Biroler Sangbad - বিরলের সংবাদ

Biroler Sangbad - বিরলের সংবাদ বিরলের ঘটে যাওয়া সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে রাখুন, বিরলের সংবাদে। প্রয়োজনে: 01571-320572 (WhatsApp) বিরলের ঘটে যাওয়া খবর পেতে, সর্বদা চোখ রাখুন বিরলের সংবাদে।

08/07/2025

বিরলে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসুচি’তে জেলা বিএনপি’র সহ-সভাপতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে বিরল উপজেলা কৃষকদল বৃক্ষরোপন কর্মসুচি পালন করছে।

মঙ্গলবার (০৮ জুলাই) উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সহ-সভাপতি Mozaharul Islam।

বিরলে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসুচি’তে জেলা বিএনপি’র সহ-সভাপতিশহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ...
08/07/2025

বিরলে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসুচি’তে জেলা বিএনপি’র সহ-সভাপতি

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে বিরল উপজেলা কৃষকদল বৃক্ষরোপন কর্মসুচি পালন করছে।

আজ মঙ্গলবার (০৮ জুলাই) উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সহ-সভাপতি Mozaharul Islam।

বিরলে শহীদ জিয়া’র মৃতদেহ কবর থেকে উত্তোলনে স্ত্রী’র বাঁধাবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দূর্বৃত্তদের গুলির আঘাতে নিহত...
07/07/2025

বিরলে শহীদ জিয়া’র মৃতদেহ কবর থেকে উত্তোলনে স্ত্রী’র বাঁধা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দূর্বৃত্তদের গুলির আঘাতে নিহত শহীদ জিয়াউর রহমান জিয়া’র মৃতদেহ স্ত্রীর বাঁধার কারণে কবর থেকে উত্তোলন করা হয়নি। ফলে ফিরে গেছেন দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট'সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

আজ সোমবার (০৭ জুলাই) সকালে শহীদ জিয়াউর রহমান জিয়া’র গ্রামের বাড়ি উপজেলার ০৬নং ভান্ডারা ইউপি’র নাগরবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর কবর থেকে মৃতদেহ উত্তোলন করার কথা ছিলো।

বিরলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ০৩ নেতা গ্রেফতারবিরল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড ...
07/07/2025

বিরলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ০৩ নেতা গ্রেফতার

বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবাহান আলী, বিরল পৌর-আওয়ামী যুবলীগের আহবায়ক রেজাউল ইসলাম (রেজা) ও ০১নং আজিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাপেলুর রহমান পাভেল গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

07/07/2025

বিরলের মুলুকদেওয়ান-কালিয়াগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার কাজ শুরু

উপজেলার ব্যস্ততম রাস্তা বিরল টু কালিয়াগঞ্জ সড়কে কার্পেটিং ও ইট উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। চলমান বর্ষাকালে এসব গর্তে বৃষ্টির পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়। এতে এ পথে চলাচলকারীরা ভোগান্তিসহ শিকার হচ্ছিলেন নানা দুর্ঘটনার।

আর এসব কথা চিন্তে করে নিজস্ব অর্থায়নে রাস্তার গর্তগুলো মেরামত করার কাজ শুরু হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী Mozaharul Islam এবং সহযোগিতায় আছেন উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জিদ আহমেদ কাজল।

সোমবার (০৭ জুলাই) সকালে মেরামত কাজের সময় উপস্থিত ছিলেন জেলা প্রচারদলের সাংগঠনিক সম্পাদক তারিফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নবাব আলী, জগতপুর স্বপ্নছায়া যুবসংঘের উপদেষ্টা রুস্তম বাবু, সাহিন আলম, জীবন রানা, অহিদুর ইসলাম, ৯নং ওয়ার্ড মেম্বারপ্রার্থী এনামুল’সহ ইউনিয়ন বিএনপির অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

বিরলে মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামি গ্রেফতারবিরল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের ০৭নং ও...
07/07/2025

বিরলে মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামি গ্রেফতার

বিরল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবাহান আলী, বিরল পৌর-আওয়ামী যুবলীগের আহবায়ক রেজাউল ইসলাম (রেজা) ও ০১নং আজিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাপেলুর রহমান পাভেল’সহ নিয়মিত মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামি গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

07/07/2025

Brilliant Century by Shawon Rahman || KCG vs GGXI || Highlights || Biroler Sangbad

নাড়াবাড়ী এলাকার একঝাঁক তরুণদের নিয়ে আয়োজিত মরহুম আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে গুগলি গ্যাং একাদশ এর বিপক্ষে মাত্র ৩৯ বলে ১১৩ রানের মারকুটে ইনিংস উপহার দেন কটুয়া ক্লাব, ঘাসিপাড়া’র শাওন।

বিরলে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কটুয়া ক্লাবপ্রথমবারেরমত আয়োজিত মরহুম আব্দুল হাই স্মৃতি ক্রিকেট ...
06/07/2025

বিরলে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কটুয়া ক্লাব

প্রথমবারেরমত আয়োজিত মরহুম আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাড়াবাড়ী এস.এন টেলিকম'কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর জেলা শহরের কটুয়া ক্লাব, ঘাসিপাড়া।

আজ রবিবার (০৬ জুলাই) বিকালে মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার আহবায়ক Akramul Huque Abir।

আয়োজনে;
নাড়াবাড়ী এলাকার একঝাঁক তরুণ
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।

সৌজন্যে;
নাদিয়া মটরস
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।

@বিরল স্পোর্টস- Birol Sports

06/07/2025

বিরলে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কটুয়া ক্লাব

আজ রবিবার (০৬ জুলাই) বিকালে মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাড়াবাড়ী এস.এন টেলিকম'কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর জেলা শহরের ঘাসিপাড়া কটুয়া ক্লাব।

উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ 🔴সরাসরি সম্প্রচার🔴 করে Biroler Sangbad - বিরলের সংবাদ।

আয়োজনে;
নাড়াবাড়ী এলাকার একঝাঁক তরুণ
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।

সৌজন্যে;
নাদিয়া মটরস
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।

বিরল স্পোর্টস- Birol Sports।

06/07/2025

বিরলে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের উদ্বোধন

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ রবিবার (০৬ জুলাই) বিকালে মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়েছে।

চ্যাম্পিয়নের দৌড়ে নাড়াবাড়ী এস.এন টেলিকমের মোকাবেলা করছে দিনাজপুর জেলা শহরের ঘাসিপাড়া কটুয়া ক্লাব।

উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ 🔴সরাসরি সম্প্রচার🔴 করছে Biroler Sangbad।

আয়োজনে;
নাড়াবাড়ী এলাকার একঝাঁক তরুণ
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।

সৌজন্যে;
নাদিয়া মটরস
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।


@বিরল স্পোর্টস- Birol Sports।

05/07/2025

বিরলে আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাতভোর বৃষ্টি ছাপিয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার (০৫ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে মরহুম আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।

উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ 🔴সরাসরি সম্প্রচার🔴 করছে Biroler Sangbad।

আয়োজনে;
নাড়াবাড়ী এলাকার একঝাঁক তরুণ
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।

সৌজন্যে;
নাদিয়া মটরস
নাড়াবাড়ী বাজার, বিরল, দিনাজপুর।


@বিরল স্পোর্টস- Birol Sports।

05/07/2025

বিরলে পিচ ঢালাই উঠে যাওয়া রাস্তার সংস্কার

বিরল-শংকরপুর-সাবইল-বটতলা-ঢেরাপাটিয়া রাস্তার কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে রাস্তার পিচ ঢালাই।

এলাকাবাসী ক্ষোভ জানালে, সেই রাস্তার সংস্কার করা হয়েছে।

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Biroler Sangbad - বিরলের সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share