Voice Of Dinajpur

Voice Of Dinajpur Bringing you the latest news, trends, and stories that matter. Stay informed and connected!

21/09/2025

ঐতিহাসিকভাবে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট ও যুদ্ধবিরতির অগ্রগতি না হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পূর্বেই ঘোষণা দিয়েছিলেন—যদি ইসরাইল যুদ্ধবিরতির দিকে বাস্তব পদক্ষেপ না নেয়, তবে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করবে এবং শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা’ বলে কটাক্ষ করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে এই ঘোষণা আসছে—যেখানে ফ্রান্সসহ অন্তত ১০টি দেশ একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।

গাজার ভয়াবহ বাস্তবতা:

জাতিসংঘ ইতিমধ্যে দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

যুদ্ধ শুরুর সূত্রপাত হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলায়, যেখানে ১,২০০ এর বেশি মানুষ নিহত হন।

বিশ্লেষকরা বলছেন, ব্রিটেনের এই অবস্থান শুধু কূটনৈতিক নয়, বরং বৈশ্বিকভাবে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির লড়াইকে নতুন গতি দেবে।

21/09/2025

দৈনিক পত্রিকাগুলোর উল্লেখযোগ্য সংবাদ সমূহের প্রধান শিরোনাম: সুপার ফোরে বাংলাদেশের সুপার জয়
#প্রজন্মেরডাক #সুপারফোর #শিরোনাম

20/09/2025
20/09/2025

সুপার ফোরের লড়াই: লায়ন্সের দাপট নাকি টাইগার্সের গর্জন? 🐅🦁

20/09/2025

ইলিয়াস হেসেনকে চটি সাংবাদিক বলা যায়। তার কথা বলার ধরন, শব্দচয়ন যতটা না সাংবাদিকের মত তার চেয়ে বেশি গুন্ডাদের মত। একজন সাংবাদিকের কাজ মূলত অবজেক্টিভ থাকা। তার কাজ খবর পরিবেশন করা, কোন উপসংহারে পৌছে যাওয়া না। কিন্তু ইলিয়াস এই কাজটিই করে থাকেন। মোটাদাগে তার বক্তব্যগুলোর ধরণ খুবই আক্রমণাত্মক। তবে মূল আপত্তির জায়গাটা আসলে তার নারীবিদ্বেষ আর চরিত্রহনন করার প্রবণতায়।

সম্প্রতি ডা. জাহেদ ইস্যুতে ইলিয়াস আবারও তার কদর্য রুপ প্রকাশ করে ফেলেছেন। তিনি গত ২ সপ্তাহ ধরে ডা. জাহেদের একটি ভিডিও নিয়ে পোস্ট দিচ্ছেন, যেখানে ডা. জাহেদের স্ত্রী বারবার এই বিষয়টি নিয়ে ইলিয়াস হোসেনকে কথা বলতে মানা করেছেন। মানুষের ব্যাক্তিগত ইস্যু নিয়ে যখন শক্ত প্রমাণ ছাড়া কথা বলাটা আসলে সাংবাদিকতার ভব্যতার মধ্যে পড়ে না। হ্যা, ডা. জাহেদ একজন পাবলিক ফিগার। কিন্তু যেই বিষয়টি নিয়ে তাকে হেনস্থা করছেন ইলিয়াস সেটা বেশ এলার্মিং।

হতে পারে, ডা. জাহেদের নৈতিক অধপতন হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তার স্ত্রী। তিনি যখন ইলিয়াসের মিথ্যাচার নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, ইলিয়াসের উচিত ছিল চুপ হয়ে যাওয়া। কিন্ত মানুষটা যে ইলিয়াস?যৌন সুড়সুড়ি থাকবে এমন কিছু হলে তার মাথা ঠিক থাক না। এমনিতেই তিনি কথায় কথায় বলেন, তিনি ’ভরে’ দিবেন। লাইভে এসে গালিগালাজ করেন। ডা. জাহেদের ঘটনায় তিনি স্বর্গসুখ পেয়েছেন। অন্যর অপমানের নেশা অনেক বড় নেশা। খেয়াল করে দেখবেন ইলিয়াসের ম্যাক্সিমাম গালি নারীকেন্দ্রীক।

ইলিয়াসের সাথে আদর্শগত, রাজনৈতিক কারণে ডা. জাহেদেরে সাথে দ্বন্দ ছিল। কিন্তু ইলিয়াস প্রতিদ্বন্দিতা আর শত্রুতারা মাঝে তফাত বোঝার মত নৈতিকতা, কমন সেন্স রাখেন না। শুয়োর যেমন শত্রুকে কাদায় ডেকে আনে গড়াগড়ি খাওয়ায় তেমনি ইলিয়াসে স্ট্যাটেজি হল মানুষকে ব্যাক্তিগত আক্রমণ করে নিচে নামাতে চেষ্টা করা। একই কথা পিণাকি ভট্টাচার্যের ক্ষেত্রেও প্রযোজ্য।

তবে চারিত্রিকভাবে অন্ধ ইলিয়াসরা ভুলে যান যাদের আক্রমণ করেন তাদের পরিবার আছে। যেখানে সবচেয়ে বড় ভিক্টিম ডা. জাহেদের স্ত্রী তাকে থামাতে চেষ্টা করেছেন। অনুরোধ করেছেন কিন্তু ইলিয়াসের মনে মায়া হয়নি। তিনি সমানতালে তাকে নিয়ে যা তা পোস্ট করছেন। হতে পারে এভাবেই তিনি মানুষকে ব্ল্যাকমেইল করেন। এটাকে কি সাংবাদিকতা বলে? ইলিয়াসের এই প্র্যাক্টিস একটা উগ্রতা সমাজে আর এদেশের সাংবাদিকতার জগতে ঢুকিয়ে দিয়েছে। ফলে টক্সিক সাংবাদিকতা আর চরিত্র হননের টুলে পরিণত হয়েছে। যেই প্যান্ডোরা বাক্স ইলিয়াস হোসেনরা খুলেছে, এই ভয়াবহ ট্রেন্ড আমাদের সামনের দিনগুলোতে আমাদের সবাইকে ভোগাবে। এমনকি ইলিয়াস, পিণাকীরাও ভুগবে!

19/09/2025
18/09/2025

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রাক-পূজা, পূজা চলাকালীন, এবং প্রতিমা বিসর্জন–পরবর্তী সময়—এই তিন ধাপে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম।

তিনি বলেন, পূজাকেন্দ্রিক পুলিশের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। মাঠে থাকবেন পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, সঙ্গে সোয়াট, সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

সিসিটিভি মনিটরিং, স্বেচ্ছাসেবক দ্বারা মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি, এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

আইজিপি আশা প্রকাশ করেছেন—সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

এ বছর ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

#দুর্গাপূজা
#দূর্গাপূজা2025

18/09/2025

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত সশস্ত্র বাহিনী

বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলেই শান্তি ও সম্প্রীতিতে বসবাস করে আসছে। এই দেশ সবার। সবার সমান অধিকার রয়েছে, আর আমরা একসঙ্গেই এগিয়ে যাব সোনালি ভবিষ্যতের পথে।
পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, সেনাপ্রধান এবারও ২৮ বা ২৯ সেপ্টেম্বর পূজামণ্ডপ পরিদর্শনে আসতে পারেন।

দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ভরসার নাম সশস্ত্র বাহিনী। আসুন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সবাই মিলে উদযাপন করি ধর্ম যার যার, উৎসব সবার।

#দুর্গাপূজা

18/09/2025

চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের উদ্যোগে নেওয়া গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (GGI)-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন।

ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। বৈশ্বিক শাসনব্যবস্থায় ভারসাম্য ও ন্যায়সংগত সমাধান উপস্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ।

বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়।
চীনা রাষ্ট্রদূত জানান, উভয় দেশ সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে এবং চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশংসা করেন।

এটি বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করবে এবং আঞ্চলিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Address

Stetion Road, Dinajpur Sadar
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share