Biroler Sangbad - বিরলের সংবাদ

Biroler Sangbad - বিরলের সংবাদ বিরলের ঘটে যাওয়া সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে রাখুন, বিরলের সংবাদে। প্রয়োজনে: 01571-320572 (WhatsApp) বিরলের ঘটে যাওয়া খবর পেতে, সর্বদা চোখ রাখুন বিরলের সংবাদে।

বিরলে উপহার সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজলউপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বাজারে অত্র ইউনিয়নের ...
25/09/2025

বিরলে উপহার সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজল

উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বাজারে অত্র ইউনিয়নের শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের মাঝে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপহার সামগ্রী বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিরল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সাজিদ কাজল।

25/09/2025

বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ

উপজেলা বিএনপি’র আয়োজনে প্রায় ১ হাজার ৫’শ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

তৃতীয় ম্যাচ || জংলীপীর ⚽ টুর্নামেন্টস্পোর্টস একাডেমি, বিরল VS টিম পীরগঞ্জ, ঠাকুরগাঁও।🔴LiVE🔴 @বিরল স্পোর্টস- Birol Sports...
25/09/2025

তৃতীয় ম্যাচ || জংলীপীর ⚽ টুর্নামেন্ট

স্পোর্টস একাডেমি, বিরল VS টিম পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
🔴LiVE🔴 @বিরল স্পোর্টস- Birol Sports।

📅 তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার)।
⏰ সময়: বিকাল ৩:০০ ঘটিকা।
📍 স্থান: জংলীপীর উচ্চ বিদ্যালয় মাঠ
জংলীপীর, বোচাগঞ্জ, দিনাজপুর।

🔴আয়োজনে :
জংলীপীর যুব সমাজ ও এলাকাবাসী
জংলীপীর বাজার, বোচাগঞ্জ, দিনাজপুর।

পঞ্চগড়ে পূর্বাচল ⚽ টুর্নামেন্টের সেমিতে স্পোর্টস একাডেমি বিরলপঞ্চগড় জেলার বোদা উপজেলার কামারহাটে পূর্বাচল ⚽ফুটবল⚽ টুর্না...
25/09/2025

পঞ্চগড়ে পূর্বাচল ⚽ টুর্নামেন্টের সেমিতে স্পোর্টস একাডেমি বিরল

পঞ্চগড় জেলার বোদা উপজেলার কামারহাটে পূর্বাচল ⚽ফুটবল⚽ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে স্পোর্টস একাডেমি, বিরল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমি’কে ২-১ গোলে হারিয়ে সেমিতে পদার্পণ করেছে বিরলের প্রতিনিধি’রা।

বোদা উপজেলার কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ম্যাচটি 🔴সরাসরি🔴 সম্প্রচার করে @বিরল স্পোর্টস- Birol Sports.

@বিরল স্পোর্টস- Birol Sports।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বিরলের হৃদয়জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখা’র সাধারণ সম্পাদ...
25/09/2025

টাঙ্গাইল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বিরলের হৃদয়

জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল মেডিকেল কলেজ শাখা’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিরলের আশিক ইকবাল হৃদয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্রেরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আশিক ইকবাল হৃদয়ের বিরল পৌর-শহরের শাহাপাড়া এলাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিরল উপজেলা শাখা’র সভাপতি বাবুল হোসেন এর জ্যেষ্ঠ পুত্র আশিক ইকবাল হৃদয়।

বিরলে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের ২০২৫-২০২৬ ভিডব্লিউবি চক্রের ১৯২ জন উপকারভোগীদের মাঝে ...
25/09/2025

বিরলে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ

উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের ২০২৫-২০২৬ ভিডব্লিউবি চক্রের ১৯২ জন উপকারভোগীদের মাঝে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেপ্টেম্বর-২০২৫ মাসের ভিডব্লিউবি কার্যক্রমের ৩০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণউপজেলা বিএনপি’র আয়োজনে প্রায় ১ হাজার ৫’শ সনাতন ধর্মাবলম্বী...
25/09/2025

বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ

উপজেলা বিএনপি’র আয়োজনে প্রায় ১ হাজার ৫’শ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা প্রদান ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

24/09/2025

ড্রিম হোম অফার সিজন-২ চলছে বিরল ভিশন এম্পোরিয়ামেও

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স পণ্যের চেইনশপ ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের সিজন-২ শুরু হয়েছে চলতি মাসের ০২ তারিখ থেকে। এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হবে।

পুরষ্কার হিসেবে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি, ইলেকট্রনিক পণ্য, ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচার’সহ সর্বমোট ৫৫৯টি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে ৫ হাজার টাকার পণ্য কিনে এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে ক্রেতারা।

বিরল ভিশন এম্পোরিয়ামে চলছে ধামাকা অফার। ভিশন টিভি ও এসিতে 20% পর্যন্ত মূল্য ছাড়। রিচার্জেবল ফ্যান এ থাকছে 15% ডিসকাউন্ট অফার। LED লাইটে 20% পর্যন্ত মূল্য ছাড়। এয়ার কুলারে 25% পর্যন্ত মূল্য ছাড়। ওয়াশিং ম্যাশিন এ 30% পর্যন্ত এবং ইনজাকশন ও টপার আইটেমে থাকছে কম্বোপ্যাক অফার। পাশাপাশি এসব পণ্য আপনি নিতে পারবেন 06 মাসের নগদ মূল্যে কিস্তির সুবিধা।

সীমিত সময়ের জন্য চমৎকার এই অফার চলবে ভিশন এম্পোরিয়ামে। তাই দেরি না করে দ্রুত চলে আসুন ভিশন এম্পোরিয়াম বিরল শোরুমে।

📍 শোরুম ঠিকানা :
বিরল গার্লস স্কুল গেট সংলগ্ন
থানা রোড, বিরল, দিনাজপুর।
প্রয়োজনে : 📲 01847-468479.

হিউম্যান গ্রুপ সুপারকাপ ⚽ টুর্নামেন্ট🔴LiVE🔴@বিরল স্পোর্টস- Birol Sportsবিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের হিউম্যান সার্...
24/09/2025

হিউম্যান গ্রুপ সুপারকাপ ⚽ টুর্নামেন্ট
🔴LiVE🔴@বিরল স্পোর্টস- Birol Sports

বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের হিউম্যান সার্ভিস এন্ড স্পোর্টস গ্রুপের আয়োজনে হিউম্যান গ্রুপ সুপারকাপ ⚽ফুটবল⚽ টুর্নামেন্ট-২০২৫।

📅 উদ্বোধন : ১০ অক্টোবর ২০২৫ (শুক্রবার)।
⏰ সময়: বিকাল ৩:৩০ মিনিট থেকে...
📍 স্থান: পলাশবাড়ী ও জগতপুর কবরস্থান মাঠ
পলাশবাড়ী (জগতপুর), বিরল, দিনাজপুর।

🔴আয়োজনে :
হিউম্যান সার্ভিস ও স্পোর্টস গ্রুপ
সারাঙ্গাই পলাশবাড়ী, বিরল, দিনাজপুর।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আর নেইবিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আজ ...
24/09/2025

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আর নেই

বিরল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ত্রাসি হামলার শিকার হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিরলের সংবাদ এর পক্ষ হতে তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশদীর্ঘ বিরতির পর আবারও চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছ...
24/09/2025

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ

দীর্ঘ বিরতির পর আবারও চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের এই বৃত্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর শুরু হয়ে ২৪ ডিসেম্বর শেষ হবে।

23/09/2025

বিরলে সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত

উপজেলা জুড়ে রোপা আমন নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও দমনে ‍মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সকল ব্লকে একযোগে আলোক ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Biroler Sangbad - বিরলের সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share