03/06/2025
জীবনটা শুরুতে সহজ ছিল, সবকিছু ছিল স্বাভাবিক। কিন্তু আমি নিজেই কিছু ভুল করেছি, আর সেই ভুলগুলোই আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে। তবে, আবেগের বশে নেওয়া কিছু সিদ্ধান্তই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তখন মনে হয়েছিল সেগুলো ঠিক, ভেবেছিলাম, মন যা চায় তাই করলেই সুখ আসবে।
+
- কিন্তু পরে বুঝেছি, সেই সিদ্ধান্তগুলোর কারণেই সবকিছু ওলটপালট হয়ে গেছে। কিছু জায়গায় বর্তমান জেনারেশনের সাথে তাল মেলাতে পারছি না। ছোট বড় ব্যাপার পরিস্থিতি এমনভাবে মাথায় তীক্ষ্ণভাবে আঘাত করতেছে যে মনে হয় তাৎক্ষণিকভাবে মরে যাই এভাবে বেঁচে থাকার ইচ্ছাটা দিন দিন মরে যাচ্ছে। মায়ের মৃত্যুর পর পরিবার চারপাশে এতটা একা লাগে যে নিজের গন্তব্যের শেষ খুঁজে পাচ্ছি না।
..
আবেগের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিতে পারছিনা, যদি পারতাম তাহলে জীবন এতটা জটিল হতো না। কিন্তু যা হয়ে গেছে, তা আর বদলানোর সুযোগ নেই। এখন শুধু শেখার পালা-আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতা বুঝে চলতে হবে, যাতে ভবিষ্যতে আর এমন ভুল না হয়..!! কিন্তু জীবনে হয়ে উঠতেছে না।।।