05/03/2025
#অপূর্ণতা( পার্ট -২)
পরিবারের কথা জানার পর একটু বিশ্বাস হলো যে বাবা তার ছেলেকে গড়িয়েছে চমৎকার ভাবে যা এই যুগে খুব কম দেখা যায়।তবে এটা ঠিক ভালো মানুষ, ভালো পরিবার আজও আছে তবে নগন্য। তিনি বাবার একটাই ছেলে, তবে বোন আছে। তাদের বিষয় অনেক জানলাম সেও আমার আর আমার পরিবার নিয়ে জানলো। কখনো এমন হয়নি যে তিনি সালাম না দিয়ে কথা বলেছেন এবং আপনি (সম্বোধন) ছাড়া কথা বলেছেন।বিষয় গুলো ঠিক হজম হচ্ছিলো না আমার যে এই যুগে আবার এতো সাধু ছেলে কই থেকে আসলো!!
তার কথা তার আচরণে যে কোনো নারী মুগ্ধ হতে বাধ্য, যদিও এখন অব্দি তাকে দেখা হয়নি। একজন মেয়ে সহজে কোনো ছেলের প্রশংসা করে না,যদিও মুখ দিয়ে বলে মন থেকে না, অন্য জনের কাছে গিয়ে ঠিকি বলে ওই ছেলের এই স্বভাব ভালো না, এই দিক টা ভালো না শেষে বলবে তবে এই দিক গুলো ভালো।
কিন্তু এই ছেলের আমি দোষই খুজে পাচ্ছিনা আজব কান্ড।
হঠাৎ একদিন বলে বসলো আপনার চোখ দুটো দেখতে পারি????
ভাবলাম এইতো বাকিদের মতো আসল চেহারা বের হচ্ছে।কিন্তু কি যে হলো এমন একটা মোহো কাজ করলো, কখনো কিছু চায়নি চোখ দুটোই তো দেখতে চেয়েছে আমি ক্রপ করে শুধু চোখ দুটো দিলাম.....
৩০ মিনিট ধরে কোনো খবর নেই। ৩০ মিনিট পর এসে আমাকে বললো এরপর থেকে আমি ছবির আবদার করলে আমাকে আর ছবি দিবেন না।
- কিন্তু কেন কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না।
- চোখ দুটো দেখার পর মাথায় পানি ঢেলে আসতে হয়েছে
-আমার শুনে খুব হাসি পেল এ আবার কেমন কথা, জীবনে কি মেয়ে মানুষের চোখ দেখেনি!
আমি বললাম আপনি তো ভারি মজার লোক চোখ দেখে কেউ মাথায় পানি ঢেলে আসে?
-সে আপনি বুঝবেন না আপনার কাছে হাস্যকর মনে হওয়া টাই স্বাভাবিক।
আমি আর কথা বাড়ালাম না।
ঠিক তার পরের দিন মেসেজ আসলো তোমার নাম কি?বড়ই অদ্ভুত প্রশ্ন আমার নাম তো তিনি জানেই তাহলে এমন প্রশ্ন হঠাৎ। আমি উত্তর না দিয়ে চুপ করে বসে আছি ঠিক পরের প্রশ্ন - আমার ভাই কি সত্যিই তোমার সাথে কথা বলে?
আমি তো আরও আশ্চর্য হয়ে গেলাম।
সব মাথার উপর দিয়ে যাচ্ছে কে মেসেজ দিচ্ছে? কেনই বা দিচ্ছে?আমার কি উত্তর দেওয়া উচিৎ?
একটু পর জানতে পারলাম বিস্তারিত, উনির বড় বোনের একটা ছেলে আছে ৭-৮ বছর বয়স। সে খুবই স্মার্ট, মেধাবী কম্পিউটার + ফোনের সব ফাংশন তার জানা সে মেসেজও পড়তে পারে। আধুনিক বাচ্চারা মনে হয় যে পেটের ভিতর থেকেই সব শিখে আসে।যাই হোক পিচ্চি তার মামার মেসেজ দেখে তার আম্মুকে বলে দেয়, মানে উনির বড় বোনকে
চলবে----