12/05/2025
এই যে!
তুমি নিজেকে জাহান্নামের এক কোণে কল্পনা করে দেখো!
তুমি চিৎকার করে কাঁদছ! জাহান্নামের দরজাগুলো বন্ধ! ছাদগুলো একের উপর একটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে! চারদিকে ঘুটঘুটে কালো অন্ধকার!
নেই কোনো সঙ্গী, যার সাথে তুমি সময় কাটাবে! নেই কোনো বন্ধু, যার কাছে অভিযোগ করবে!
না আছে ঘুম আর না আছে নিঃশ্বাসের সুযোগ যে তুমি শান্তি পাবে! কা‘ব বলেন, “জাহান্নামবাসীরা তীব্র অনুশোচনায় কামড়ে নিজেদের হাতটা কাঁধ পর্যন্ত খেয়ে ফেলবে তবু টের পাবে না”!
ওহে, দরজা থেকে প্রত্যাখ্যাত ব্যক্তি! তুমি যদি আমাদের অঙ্গীকার পূর্ণ করতে, তাহলে আমরা তোমাকে এভাবে বাধা দিতাম না! তুমি যদি আমাদেরকে তোমার অনুতাপের অশ্রু পাঠাতে, তাহলে আমরা আগের সব কিছু ক্ষমা করে দিতাম!
— ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[সূত্র : আল-মুদহিশ, ১/১৮৫]
#সীরাহ