DGC crush and Confession

DGC crush and Confession অনুভূতি হোক প্রকাশের তাড়নায় 💐

SEND YOUR CONFESSION INBOX.

07/08/2025

ছেকা খাওয়ার পর,আপুর অবস্থা 🤭😄

22/07/2025

কি এক আজব দেশরে ভাই, প্রধান উপদেষ্টাও পোস্ট ডিলিট করে দেয়🤣🤣

09/07/2025

Accounting live class✘
Live kissing class✔
এআই ভেবে আমিও ভুল করছিলাম🙂
How romantic teachers! বাকিটা আপনারাই দেখেন..🥱

 From : পরিচিত কেউ একজন To : রাতুল প্রিয় রাতুল অরফে রাদু। প্রথমত বলব তোমাকে পছন্দের কারন একটাই সেটা হলো তোমার বন্ধুত্বপূ...
08/07/2025



From : পরিচিত কেউ একজন
To : রাতুল

প্রিয় রাতুল অরফে রাদু। প্রথমত বলব তোমাকে পছন্দের কারন একটাই সেটা হলো তোমার বন্ধুত্বপূর্ণ আচরন। যেটা আমার বরাবর এ পছন্দের একটা পার্ট। পরিচিত হয়েও অপরিচিত একজন আমি। সরাসরি কথা গুলো বলতে চেয়েও কখনো বলা হয়নি জড়তার কারনে। তাই আমার ভাবনা গুলো কনফো এর মাধ্যমে তোমার কাছে পৌছানোর একটা ক্ষুদ্র প্রয়াস। অল্প কোথায় বলবো তোমাকে আমার বেশ ভালোই লাগে। আর আমি চাই এই রাদুকে সবসময় খুজতে
ইতি,
তোমার পরিচিত হয়েও অপরিচিত একজন।

༺︵❝།།😘🤝সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে,ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে।︵❝།།😘🤝༻
10/06/2025

༺︵❝།།😘🤝সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে,ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে।︵❝།།😘🤝༻

সিনিয়র আপুর দরকার!!
08/06/2025

সিনিয়র আপুর দরকার!!

30/05/2025

A dreamy rain.🌧️❤️

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা ...
30/05/2025

প্রেম করা উচিত একজন ম্যাচিউর ছেলে/মেয়ের সাথে; যে ভবিষ্যত নিয়ে দিকনির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।

শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!🖤🌸🪷

"চোখে চোখে লুকোনো ভালবাসা"স্কুলটা ছিল ছোট, তবে তার মাঝেও কিছু মুহূর্ত বিশাল হয়ে থাকত মনে।তারা দুজন ছিল এক ক্লাসে—কখনো সর...
28/05/2025

"চোখে চোখে লুকোনো ভালবাসা"

স্কুলটা ছিল ছোট, তবে তার মাঝেও কিছু মুহূর্ত বিশাল হয়ে থাকত মনে।
তারা দুজন ছিল এক ক্লাসে—কখনো সরাসরি কথা না হলেও, একটা চুপচাপ বন্ধন গড়ে উঠেছিল।

সে ছেলেটা, সাধারণ একটা ছেলে।
তাকে কেউ খুব একটা চোখে পড়ার মতো ভাবত না।
কিন্তু তার চোখ—সেই চোখে এক মেয়ের জন্য এত মায়া, এত কথা ছিল,
যা সে কোনোদিন বলে উঠতে পারেনি।

মেয়েটা ছিল একটু গম্ভীর, একটু আলাদা।
সে কারো সাথে খুব বেশি মিশত না,
তবু মাঝে মাঝে ক্লাসে হঠাৎ চোখে চোখ পড়ে যেত দুজনের।
একটা কাঁচের মতো অনুভূতি তৈরি হতো—ভেঙে গেলে শব্দ হতো না, শুধু কাঁপন ছড়াতো মনজুড়ে।

ছেলেটা ধীরে ধীরে বুঝে গেল—সে মেয়েটাকে ভালোবাসে।

তবুও চুপ ছিল।
ভয় ছিল—যদি বলে ফেলে, সেই চোখে চোখ পড়ার জাদুটাও হারিয়ে যায়।

স্কুল শেষ হলো।
জীবন সবাইকে টেনে নিল আলাদা পথে।
কতদিন হয়ে গেল দেখা নেই।
কিন্তু মন থেমে থাকেনি।
ভালোবাসা জমে ছিল চুপচাপ।

একদিন সাহস করে সে মেয়েটির কাছে তার মনের কথা পাঠায়।
প্রত্যুত্তরে আসে শান্ত এক শব্দ:
"আমি রাজি না।"
ছেলেটা কিছুই বলে না।
ভাঙে না, কাঁদে না—শুধু একরকম শূন্যতায় ডুবে যায়।
ভাবতে থাকে—এই কি তবে তার ভালবাসার শেষ?

দিন যায়, মাস পেরোয়।
কখনো কখনো মেয়েটির ছবি দেখে সে,
সেই হাসি এখন অন্য কারো জন্য।
তবে সে এসব দেখে মন খারাপ করে না।

কারণ তার ভালোবাসা ছিল একরকম নীরব আর পবিত্র—
যেটা প্রত্যাখ্যানেও ছোট হয়ে যায় না।

সে এখন নিজের জীবন গড়ে চলেছে—চোখে স্বপ্ন আর হৃদয়ে সেই স্মৃতি।
ভালোবাসা পেল না, কিন্তু ভালোবাসতে পেরেছিল—
এটাই তো জীবনের সবচেয়ে সুন্দর সাহস।

꧁༒ ⃝🩷আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না,হারাবে কেবল এক জোড়া চোখ। যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখার অপে...
25/05/2025

꧁༒ ⃝🩷আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না,হারাবে কেবল এক জোড়া চোখ। যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখার অপেক্ষায় থাকতো।🥹🖤

হারাবে কেবল একজোড়া ঠোঁট, যা তোমার কথা ভাবতেই হেসে উঠে। হারাবে কেবল একজোড়া হাত, যা তোমার নামে প্রার্থনার জন্যে উঠে.!🤲💔

তুমি দেইখা নিও, কোনো একদিন আমার ভালোবাসা আর আমাকে তোমার খুব করে মনে পড়বে!😒🤎

রা'গের মাথায় যতোই বলি তোমারে লাগবে না আমার, কিন্তু বিশ্বাস করো তুমি থেকে গেলে, ছেড়ে দেওয়ার মতোও সাধ্য নাই আমার!🫂😰

-ভালোবাসা তখনই সুন্দর হয়, যখন সেটা শুধুই অনুভবে নয়, বাস্তবতাতেও টিকে থাকে.!😊🖤
24/05/2025

-ভালোবাসা তখনই সুন্দর হয়, যখন সেটা শুধুই অনুভবে নয়, বাস্তবতাতেও টিকে থাকে.!😊🖤

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when DGC crush and Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share