Go with Jamil࿐

Go with Jamil࿐ নির্বোধ

আমরা নষ্ট হলাম। বইঃ মুক্ত বাতাসের খোঁজে -আসিফ আদনান
19/08/2025

আমরা নষ্ট হলাম।

বইঃ মুক্ত বাতাসের খোঁজে
-আসিফ আদনান

পৃথিবী থেকে হঠাৎ করে ফুলগুলোকে আল্লাহ তুলে জান্নাতের বাগান সাজাচ্ছেন মনে হয়🙂রাওয়ান ইউসুফ। বয়স মাত্র ৬ মাস।গত রাতে তার বা...
18/08/2025

পৃথিবী থেকে হঠাৎ করে ফুলগুলোকে আল্লাহ তুলে জান্নাতের বাগান সাজাচ্ছেন মনে হয়🙂
রাওয়ান ইউসুফ। বয়স মাত্র ৬ মাস।
গত রাতে তার বাবা-মায়ের সাথে তাকেও শেষ ফেলে!

16/08/2025

বিড়াল সাপ পেলে কোন টাইপের বাঁদরামী করে দেখেন...
__
বিড়াল সাপের চেয়েও অনেক বেশি ফাস্ট।

অথচ কোথাও গেলে বিছানা টা একটু অন্য রকম হলেই আমারা ঘুমাতে পারি না।
10/08/2025

অথচ কোথাও গেলে বিছানা টা একটু অন্য রকম হলেই আমারা ঘুমাতে পারি না।

09/08/2025

মনে রাখবেন এ পৃথিবীতে মা-বাবাই হলো জীবনের শেষ প্রান্ত পর্যন্ত একমাত্র বিশ্বস্ত বন্ধু এবং অবলম্বন। বাকি সব বিজ্ঞাপন।

07/08/2025

বিড়াল খুব দ্রুতগতি সম্পন্ন ও বাদরামী প্রিয় প্রাণী...
___সাপ পেলে যেন ওদের বাদরামীটা আরো বেড়ে যায়🙂

হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনাবড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানি আর গুণীদের আসরে তোমাদের নাম কেউ কবেনাতবু, হে বিজয়ী বীর ম...
05/08/2025

হয়তোবা ইতিহাসে
তোমাদের নাম লেখা রবেনা
বড় বড় লোকেদের ভিড়ে,
জ্ঞানি আর গুণীদের আসরে
তোমাদের নাম কেউ কবেনা
তবু,
হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ
কোনদিন শোধ হবেনা

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা*জাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর...
24/07/2025

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গা*জাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমুদ্রে নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গা*জা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন। আল্লাহ তাআলা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

চরম খাদ্য সংকট চলছে গা,জায়। দীর্ঘ সময় ধরে কিছুই খেতে পারছে না গা,জাবাসী
এমন দারিদ্রতা সম্ভবত আর কোনদিন নামেনি।
আমাদের পেট ভর্তি খাবার অথচ আমাদের ভাইয়েরা ক্ষুধার্তের তীব্র সংকটে গাছের পাতা মাটিতে পড়ে থাকা বালু মিশ্রিত আটা পর্যন্ত চিবিয়ে খাচ্ছ।

23/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো 😅তোদের এখন কোথায় পাবো রে সোনা আমি? দূরেই চলে গেলি। সুখদেব স্যার😅💔

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....ভদ্রভাবে উ...
22/07/2025

কোথাও কোন দুর্ঘটনার পর যদি দেখেন রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজি ওয়ালা ভাড়া বাড়ায় নিচ্ছে সেক্ষেত্রে যা করবেন....

ভদ্রভাবে উঠে পড়বেন। লোকেশানে পৌছার পর আশেপাশের লোক জড়ো করবেন। তারপর ধুমাইয়া পি*টাবেন...😡😡

কিছু সুশীল আসবে থামাইতে ওইগুলারেও ধুমাইয়া পি-টাবেন....🤬🤬

এই দেশে মাই.রের উপর কোন ওষুধ নাই‼️

এর দায়ভার কে নেবে?আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে...
21/07/2025

এর দায়ভার কে নেবে?

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go with Jamil࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share