Radia Study Care

Radia Study Care Hi, My name is Ali Siddik Sany (Assistant Teacher) from Kaliagonj Nabarun high school, boda, Panchagarh.

এসএসসি পরীক্ষা ২০২৬ প্রস্তুতি এমসিকিউ-১৭ অধ্যায়।
15/08/2025

এসএসসি পরীক্ষা ২০২৬ প্রস্তুতি
এমসিকিউ-১৭ অধ্যায়।

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
02/04/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

30/12/2024

👉ইংরেজি শেখা:
পর্ব-৪: Synonyms Word

16. Beautiful (সুন্দর, আকর্ষণীয়): Fair, Lovely, Pretty, Graceful, Awesome, Handsome, Charming, Attractive, Good-looking, Stunning.

17. Essential (অপরিহার্য, অত্যাবশ্যক, প্রয়োজনীয় ): Vital, Important, Necessary, Crucial, Imperative.

18. Honest ( সৎ, খাটি, নির্ভেজাল, ন্যায্য, সত্যবাদী ): Ethical, Truthful, Just, Trustworthy.

19. Respect ( সম্মান, শ্রদ্ধা, মর্যাদা ): Honor, Homage, Admiration, Praise, Reputation, Appreciate.

20. Include ( অন্তর্ভুক্ত, লিপ্ত থাকা) : Add, Contain, Involve, Engage.

অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কার বিষয়ক কমিটি করতে যাচ্ছে।
19/12/2024

অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা সংস্কার বিষয়ক কমিটি করতে যাচ্ছে।

15/12/2024

শিক্ষাক্ষেত্র নিয়ে সব মহলের মাতামাতি দেখছি মাত্রাতিরিক্ত। অনেকে বুজে না বুজে কয়েকদিন থেকে দেখছি পোস্ট করে যাচ্ছেন। ৫ আগস্টের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহন করার পর দেশকে সংস্কার করার জন্য বিভিন্ন কমিশন গঠন করলেন। সেনাবাহিনীর উচ্চ পদস্ত কর্মকর্তাদের দিলেন মেজিস্টিস পাওয়ার নিঃসন্দেহে ভালো উদ্যোগ।কিন্তু শিক্ষা সংস্কার বিষয়ক কোনো কমিশন গঠন করা হলো না। জানতে চাইলেন না, কিভাবে চলছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের মনোবাসনাই বা কি। যে শিক্ষা ব্যবস্থায় আমলারা নেয় বছরে ৮টি বোনাস, শিক্ষকেদর জন্য আদা-কাচকলা। শিক্ষকদের মাঝে তৈরি করে রেখেছেন চরম বৈষম্য। আবার বছরে যে দুটি সিকিয়ানা বোনাস দেন সেখানেও বৈষম্য করে রেখেছেন কর্মচারীদের সাথে। নিঃসন্দেহে বলা যায় যোগা-খিচুড়ি করে রেখেছেন শিক্ষা ব্যবস্থায়। নতুন কারিকুলামের বদলতে শিক্ষার্থীদেরকে বানানো হয়েছে স্মার্টফোন আসক্ত, হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সেটা কি যে যন্ত্রণা সেটা বর্তমানে অভিভাবকরা বুঝতেছে। প্রাইমারী, মাধ্যমিক এমনকি কলেজ পর্যায়ে সব ক্ষেত্রে চরম বৈষম্য। নাই কোনো গবেষনা মন গড়া ফতুয়ার মাধ্যমে চলছে শিক্ষা কার্যক্রম। উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা এখানে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে উন্নত দেশের বেতন ব্যবস্থা কেন দিবেন না। চাইছেন ষোলো আনা আর দিবেন মাত্র চারআনা। স্বল্প বেতনে শিক্ষকরা সব সময় তাদের দিনগুলো কিভাবে কাটাবে তাদের ছেলেমেয়েদের পড়ালেখা কিভাবে হবে এই দুঃচিন্তায় থাকে। শিক্ষকদের যদি অর্থনৈতিক মুক্তি না দেন, তাহলে শিক্ষার মুক্তি কিভাবে আসা করেন। এখন আর কেউ নিজেকে সুশিক্ষত বা স্বশিক্ষিত করার জন্য পড়ালেখা করে না। সবাই চায় পড়াশুনা ও উন্নত প্রশিক্ষকের মাধ্যমে ক্যারিয়ার গড়তে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে বর্তমান এমনকি ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষকতা পেশায় আসবেনা। এ পেশা তার মর্যাদা হারাবে। আর কোনো শিক্ষার্থীর মুখে শোনা যাবে না যে সে শিক্ষক হবে, কারন সে জানে এখানে অর্থনৈতিক মুক্তি নেই। আমি আমার স্কুলের শিক্ষার্থীর কাছেও শুনিনি তারা শিক্ষক হতে চায়। তার চিন্তা থাকবে ব্যবসা, পলিটিক্স, ডাক্তার, প্রকৌশলী ইত্যাদি পেশায় নিয়োজিত করা। সবাই ভালো থাকবেন।

04/10/2024
03/10/2024

শিক্ষকদেরকে সম্মানের সাথে বাঁচতে দিন। শিক্ষকদেরও পরিবার পরিজন আছে। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা খুবই অমানবিক জীবন-যাপন করছে। বর্তমান বাজারের সাথে সমন্বয় করে একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রনয়ন করুন। শিক্ষা ব্যবস্থা চান ফিনল্যান্ডের মতো অথচ সেলারি দেন শ্রমিকের মতো(উল্লেখ্য যে শ্রমিকরাও শিক্ষকদের থেকে বেশি সেলারি পায়)। কোনো সরকারই বেসরকারি শিক্ষকদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা দেন নি। ৯৭% শিক্ষার্থী যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অধ্যয়নরত আছে সেখানে জাতীয়করণের কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার যেন আসছে ৫ ই অক্টোবর শিক্ষক দিবসে শিক্ষকদের প্রাণের দাবিগুলো মেনে নিয়ে একটি সুন্দর মানবিক জীবন যাপন করার সুযোগ করে দেয়।

উপবৃত্তির বাউন্স বেক রিপোর্ট প্রেরন প্রসঙ্গে।
28/09/2024

উপবৃত্তির বাউন্স বেক রিপোর্ট প্রেরন প্রসঙ্গে।

Address

Dinajpur

Telephone

+8801303726391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radia Study Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radia Study Care:

Share