আর কত?

  • Home
  • আর কত?

আর কত? স্বাগতম
আর কত?

05/12/2024
22/06/2022

জীবনের প্রতিটা ধাক্কা মানুষকে কিছু বোঝাতে চায়।

29/05/2022

আমি আবার আমিতে ফিরবো।

আপনারে আমি ঠিকোই একদিন ভুইলা যামু। আপনার লাগি আর মধ্য রাইতে পাগল পাগল উদাস লাইগবোনা। আপনি দেইখা নিয়েন

আমি আবার প্রান খুলে হাসবো, কথাকইবো,আর মিচ্ছা হাসি হাসবো না।
আর আপনার লাগি মাঝ রাতে আতকাইয়া আতকাইয়া কাঁইনদা উঠবো না,আমি আপনাকে ঠিকোই একদিন ভুইলা যামু।
আপনি দেইখা নিয়েন।

হাজার জনের ভিড়ের মাইঝে ও হঠাৎ কইরা আপনার নামটা শুইনা বুকের ভিতর আর ঝড় উঠব না।
আমার মনের মধ্যে বইতে থাকা সব ঝড় একদিন ঠিকই শান্ত হবে। আপনি দেইখা নিয়েন।

আর আপনারে নিয়া উদাসীন মনে বিভোর হইয়া ভাববো না। একদিন ঠিকোই ভুইলা যামু।
আপনার ছবি দেইখা আর আমি কাঁদবো না।

একদিন আমার সব কাঁন্নার অবসান ঘটবে। একদিন আমার সব আক্ষেপের অবসান হোইবো।আপনি দেইখা নিয়েন।

ঠিকোই একদিন আমি আবার আমিতে ফিরবো। আমারে য়ে আমার আমি তো ফিরতেই হইবো।

আমি ঠিকোই ফিরবো,

একদিন আমি ঠিকোই ফিরবো

আপনি দেইখা নিয়েন............

লেখা—মেঘ বালিকা

19/05/2022

বর্তমান প্রেক্ষাপট..
বাংলাদেশের অর্থনীতি কি শ্রীলংকার মতো হবে?
সরকার পক্ষ বলতেছে সম্ভাবনা নেই।
তবে পরিস্থিতি জিম্বাবুয়ের দিকে দৌড়াচ্ছে।😶😑

সাব্বির।

16/05/2022

দেশে রাক্ষস রাজার বাস।
জঙ্গল রাজা বরঞ্চ ভালো।

সাব্বির।

16/05/2022

সময়োচিত দেশপ্রেমিকেরা হয় সুবিধা ভোগ কিংবা শাস্তি হতে নিস্কৃতির আশায় কাজ করে।
তারা প্রতারক হিসেবে চিহ্নিত হতে চায়না,কিন্তু তাদের প্রতিশ্রুতি এত জোরালো নয় যে,তারা কিছু উৎসর্গ করতে পারে।অসুবিধা কিংবা বিপদের প্রথম দর্শনেই তাদের দেশ প্রেম উবে যায়।

সাব্বির

08/05/2022

সময়ের স্রোতে গা ভাসিয়ে দেয়া যাবেনা।

17/04/2022

প্রেম করে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েরা বিয়ে করতে চাইলে প্রথম এটাক আসবে গার্জিয়ান লেভেলের ইমোশনাল ব্লাকমেইল থেকে।

"আমার কত্ত ইচ্ছা ছিল তোমার জন্যে দেখে শুনে একটা ছেলে ঠিক করবো,আর তুমি আমার মানসম্মান কিছুই রাখলা না"।

এসব ডায়লগে ভেজা যাবে না। এটা বাবাদের একটা ফ্যান্টাসি,বিভিন্ন বাজারে আপনারে নিয়া দরদাম করিয়ে মুখে পান গুজে দিয়া মুচকি হাসবে। বাজারে দরদাম ছাড়াই আপনি বিক্রি হয়ে গেছেন,তাদের ধারণা আপনি ঠকছেন।

ধারণা দিয়া কাজ নাই,কাজ হইলো আপনাকে বিয়ে করতে হবে। কথাবার্তা যখন আগাবে তখন দেখবেন আপনার পছন্দ করা ছেলে মেয়ের চেয়ে অনেক ভালো পাত্র পাত্রী আপনার বাবা মায়ের হাতে অনেক আগে থেকেই ছিল।

" এই ছেলেরে পছন্দ করছোস! হায়রে বেক্কল,বেহায়া এর থেকে পশ্চিম পাড়ার ওমুকের ছেলে কত সুন্দর,আমারে দেখলে সালাম করে,সরকারি চাকরি করে,কত সুন্দর বাড়ি,পায়ের উপর পা তুইলা খাইতে পারবি। এমন ছেলে রাইখা তুই কি পছন্দ করছিস!!!"

এসব কথা মানে আপনাকে ধাক্কা দিয়া দেখতেছে আপনি ঠিক আছেন কি না। এই সময় লোভে পরলে আপনি দুই কূল ই হারাবেন। সেই মহূর্তে মোক্ষম অস্ত্র হইলো বাপ মায়রে উল্টা ব্ল্যাকমেইল করা। ঠোঁট বাকায়া মাকে বলবেন.....
"প্রেম যখন করেই ফেলছি এখন কি করার আছে? এত্ত দিনের সম্পর্ক এখন যদি আমি বেঈমানী করি,অভিশাপের কিছু ভাগ তোমাদের উপরো আসবে"

অভিশাপের ভাগ আপনার বাবা মা কখনোই নেবে না। তবুও তারা বিভিন্ন ভাবে চেষ্টা করবে এখান থেকে আপনাকে সরিয়ে আনার।
উপরে আল্লাহ,নিচে মাটি আপনি যদি খুঁটি গেড়ে বসেন যে আপনি তারে ছাড়া বিয়ে করবেন না। তাহলে আলহামদুলিল্লাহ। আপনি জিতেছেন।

এবার আপনার ভাই ভাবী,বোন দুলাভাই জানবে। এদের বেপারটা টস খেলার মতো। হয় এরা সম্পূর্ণ সাপোর্ট দিবে,নাহয় এমন বাঁশ দিবে যে সারাজীবন জ্বলবে। যারে সবচেয়ে বেশী বিশ্বাস করবেন তার কাছ থেকে যে বেঈমানীটা পাবেন তা জীবনে ভুলার মতো নয়। মুখে বলবে পাশে আছি, কিন্তু আপনার বাবা মায়ের সামনে পুরা ঘষেটি বেগমের আচরন করবে। সাবধান!!

এরপর আসবে আত্মীয় স্বজনদের পার্ট। তারা জানতে পারবে আপনি প্রেম করে বিয়ে করতে চাচ্ছেন। তাদের কাছে নিজের অনেক অজানা তথ্য জানতে পারবেন। যা আগে কখনো আপনি নিজেও জানতেন না।
"আপনি নষ্ট হয়ে গেছেন, আপনার প্রেমিক আপনার মাথাটা শেষ করে ফেলছে"। আরও বলবে, তোর চেয়ে অসুন্দর মেয়ে সরকারি চাকরিজীবি বর,স্মার্ট ছেলে বিয়ে করছে আর তুই,,, ছিঃ ছিঃ!!!!
তারপর বলবে ঘরে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালাবে।
আপনি যদি প্রশ্ন করেন এতো বড় দরজা রাইখা ভালোবাসা জানালা দিয়া পালাইবো ক্যান। সেটার কোন উত্তর পাবেন না তাদের কাছে।।

সবচেয়ে বড় সমস্যা এইসব ঝামেলা,প্রেসার, প্রেম-ভালোবাসা ও ব্যাক্তিগত জীবনে হানা দিবেই।

ফ্যামিলিতে বিয়ে নিয়ে আলোচনার আগেই নিজেদের মধ্যে সব ক্লিয়ার করে নেয়া উচিৎ। যত ঝামেলা আসুক ভালোবাসার মানুষ দুটি সর্বদা সঠিক ও একত্রিত থাকতে হবে।

" আপনারা মাল দুইটা যদি ঠিক থাকেন,তবে পৃথিবীর কোন শক্তি আপনাদের আটকাতে পারবে না,আপনাদের জয় হবেই ইনশাআল্লাহ ,বাকিটা আল্লাহ ভরসা"

এত্ত ঝামেলা মোকাবিলা করেও ভালোবাসার মানুষটিকে বিয়ে করে যে শান্তি, ফ্যামিলির পছন্দে শাহরুখ খান,সালমান খানকেও বিয়ে করে ততটা শান্তি নেই।

লেখায়ঃ Shopnomoy Balok Shahajahan
📸Zee Photography.

11/03/2022

Address


Telephone

+8801521547901

Website

Alerts

Be the first to know and let us send you an email when আর কত? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আর কত?:

  • Want your business to be the top-listed Media Company?

Share