমে গেছে? দোষ দিচ্ছেন বাজার মন্দা থাকার জন্য? কিন্তু আসল...
11/03/2025

📉 মার্কেট ডাউন নাকি আপনার মার্কেটিং ভুল? 🤔
আপনার প্রোডাক্টের সেল কমে গেছে? দোষ দিচ্ছেন বাজার মন্দা থাকার জন্য?
কিন্তু আসলেই কি সমস্যা মার্কেটে, নাকি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে? 🧐

✅ ৪টি কাজ করুন,
আর নিশ্চিত সেল পান!

1️⃣ সঠিক অডিয়েন্স টার্গেট করুন 🎯

আপনার প্রোডাক্ট বা সার্ভিস সবাইকে দরকার নেই! তাই যাদের দরকার, তাদেরকেই বিজ্ঞাপনের মাধ্যমে টার্গেট করুন। ভুল জায়গায় বিজ্ঞাপন দিলে শুধু টাকা যাবে, রেজাল্ট আসবে না!

2️⃣ আকর্ষণীয় কনটেন্ট তৈরি করুন ✍️

মানুষ এখন আর সাধারণ পোস্টে আগ্রহী নয়। কনটেন্ট হতে হবে এমন, যা দেখলেই মানুষ থেমে যাবে, পড়বে, এবং একশন নিবে। ছবি, ভিডিও, রিলস—সবচেয়ে ভালো কাজ করে এমন ফরম্যাটে কনটেন্ট বানান।

3️⃣ বিজ্ঞাপনের সঠিক সেটআপ করুন 📢

এড বাজেট কম না বেশি, অডিয়েন্স কাস্টম নাকি ব্রড, প্ল্যাটফর্ম কোনটা—এসব ঠিকঠাক না হলে টাকা খরচ হলেও কাঙ্ক্ষিত ফল আসবে না। সঠিক স্ট্র্যাটেজি ছাড়া এড চালানো মানে অন্ধভাবে টাকা খরচ করা।

4️⃣ ট্রাস্ট বিল্ড করুন 🤝

লোকজন যেকোনো কিছু কিনতে গেলে বিশ্বাস করতে চায়। রিভিউ, টেস্টিমোনিয়াল, ইউজার জার্নি দেখিয়ে বিশ্বাসযোগ্যতা বাড়ান। লাইভ, কমেন্ট রিপ্লাই, ইনবক্স সাপোর্ট এসব কাস্টমারের সঙ্গে সংযোগ বাড়াবে।

🔥 মার্কেট ডাউন নয়,
আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিই ঠিক করুন! 🔥
আপনার কি মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন আছে? কমেন্ট করুন বা ইনবক্সে জানান! 📩

11/03/2025


Online resume

📢 ঈদের আগে বেশি বিক্রয় চান? ফেসবুক বিজ্ঞাপনই সমাধান! 🎯✨ ঈদ মানেই কেনাকাটার ধুম! 🛍️ কিন্তু প্রতিযোগিতার বাজারে কাস্টমার ...
10/03/2025

📢 ঈদের আগে বেশি বিক্রয় চান? ফেসবুক বিজ্ঞাপনই সমাধান! 🎯
✨ ঈদ মানেই কেনাকাটার ধুম! 🛍️ কিন্তু প্রতিযোগিতার বাজারে কাস্টমার আকর্ষণ করা সহজ নয়।
সঠিক ফেসবুক বিজ্ঞাপন স্ট্র্যাটেজি আপনার বিক্রয় কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে! 🚀
🎥 ভিডিও ও ক্যারোসেল অ্যাড ব্যবহার করুন:
উচ্চমানের ভিডিও ও ইমেজ দিয়ে কাস্টমারের মন জয় করুন!

🎯 স্মার্ট টার্গেটিং করুন:
🔹 আগের কাস্টমারদের রিমার্কেটিং অ্যাড দেখান
🔹 লুকঅ্যালাইক অডিয়েন্স ব্যবহার করে নতুন ক্রেতা খুঁজুন

⏳ বাজেট ও টাইমিং:
✅ ঈদের ২০ দিন আগে বিজ্ঞাপন শুরু করুন
✅ ঈদের এক সপ্তাহ আগে বাজেট বাড়িয়ে দিন

📱 ফেসবুক ও ইনস্টাগ্রাম দু’জায়গাতেই অ্যাড দিন – স্টোরি, ফিড ও রিলস-এ!

🚀 এক্সপার্ট অ্যাড সেটআপ ও অপ্টিমাইজেশনের জন্য ইনবক্স করুন! 💰🎉
For expert ad setup and optimization, Contact Me! 💰🎉

WhatsApp: wa.me/8801313292907






ডিজিটাল মার্কেটিংয়ে স্কিল অর্জন কেন জরুরি? 🌐💼আজকের যুগে ডিজিটাল মার্কেটিং স্কিল আপনাকে কর্মজীবনে সফল হতে সহায়তা করতে পার...
09/03/2025

ডিজিটাল মার্কেটিংয়ে স্কিল অর্জন কেন জরুরি? 🌐💼

আজকের যুগে ডিজিটাল মার্কেটিং স্কিল আপনাকে কর্মজীবনে সফল হতে সহায়তা করতে পারে। search engine optimization (SEO), Social Media Marketing (SMM), Search engine Marketing (SEM), Content Creation, data analysis — এগুলো আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে শক্তিশালী ভিত্তি দিতে পারে। প্রতিযোগিতামূলক দুনিয়ায় এগুলোর গুরুত্ব অপরিসীম।

ফ্রিল্যান্সার হিসেবে আপনার দক্ষতা যত উন্নত, আপনার কাজ তত বেশি চাহিদা পাবে! 📈


ফ্রিল্যান্সিং শুরু করার জন্য দুই-তিন ঘণ্টা সময় একদমই যথেষ্ট! তবে শুরুটা একটু পরিকল্পনা করে করলে ভালো হয়।কীভাবে শুরু করবে...
12/02/2025

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য দুই-তিন ঘণ্টা সময় একদমই যথেষ্ট! তবে শুরুটা একটু পরিকল্পনা করে করলে ভালো হয়।

কীভাবে শুরু করবেন?

১. একটা নির্দিষ্ট স্কিল বেছে নিন – যেটা নিয়ে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন (গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং ইত্যাদি)।
2. সেই স্কিলে দক্ষতা বাড়ান – ইউটিউব, কোরসেরা বা উডেমি থেকে ফ্রি বা পেইড কোর্স করতে পারেন।
3. একটা ভালো প্রোফাইল তৈরি করুন – Fiverr, Upwork, Freelancer-এর মতো প্ল্যাটফর্মে।
4. প্রথম দিকে ছোট কাজ নিন – কম মূল্যে হলেও কিছু কাজ করে ফিডব্যাক নিন, যা ভবিষ্যতে বড় প্রজেক্ট আনতে সাহায্য করবে।
5. নেটওয়ার্ক তৈরি করুন – সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ফ্রিল্যান্সিং কমিউনিটিতে যোগ দিন।

আপনি যদি প্রতিদিন ২-৩ ঘণ্টা কনসিস্টেন্টলি দিতে পারেন, তাহলে কয়েক মাসের মধ্যেই ভালো কিছু অর্জন সম্ভব।

#ফ্রিল্যান্সিং_শিখুন_ক্যারিয়ার_গঠন_করুন

31/12/2024

ছোটবেলার দাদি, নানিদের সেরা মালিশ😊


Address

Birgonj
Dinajpur
5230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Limon Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Limon Islam:

Share