Nahar Akhi

Nahar Akhi মায়াবতী

একটা ব্যাপার আমার কেন জানি বলতে ইচ্ছে করছে।আমার সাথে কেউ খারাপ আচরণ করলে বা অলরেডি করে ফেলছে। তার বিনিময়ে সে প্রকৃতির নি...
17/03/2025

একটা ব্যাপার আমার কেন জানি বলতে ইচ্ছে করছে।আমার সাথে কেউ খারাপ আচরণ করলে বা অলরেডি করে ফেলছে। তার বিনিময়ে সে প্রকৃতির নিয়মে খুব সুন্দর ভাবে রিভেঞ্জ হিসেবে ফিরে পায়।নতুবা এমন সিচুয়েশন আসে আমি নিজে সেই রিভেঞ্জ নেওয়ার সুযোগ পেয়ে যাই😊

মানুষ হাজার বার প্রেমে পড়ে, মানুষ হাজার ভাবে প্রেমে পড়ে কিন্তু মায়া জিনিস টা একজনের উপরই থেকে যায়😅
13/03/2025

মানুষ হাজার বার প্রেমে পড়ে,
মানুষ হাজার ভাবে প্রেমে পড়ে
কিন্তু মায়া জিনিস টা একজনের উপরই থেকে যায়😅

06/03/2025

আক্ষেপ

এই ছোট্ট জীবনে আপনারে পাওয়া এত্তো কঠিন কেন কইবার পারেন??এই ছোট্ট জীবনে আপনারে না পাওয়ার এত্তো আক্ষেপ কেন কইবার পারেন? এই ছোট্ট জীবনে আপনার সাথে দেখা কেন হইলো কইবার পারেন??

 #অপূর্ণতা( পার্ট -২)পরিবারের কথা জানার পর একটু বিশ্বাস হলো যে বাবা তার ছেলেকে গড়িয়েছে চমৎকার ভাবে যা এই যুগে খুব কম দেখ...
05/03/2025

#অপূর্ণতা( পার্ট -২)
পরিবারের কথা জানার পর একটু বিশ্বাস হলো যে বাবা তার ছেলেকে গড়িয়েছে চমৎকার ভাবে যা এই যুগে খুব কম দেখা যায়।তবে এটা ঠিক ভালো মানুষ, ভালো পরিবার আজও আছে তবে নগন্য। তিনি বাবার একটাই ছেলে, তবে বোন আছে। তাদের বিষয় অনেক জানলাম সেও আমার আর আমার পরিবার নিয়ে জানলো। কখনো এমন হয়নি যে তিনি সালাম না দিয়ে কথা বলেছেন এবং আপনি (সম্বোধন) ছাড়া কথা বলেছেন।বিষয় গুলো ঠিক হজম হচ্ছিলো না আমার যে এই যুগে আবার এতো সাধু ছেলে কই থেকে আসলো!!
তার কথা তার আচরণে যে কোনো নারী মুগ্ধ হতে বাধ্য, যদিও এখন অব্দি তাকে দেখা হয়নি। একজন মেয়ে সহজে কোনো ছেলের প্রশংসা করে না,যদিও মুখ দিয়ে বলে মন থেকে না, অন্য জনের কাছে গিয়ে ঠিকি বলে ওই ছেলের এই স্বভাব ভালো না, এই দিক টা ভালো না শেষে বলবে তবে এই দিক গুলো ভালো।
কিন্তু এই ছেলের আমি দোষই খুজে পাচ্ছিনা আজব কান্ড।
হঠাৎ একদিন বলে বসলো আপনার চোখ দুটো দেখতে পারি????
ভাবলাম এইতো বাকিদের মতো আসল চেহারা বের হচ্ছে।কিন্তু কি যে হলো এমন একটা মোহো কাজ করলো, কখনো কিছু চায়নি চোখ দুটোই তো দেখতে চেয়েছে আমি ক্রপ করে শুধু চোখ দুটো দিলাম.....
৩০ মিনিট ধরে কোনো খবর নেই। ৩০ মিনিট পর এসে আমাকে বললো এরপর থেকে আমি ছবির আবদার করলে আমাকে আর ছবি দিবেন না।
- কিন্তু কেন কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না।
- চোখ দুটো দেখার পর মাথায় পানি ঢেলে আসতে হয়েছে
-আমার শুনে খুব হাসি পেল এ আবার কেমন কথা, জীবনে কি মেয়ে মানুষের চোখ দেখেনি!
আমি বললাম আপনি তো ভারি মজার লোক চোখ দেখে কেউ মাথায় পানি ঢেলে আসে?
-সে আপনি বুঝবেন না আপনার কাছে হাস্যকর মনে হওয়া টাই স্বাভাবিক।
আমি আর কথা বাড়ালাম না।
ঠিক তার পরের দিন মেসেজ আসলো তোমার নাম কি?বড়ই অদ্ভুত প্রশ্ন আমার নাম তো তিনি জানেই তাহলে এমন প্রশ্ন হঠাৎ। আমি উত্তর না দিয়ে চুপ করে বসে আছি ঠিক পরের প্রশ্ন - আমার ভাই কি সত্যিই তোমার সাথে কথা বলে?
আমি তো আরও আশ্চর্য হয়ে গেলাম।
সব মাথার উপর দিয়ে যাচ্ছে কে মেসেজ দিচ্ছে? কেনই বা দিচ্ছে?আমার কি উত্তর দেওয়া উচিৎ?
একটু পর জানতে পারলাম বিস্তারিত, উনির বড় বোনের একটা ছেলে আছে ৭-৮ বছর বয়স। সে খুবই স্মার্ট, মেধাবী কম্পিউটার + ফোনের সব ফাংশন তার জানা সে মেসেজও পড়তে পারে। আধুনিক বাচ্চারা মনে হয় যে পেটের ভিতর থেকেই সব শিখে আসে।যাই হোক পিচ্চি তার মামার মেসেজ দেখে তার আম্মুকে বলে দেয়, মানে উনির বড় বোনকে
চলবে----

 #অপূর্ণতাগল্প: ১ হঠাৎ আব্বু বলে বসলো আমার বুকে খুব ব্যাথা অনুভব হচ্ছে, ছটফট লাগছে। আমার বুকের স্পন্দন গতি বেড়ে গেল, কি ...
05/03/2025

#অপূর্ণতা
গল্প: ১

হঠাৎ আব্বু বলে বসলো আমার বুকে খুব ব্যাথা অনুভব হচ্ছে, ছটফট লাগছে। আমার বুকের স্পন্দন গতি বেড়ে গেল, কি হলো আব্বু হঠাৎ তুমি এখনি ঠিক ছিলে? আমি সহ্য করতে পারছিনা মা কিছু করো। এতো ভাবার সময় নেই মেডিকেলে নিতে হবে কারণ আব্বুর আগে থেকেই হার্টের সমস্যা আছে রংপুরের চিকিৎসা করাতো। আম্মু বললো তুমি বাসা সামলাও আমি আর তোমার ভাই নিয়ে যাচ্ছি হাসপাতালে তোমার যাওয়ার দরকার নেই। ৭ দিন হলো আব্বু হাস্পাতালের বেডে কিন্তু আমি দেখতে যেতে পারলাম না বাসার সব দায়িত্ব এসে পড়লো আমার উপর।
বাসায় আনা হলো আব্বুকে কিন্তু কিছু দিন পর আবার সেই সমস্যা, না এইবার রংপুরের আগের ডাক্তার কেই দেখাতে হবে। ডাক্তারের নাম্বার হারিয়ে ফেলেছি, রংপুর বিভাগীয় উপপ্রধান ডাক্তারের চিকিৎসা বেশ ভালো। নাম লিখে সার্চ করলাম নাম্বার গুলোতে কল যাচ্ছে না।মহাবিপদ কি করি এইবার!
রংপুরে তেমন কেউ নেই সাহায্য করার জন্য। হঠাৎ মনে হলো কলেজে রংপুরের কেউ থাকতে পারে, গ্রুপে রংপুরের কেউ আছে নাকি সাহায্য চাইলাম। কিছুক্ষন পর একজন সাড়া দিলো। আমি সব খুলে বলে সাহায্য চাইলাম, ডাক্তারের সিরিয়াল সম্পর্কে জানতে চাইলাম।দুঃখের বিষয় তিনি ঢাকাতে আছেন, শুনে মনটা ভেঙে গেলো। তার সাথে এই পর্যন্তই শেষ কথা।
কেটে গেলো ৭ দিন, আব্বুকে অন্য ডাক্তার দেখাইলাম।হঠাৎ সেই ছেলেটি আমাকে মেসেজ দিলো
-আপনার বাবা এখন কেমন আছেন?
- জি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে
-যদি কোনো সাহায্য লাগে নির্দ্ধিধায় বলবেন আমি রংপুরেই আছি
-জি আচ্ছা জানাবো
এর পর ধীরে ধীরে টুকটাক কথা পরিবার নিয়ে, পড়াশোনা নিয়ে।
সবথেকে মজার বিষয় ছিলো কেউ কাউকে ছবিতেও দেখিনি। শুধু কথা হয় তাও কম।এভাবে একটু একটু করে কথা বেড়েই চললো।তিনি কখনো কোনো মেয়ের সাথে কথা বলেননি!!!!! কথাটা অনেক অদ্ভুত তাই না???এই যুগে আবার এমনও কেউ আছে অবিশ্বাস যোগ্য। তার আইডিতে কোনো মেয়ে নেই, তার পরিবার নিয়ে গভীর ভাবে জানার ইচ্ছে হলো। আমি জানতে চাইলাম তবে এটা ঠিক কথার সাথে কাজের মিল আছে তার। এরপর কি হলো জানেন??????
চলবে.......
To be continue

মাঝে মধ্যে ইচ্ছে হয় আমি যদি সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা সেই পাহাড় হতে পারতাম, দিন এর পর দিন,রাতের পর রাত সমুদ্রের ঢেউ দেখ...
15/02/2025

মাঝে মধ্যে ইচ্ছে হয় আমি যদি সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা সেই পাহাড় হতে পারতাম, দিন এর পর দিন,রাতের পর রাত সমুদ্রের ঢেউ দেখতাম এক দৃষ্টিতে। পরক্ষণেই ছোট্ট বোনটি আসে বললো আপু তোমার জ্বর কমেনি? চায়ের কাপ টা শেষ করো।কি যেন হয়েছে কিন্তু কি হয়েছে জানিনা।অসুস্থতা কেন জানি পিছু ছাড়ছে না। আবার যদি স্কুল জীবনে ফিরে যেতে পারতাম সেই লাস্ট সিটটিতে বসে আড্ডা দেওয়া, টিফিনের আগেই চুরি করে খাওয়া, একজন বের হলে পিছনে পিছনে বাকি ৩ জনও বের হয়ে যাওয়া (দিন গুলো কথায় জানি অদৃশ্য হয়ে গেল)। কেমন যেন একটা বন্দী জীবন, কখনো উর্ধ্বগতি কখনো বিমান বিধ্বস্তের মতো। কখনো রাত জাগতে খুব ভালো লাগে কারণ ছাড়াই, কখনো সন্ধ্যে নেমে আসে দুচোখে।মাঝে মাঝে গল্প লিখতে ইচ্ছে হয়,বেশ ভালো লাগে, তবে গল্প পড়তেও ভালো লাগে।ছোট ছোট বিষয়ে রেগে যাই,অভিমান হয় আবার আম্মু এসে রাগ ভাঙায় পরক্ষণেই আবার ইমশনাল হয়ে যাই।আমার জন্য কেউ কষ্ট পেলে আমার রাত দিন এক হয়ে যায় ভাবতে ভাবতে(তবে অব্যক্ত)। তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই।।।।
নিজের সুস্থতা কামনা করি(আবারও কখনো পাহাড়ের জায়গায় এইবার সমুদ্রের ঢেউ হবো)

20/01/2025

Address

Dinajpur

Opening Hours

11:00 - 12:00
21:00 - 23:55

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share