18/02/2025
অভিমান
---সুবাস (মন)---
হে প্রিয়া,
বসন্ত এসেছে
বসন্ত রুপে সেজেছে পৃথিবী
তুমি জানোনা?
ও গো উঠো,তুমি উঠো
চোখ মেলে আমায় সাজিয়ে দেও
পৃথিবীর মতন।
আমার খুবেই ইচ্ছে,
আমাকে সাজিয়ে, তুমিও সাজবে
ঠিক নববধূর মতন।
বসন্ত আজ মান- অভিমান ভুলে
সাজিয়ে দিতে এসেছে পৃথিবীরে, প্রেমের বলে।
ও গো তুমিও উঠো চোখ মেলে
আমায় রাঙ্গিয়ে দেও
তোমার ভালোবাসার অপরুপ সাজে
আমায় সাজিয়ে দাও তোমার রাঙ্গা লাজে।
আজ থেকে কত দিন বাদে
কত রুপে সাজে,কত লজ্জাপতি লাজে
এসেছিলে কাছে,বসে বলেছিলে কত কথা।
করেছিলে কত রং তামাশা,
সে স্মৃতি আজো মনে ভাসে।
তবে কেনো আজ তুমি নিরব?
ও গো তুমি উঠো, চেয়ে দেখো চারপাশ,
পৃথিবী আজ আনন্দে সুবাস
বসন্ত প্রেমে।
তবে কেনো, কোন অভিমানে আছো থেমে
রয়েছ পরবাসে।
ও গো তুমি উঠো, চেয়ে দেখো চারপাশে
কি পাপে করেছো দোষী
রয়েছ পরবাসে।
আজ বলিতে হবে তোমায়,
দেখিব না,শুনিব না কোন অজুহাতে।
ও গো তুমি উঠো।
১৭-০২-২০২৫