Md : Alif Freelancer

  • Home
  • Md : Alif Freelancer

Md : Alif Freelancer HI i am Md Alif. I am professional digital marketer and Graphics designer

ইউটিউব 𝗦𝗘𝗢 কি??  💥ইউটিউবের যে ভিডিও র‍্যাংকিং  প্রসেস রয়েছে  তাকে ইউটিউব  SEO বলে। 💥 ইউটিউব SEO করা কি দরকারী? ইউটিউবে প...
14/08/2024

ইউটিউব 𝗦𝗘𝗢 কি??

💥ইউটিউবের যে ভিডিও র‍্যাংকিং প্রসেস রয়েছে তাকে ইউটিউব SEO বলে।

💥 ইউটিউব SEO করা কি দরকারী?

ইউটিউবে প্রতিনিয়ত একই কিওয়ার্ডে লক্ষ লক্ষ ভিডিও আপলোড হচ্ছে। কোন ভিডিও আগে /পরে দেখাবে তা সার্চ ইঞ্জিন দ্বারা নিধারিত হয়।সার্চ ইঞ্জিনে ভিডিও র‍্যাংকিং করার জন্য SEO দরকার।

💥 SEO করলে কি ভিউ বা সাবস্ক্রাইবার বাড়বে?

SEO এর সাথে ভিউের সম্পর্ক নাই।এসইও ভিডিও সার্চ র‍্যাংকিং নিয়ে আসবে। ভিডিও থাম্বনেল,কোয়ালিটি ভালো হলে ক্লিক বাড়বে,ক্লিক বাড়লে ভিউ ও সাবস্কাইবার বাড়বে।




চাকুরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা!-ড. মুহাম্মদ ইউনূস✅✅এই কথাকে পুজি রেখে আগামীর নতুন...
11/08/2024

চাকুরি হলো দাসত্ব।
বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা!
-ড. মুহাম্মদ ইউনূস✅✅
এই কথাকে পুজি রেখে আগামীর নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দেশের মধ্যে প্রচুর রেমিটেন্স নিয়ে আসা প্রয়োজন✊✊
ছাত্ররা শুধুমাত্র ট্রাফিক হিসেবে নয়, তারা চাইলে রেমিটেন্স যোদ্ধা হিসেবেও কাজ করতে পারে💪💪
বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা যার মাধ্যমে আমাদের ছাত্র ভাইয়েরা রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেটা আমাদের প্রিয় মুগ্ধ ভাই দেখিয়েছেন।

🌹কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং?⁉️ 👉 এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন ...
31/07/2024

🌹কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং?⁉️

👉 এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার একাডেমিক পড়াশোনা করে একটি ব্যাংকে ব্যাংকার হিসেবে যোগদান করলেন। অন্যদিকে আপনারই আরেকজন বন্ধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে একাউন্টেন্ট হিসেবে যোগদান করলো।

👫 আমি যদি বলি আপনারা দু’জনেই #চাকরিজীবী; কথাটি কি তাহলে মিথ্যা বলা হবে? না, এটি মিথ্যা হবে না। আবার আমি যদি বলি আপনি একজন ব্যাংকার এবং আপনার বন্ধু একজন একাউন্টেন্ট, তাহলে কি কথাটি মিথ্যা হবে? না, তাও হবে না।

✍️ উপরের দু’টি কথাই একদম নির্ভুল ও নির্ভেজাল খাঁটি সত্য কথা। আসলে বিষয়টি হচ্ছে আপনাদের দু'জনের পদবী ভিন্ন হলেও আপনারা দু’জনেই চাকরিজীবী।

✔️ একইরকমভাবে #ফ্রিল্যান্সিং জগতেও কেউ হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার আবার কেউবা ডিজিটাল মার্কেটার। প্রত্যেকের পদবী ভিন্ন কিন্তু সবাই ফ্রিল্যান্সার।

⁉️ এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে চাকরি করা শেখা যায় - এর কি কোনে সদুত্তর আপনার কাছে আছে? নিশ্চয়ই নেই।

একই রকমভাবে #ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছু নেই। আপনাকে নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।

#হ্যাপি_ফ্রিল্যান্সিং_ক্যারিয়ার

" ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আ...
28/06/2024

" ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।

সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে। মানুষ যত বেশি ইন্টারনেটে ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন। আর ইন্টারনেটে পণ্যের মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতখানি তা আপনি আমাদের উপরের আলোচনা পড়লেই বুঝতে পারার কথা।

বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আর এই সংখ্যা খুবই দ্রুত গতির সাথে বেড়ে চলেছে। এখন অনেক মানুষ আছে যারা একাধিক মোবাইল ব্যবহার করেন তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্যে। আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম। কারণ প্রায় সকল মোবাইল ব্যবহারকারীই ইন্টারনেটের সাথে যুক্ত। তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাও বাড়বে।

আপনি জেনে অবাক হবে যে, একটা স্ট্যাটিসটিক্সের মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে যে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।

এছাড়া আরো একটি সার্ভে রেজাল্ট দেখিয়েছে যে, সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। মানে হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে তথ্য এবং রিভিউ জানতে পারে। আর ক্রেতা যার প্রেজেন্টেশন ও পণ্যকে পছন্দ করবে তার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই ক্রয় করে ফেলে।

৪৩% ই-কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স ওয়েবসাইটে আসে।

বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে।

৭০% ক্রেতা যেকোন পণ্য কেনার আগে ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন। পণ্যটি পচ্ছন্দ হলে সাথে সাথেই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে ফেলেন।

আরো একটি মজার ব্যাপার হচ্ছে, ৮২% ক্রেতা মাত্র ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চান।

আপনি হয়ত এখন কিছুটা হলেও বুঝতে পারছেন, আপনার ক্রেতারা কিভাবে অনলাইনে তাদের কেনাকাটা সম্পন্ন করেন। তাই আপনি যদি এই ডিজিটাল যুগে, ডিজিটাল মার্কেটে টিকে থাকতে চান, তাহলে আপনার এখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবা উচিত।
#ডিজিটালমার্কেটিং #বিজনেসটিপস"
#ডিজিটাল

কিছু স্কিল আপনার অর্থ আয়ের মাধ্যম হতে পারে। তাই ছোটখাটো কিছু স্কিল থেকেও অনলাইন মার্কেটপ্লেস থেকে ভালো ইনকাম করা যায়। ...
19/06/2024

কিছু স্কিল আপনার অর্থ আয়ের মাধ্যম হতে পারে। তাই ছোটখাটো কিছু স্কিল থেকেও অনলাইন মার্কেটপ্লেস থেকে ভালো ইনকাম করা যায়।
আপনি যে কাজটি করুন না কেন, যে বিষয়টা শিখেন না কেন, সেটা দক্ষতার সাথে ভালো ভাবে করুন, তাহলেই সফলতা নিশ্চিত করা যায় ।

মোবাইল দিয়ে কি আসলেই ফ্রিল্যান্সিং সম্ভব?🤔🤔

আজকের ক্লাসে আপনারা ইউটিউব, ফেসবুক এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারবেন।
তাহলে আর দেরি কেন❓
এখনই রেজিস্ট্রেশন করে, ইনবক্সে অথবা ফোনে যোগাযোগ করুন।
মোবাইল নম্বর : 01871513484
ধন্যবাদ।

রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/1HAe5ivK7O2zMgL0LXSfVO0DjqBYJVPrrAQNF0pNZXO8/edit?usp=drivesdk

#ফ্রিল্যান্সিং
#ফ্রিল্যান্সিং_শিখুন_ক্যারিয়ার_গঠন_করুন

বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল বা দক্ষতার মূল্য বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে:১. অর্থনৈতিক উন্নয়ন: বাংলাদেশ একটি দ্রুত বর...
13/06/2024

বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল বা দক্ষতার মূল্য বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে:

১. অর্থনৈতিক উন্নয়ন: বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ক্রমবর্ধমান শিল্প ও সেবা খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ছে।

২. জনসংখ্যার বৃদ্ধি: বাংলাদেশের বিপুল জনসংখ্যা রয়েছে, যা চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়িয়েছে। দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা থাকায় তাদের মূল্যায়নও বেশি।

৩. বিশ্বায়ন: বিশ্বায়নের ফলে বাংলাদেশের শ্রমবাজার এখন আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। ফলে উন্নত দক্ষতা সম্পন্ন কর্মীদের প্রয়োজনীয়তা বেড়েছে।

৪. টেকনোলজির ব্যবহার: প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ছে, যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা, ইত্যাদি।

৫. শিক্ষার উন্নয়ন: শিক্ষাব্যবস্থার উন্নতির ফলে বিশেষায়িত ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত দক্ষ কর্মীদের সংখ্যা বাড়ছে।

৬. বিনিয়োগ: দেশী ও বিদেশী বিনিয়োগের ফলে নতুন নতুন উদ্যোগ ও কোম্পানির সূচনা হয়েছে, যা দক্ষ কর্মীদের প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

এই কারণগুলোর জন্যই বাংলাদেশে দক্ষতার মূল্য বেশি, কারণ দক্ষ কর্মী ছাড়া এই সেক্টরগুলোতে উন্নয়ন ও প্রতিযোগিতা ধরে রাখা কঠিন।

আপনি শুনলে অবাক হবেন 😲❗🇧🇩 বাংলাদেশ সর্বপ্রথম ২০০৮ সালে ফ্রিল্যান্সিং যুগে প্রবেশ করে। তখন মাত্র 💲 ৪ মিলিয়ন ইউএস ডলার অর...
12/06/2024

আপনি শুনলে অবাক হবেন 😲❗
🇧🇩 বাংলাদেশ সর্বপ্রথম ২০০৮ সালে ফ্রিল্যান্সিং যুগে প্রবেশ করে। তখন মাত্র 💲 ৪ মিলিয়ন ইউএস ডলার অর্জন করতে সক্ষম হয়- যা এখন বেড়ে 💲 ৫০০ মিলিয়ন ইউএস ডলার।
🎯 যা প্রতিনিয়ত রকেটের গতিতে বেড়ে চলেছে ❗
বৈদেশিক ঋণের বোঝা মোকাবেলা করতে বর্তমান সরকারও এই ফ্রিল্যান্সিং খাতকে সমৃদ্ধির অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। 🩷

এসইও বা ডিজিটাল মার্কেটিং এর জন্য কিওয়ার্ড খুব গুরুত্ব বহন করে। কিওয়ার্ড হল ওই সব শব্দ যা ব্যবহার করে মানুষ সার্চ ইঞ্জিন...
06/06/2024

এসইও বা ডিজিটাল মার্কেটিং এর জন্য কিওয়ার্ড খুব গুরুত্ব বহন করে। কিওয়ার্ড হল ওই সব শব্দ যা ব্যবহার করে মানুষ সার্চ ইঞ্জিন থেকে তথ্য খুঁজে থাকে।

কিওয়ার্ড রিসার্চ ও সিলেক্ট করতে হলে আমাদের যেসব বিষয় জানতে হবে-

১.প্রাসঙ্গিক কিওয়ার্ড (Related Keyword) কি ও কীভাবে পাবো,
২.কিওয়ার্ডের সার্চ ভলুউম (Search Volume) কি ও কীভাবে পাবো,
৩.কিওয়ার্ড এর কমপিটিশান (Competition) কীভাবে নির্ণয় করতে হয়,
৪.এছাড়াও আমাদের লক্ষ্য (ব্লগ, প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি) অনুযায়ী কোন ধরনের কিওয়ার্ড সিলেক্ট করা উচিৎ সেটা জানতে হবে।

কিওয়ার্ড কত প্রকার:
১. শর্ট-টেইল কিওয়ার্ড (Short-Tail Keyword)
২. লং-টেইল কিওয়ার্ড (Long-Tail Keyword)
৩. স্থানীয় কিওয়ার্ড (Local Keyword)
৪. ব্র্যান্ড কিওয়ার্ড (Branded Keyword)
৫. নেতিবাচক কিওয়ার্ড (Negative Keyword)
৬. রিলেটেড কিওয়ার্ড (Related Keyword)

06/06/2024

১৫ বছরেরে ছেলে মাসে ২ লক্ষ প্লাস ইনকাম করছে 🥰❤️

ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য আবশ্যক শর্তইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে ইউটিউবের কিছু শর্ত মেনে চলতে হবে। আপনাকে ইউটি...
05/06/2024

ইউটিউব থেকে অর্থ উপার্জনের জন্য আবশ্যক শর্ত
ইউটিউব থেকে আয় করতে হলে আপনাকে ইউটিউবের কিছু শর্ত মেনে চলতে হবে। আপনাকে ইউটিউব মনিটাইজ পলিসি গ্রহণ করতে হবে। এর সাথে আপনার চ্যানেলকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, সেগুলি হল –

১.আপনার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে।
২.আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই 4000 ঘন্টা ভিউ থাকতে হবে।
৩.এই দুটি শর্ত এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে।
৪.এর পাশাপাশি 3 মাসে ইউটিউব শর্টসে 10 লাখ ভিউ থাকা প্রয়োজন।
৫.আপনার চ্যানেলে যেকোনো ধরনের কপিরাইট বা ৬.কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্রাইক যেন না থাকে।
৭.আপনার চ্যানেলে যেন ইউটিউব শর্তাবলী লঙ্ঘন না করা হয়।

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ1️. রিসার্চের অভাব।2️. ধৈর্য্য না থাকা।3️. সঠিকভাবে স্কিল না শিখা।4️. স্কিল ডেভলপ ...
04/06/2024

ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ
1️. রিসার্চের অভাব।
2️. ধৈর্য্য না থাকা।
3️. সঠিকভাবে স্কিল না শিখা।
4️. স্কিল ডেভলপ না করে টাকার পিছনে ছুটা
5️. কাজ করতে বা শিখতে অলসতা করা।
6️. সঠিক গাইডলাইন না পাওয়া।
7️. সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা।
8️. সঠিক সাপোর্ট না পাওয়া।
9. ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা।
10. ক্লাইন্ট কমিউনিকেশন।
11. সহজে হাল ছেড়ে দেওয়া।
12. সময় না দেওয়া।
13. পরিশ্রম করতে না পারা।
14. ভালো মেন্টরশিপ না পাওয়া।
15. নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা।
16. দ্রুত ইনকাম শুরু করার প্রবনতা।
17. প্রতিযোগিতা অংশগ্রহন করতে না পারা।
18. মার্কেটপ্লেসের ওপর ডিপেন্ড হয়ে থাকা।
19. নিজের কাজ নিজে খুজে বের করতে না পারা।

ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ কারন হচ্ছে এই সব
এই কয়টা কারনের জন্য অনেকেই ব্যর্থ হয়ে যায়, সফল হতে পারে নাহ 😊
সফল হয়ে উঠা এতো সহজ নাহ যে বললেই হওয়া যায়🙃

# freelancer

Address


Telephone

+8801722157804

Website

https://www.linkedin.com/in/md-alif-241a532a8/, https://www.pinterest.com/spalifbi

Alerts

Be the first to know and let us send you an email when Md : Alif Freelancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md : Alif Freelancer:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share