ROY ArbinDa

ROY ArbinDa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ROY ArbinDa, Digital creator, Dinajpur.

10/05/2024

#গুরুত্বপূর্ণ_প্রশ্ন_সমূহ_না_পড়লেই_মিস

✪ পদ্মা সেতু উদ্বোধন করা হয় - ২৫ জুন, ২০২২
✪ মেট্রোরেল উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর, ২০২২
✪ বাংলাদেশ LDC থেকে মুক্ত হবে- ২৪ নভেম্বর, ২০২৬
✪ ৫ জি নেটওয়ার্ক চালু = ১২ ডিসেম্বর, ২০২১
✪ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে - ২০২৯ সাল পর্যন্ত।
✪ বিবিসি বাংলা রেডিও বন্ধ হয় -৩১ ডিসেম্বর
✪ বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপণ ১১ মে ২০১৮, বাংলাদেশ সময় ১২ মে
✪ মাদারীপুরের শিবচরকে দেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয়- ৩১ জানুয়ারি ২০২৩
✪ রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে - ২৪ ফেব্রুয়ারী, ২০২২।
✪ বর্তমান ইউরোজোনভুক্ত দেশ -২০ টি ( সর্বশেষ দেশ -ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
✪ বর্তমান শেনজেনভুক্তদেশ -২৭ টি ( সর্বশেষ দেশ - ক্রোয়েশিয়া ১ জানুয়ারি, ২০২৩)
✪ সামরিক শক্তি Ranking এ শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র ( বাংলাদেশ ৪০তম)
✪ ২০২৩ সালের ১৯-২১ মে ৪৯তম G-7 শীর্ষ সম্মেলন হবে - হিরোশিমা, জাপান
✪ ২০২৪ সালে কমনওয়েলথ এর ২৭তম সম্মেলন হবে - সামোয়া।
✪ ৩০ সেপ্টেম্বর ২০২২ রাশিয়ার সাথে যুক্ত করা ইউক্রেনের ৪টি অঞ্চল দোনেসৎকো, লুহানস্ক,খেরসন জপোরিঝিয়া;
✪ ২০২২ সালের শেষে ভারতের জনসংখ্যা বিশ্বে প্রথম
ভারত: ১ম =১৪১ কোটি ৭০লাখ
চীন: ২য় =১৪১ কোটি ৫০লাখ
বাংলাদেশ জনসংখ্যায় ৮ম
সূত্র: ব্লুমবার্গ
✪ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে- ১৫নভেম্বর, ২০২২
✪ ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ করা হয়- ১২ই ডিসেম্বর, ২০২২ইং

✪ "ডিজিটাল বাংলাদেশ দিবস" কবে পালিত হয়- ১২ই ডিসেম্বর
✪ স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের লক্ষ্য- ৪টি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট)
✪ ২০২৬ সালে ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে
✪ ২০২৪ সালে ৯ম টি২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

©️

02/05/2024

Idioms & Phrases:--

১। ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written]
২। All in-পরিশ্রান্ত[17th BCS Written]
৩। A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written]
৪। An apple of discord-বিবাদের বিষয়[32nd BCS Written]
৫। As though-যেন[29th BCS Written]
৬। At a loss-হতবুদ্ধি[28th BCS Written]
৭। A castle in the air-আকাশকুমুস কল্পনা[11th BCS Written]
৮। A man of letters-পন্ডিত ব্যক্তি[32nd BCS Written]
৯। A man of straw-দুর্বলচিত্তের লোক[11th BCS Written]
১০। A square pig in a round whole-অনুপযুক্ত[18th BCS Written]
১১। After one’s own heart-মনের মতো[25th BCS Written]
১২। An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ[24th BCS Written]
১৩। At arm’s length-নিরাপদ দূরত্ব[21st BCS Written]
১৪। Benefit of the doubt-সন্দেহাবসর[15th BCS Written]
১৫। Burning question-গুরুত্বপূর্ণ বিষয়[28th BCS Written]
১৬। By dint of-বদৌলতে[17th BCS Written]
১৭। By fits and starts-অনিয়মিতভাবে[22nd & 31st BCS Written]
১৮। Bring to pass-কোন কিছু ঘটা[27th BCS Written]
১৯। Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত[29th BCS Written]
২০। Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়[15th BCS Written]
২১। Black and blue-নির্মমভাবে[ TEO -2015]
২২। Black sheep-কুলাঙ্গার[32nd BCS Written]
২৩। Cry in the wilderness-অরণ্যে রোদন[22nd BCS Written]
২৪। Call to mind-স্মরণ করা [33rd BCS]
২৫। Come to terms-ঐকমত্যে পৌছা[20th & 31st BCS Written]
২৬। Cast aside-বাতিল করা[24th BCS Written]
২৭। Draw the line-সীমারেখা নির্ধারণ করা[21st BCS Written]
২৮। Dilly dally-সময় অপচয়[20th BCS]
২৯। Dog days-সবচেয়ে গরমের দিন[14th BCS]
৩০। Day after day-দিনের পর দিন[32th BCS Written]
৩১। Down to earth-বাস্তবিক[ TEO -2015]
৩২। Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া[18th BCS Written]
৩৩। End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া[31st BCS Written]
৩৪। Few and far between-কদাচিত[31st BCS Written]
৩৫। Flesh and blood-রক্তমাংসের দেহ[21st BCS Written]
৩৬। For good-স্থায়ীভাবে[TEO-2015]
৩৭। Fool’s paradise-বোকার স্বর্গ[28th BCS Written]
৩৮। Fresh blood-নতুন সভ্য[29th BCS Written]
৩৯। Gift of the gab-বাগ্নিতা[27th BCS Written]

02/05/2024

এক কথায় প্রকাশ: এভাবে মনে রাখা যেতে পারে🔥

১/ বাক্যে "কষ্টকর বা সহজ না" কথাটি থাকলে দুঃ উপসর্গটি বসে | যেমন:
---- যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার |
---- যা জয় করা কষ্টকর = দুর্জয় |
---- যা দমন করা কষ্টকর = দুর্দমনীয় |
---- যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ |
---- যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না = দুস্তর |
---- যা সহজে লঙ্ঘন করা যায় না = দুর্লঙ্ঘ্য |
--- যেখানে সহজে গমন করা যায় না = দুরতিক্রম্য |

২/ বাক্যের শেষে "যায় না / না" কথাটি থাকলে "অ" উপসর্গটি বসে | যেমন-
--- যা দমন করা যায় না = অদম্য |
--- যা জয় করা যায় না = অজেয় |
--- যা নিবারণ করা যায় না = অনিবার্য |
--- যেখানে গমন করা যায় না = অলঙঘ্য |
--- যা প্রতিরোধ করা যায় না = অপ্রতিরোধ্য |
--- যা উচ্চারণ করা যায় না = অনুচ্চার্য |
--- যা আগুনে পোড়ে না = অগ্নিসহ |
--- যা অতিক্রম করা যায় না = অনতিক্রম্য |
--- যার কোনো তিথি নেই = অতিথি |
--- যার অর্থ নেই = অর্থহীন |
--- যা বর্ণনা করা যায় না = অবর্ণনীয় |
--- যে বিষয়ে কোনো বিতর্ক নেই = অবিসাংবাদী |

৩/ বাক্যে "ইচ্ছা" কথাটি থাকলে উত্তরে মূল শব্দের প্রথম ১ টি বর্ণ বা ২ টি বর্ণ এবং শেষে "সা / ষা" বসে | যেমন-
--- রমণের ইচ্ছা = রিরংসা |
--- করার ইচ্ছা = চিকীর্ষা |
--- প্রতিকার করার ইচ্ছা = প্রতিচিকীর্ষা |
--- জয় করার ইচ্ছা = জিগীষা |
--- গমন করার ইচ্ছা= জিগমিষা |
--- ক্ষমা করার ইচ্ছা= চিক্ষমিষা |
-- বেঁচে থাকার ইচ্ছা=জিজীবিষা
-- ত্রাণ লাভ করার ইচ্ছা = তিতীর্ষা|
--- দান করার ইচ্ছা = দিৎসা |
-- নির্মাণ করার ইচ্ছা= নির্মিৎসা |
--- প্রিয় কাজ করার ইচ্ছা = প্রিয়চিকীর্ষা |
--- প্রতিবিধান করার ইচ্ছা = প্রতিবিধিৎসা |
--- বাস করার ইচ্ছা = বিবৎসা |
--- মুক্তি পেতে ইচ্ছা = মুমুক্ষা |
--- হিত করার ইচ্ছা = হিতৈষা।
Collected

পড়া শেষে Done লিখুন🥰

বাংলা সাহিত্য
02/05/2024

বাংলা সাহিত্য

28/03/2024

★ ইংরেজি সাহিত্য (পর্ব - ০১)
১. Poet of love খ্যাত কবি John Donne এর বিখ্যাত কবিতা The Good-Morrow । তাঁর আরও কিছু কবিতার নাম হলো - The Sunne Rising, The Canonization, The Ecstacy, The Dream ইত্যাদি। তাঁর বিখ্যাত উক্তি - For God's sake hold your tongue, and let me love।
২. Ulysses নামে কবিতা লিখেছেন - Alfred Lord Tennyson এবং উপন্যাস লিখেছেন - আইরিশ কবি, ছোটগল্পকার ও ঔপন্যাসিক James Joyce।
৩. Bard of Avon এবং Father of English Drama খ্যাত William Shakespeare ১৫৬৪ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ Elizabethan যুগের (1558-1603) কবি ও নাট্যকার।
৪. আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার - George Bernard Shaw । তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর বিখ্যাত কমেডি - Man and Superman ।
৫. ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist) হলেন - Jonathan Swift । তাঁর বিখ্যাত Satire - Gulliver's Travels । তাকে Father of English Satire. বলা হয়।
৬. ইংরেজি সাহিত্যের Jacobean Period বলতে 1603-1625 সময়কে বুঝায়। Caroline Age (1625-1649) এবং Commonwealth Period (1649-1660) ।
৭. রোমান্টিক যুগের (১৭৯৮-১৮৩২) প্রথম গ্রন্থ Lyrical Ballads (১৭৯৮) এর রচয়িতা - William Wordsworth এবং S.T. Coleridge । এই গ্রন্থের অন্তর্গত S.T. Coleridge এর কবিতা The Rime of the Ancient Mariner তে বিখ্যাত উক্তি - Alone, alone, all, all alone ।
৮. John Milton এর বিখ্যাত মহাকাব্য(Epic) - Paradise Lost, Paradise Regained। John Milton কে বলা হয় Father of Epic Poet।
৯. ইংরেজি সাহিত্যের Victorian Period বলা হয় 1832-1901 সময়কে। এ যুগের বিখ্যাত কবি - Mathew Arnold, Robert Browning, Alfred Tennyson।
১০. Earnest Hemingway একজন বিখ্যাত আমেরিকান Novelist, Playwright। তার বিখ্যাত গ্রন্থ - A Farewell to Arms, The Old Man and the Sea, The sun Also Rises, For Whom the Bell Tolls ইত্যাদি।

সংকলনেঃ গোলাম মোর্শেদ
Reference Book: A Gateway to English Literature

26/03/2024

০১) 'উপক্রম' শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি?

(ক) সূত্রপাত
(খ) চেষ্টা
(গ) প্রয়াস
(ঘ) আরম্ভ

26/03/2024

আপনি চাকুরীর পরীক্ষায় টিকতে পারছেন না। দায়ী আপনি নিজেই। কারণসমূহঃ

১) সারাদিন ফোন নিয়ে বসে থাকেন।
২) চাকুরীর সার্কুলার আসলে এত খুশি হন যে পড়ার টেবিলে বসার সময় পান না
৩) বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আর্কষণ
৪) কোন বই শেষ না করেই আরেকটা বই কিনে ফেলেন
৫) অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন
৬) অতিরিক্ত ঘুমান আপনি।
৭) সব চাকুরীতেই পরীক্ষা দেন আপনি। ব্যাংক, বিসিএস, নন ক্যাডার, ইত্যাদি। কোনটাই হয় না শেষ পর্যন্ত।
৮) বন্ধুদের সময় দেন বেশি আপনি।
৯) আরামদায়ক জীবন যাপন পছন্দ করেন।
১০) নেতিবাচক চিন্তা বেশি করেন আপনি।

এবার বলুন - কোন পয়েন্ট আপনার বেশি হয়!

collected

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROY ArbinDa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share