Voice Of Dinajpur

Voice Of Dinajpur Bringing you the latest news, trends, and stories that matter. Stay informed and connected!

দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষকরা গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করে সফল হচ্ছেন। দিন দিন চাহিদাও বাড়ছে এই সবজির। স্বাস্থ্যস...
01/07/2025

দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষকরা গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করে সফল হচ্ছেন।
দিন দিন চাহিদাও বাড়ছে এই সবজির। স্বাস্থ্যসম্মত উপায়ে চাষ করায় চিচিঙ্গা রফতানি করা সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ।

30/06/2025

বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির দুই কিস্তির ১৩৪ কোটি ডলার পেয়েছে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২৬ জুন এই অর্থ জমা হওয়ার পর, রিজার্ভ বর্তমানে ৩০.৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এছাড়া, প্রবাসী আয় ও ঋণ পরিশোধ সক্ষমতার কারণে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসে আরও ৯০ কোটি ডলার আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে আসবে, যা রিজার্ভে যুক্ত হবে এবং মোট রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাবে।
#রিজার্ভ #প্রবাসীআয় #রেমিট্যান্স

30/06/2025

রিজার্ভ বৃদ্ধিতে বেড়েছে পতিত আওয়ামী লীগের জ্বালাপোড়া, টাকা পাচারকারী অর্থমন্ত্রী, ভূমি মন্ত্রী এখন কোথায়?
অন্তর্বর্তী সরকারের সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অনেক কথাই হচ্ছিল—কখনো শঙ্কা, কখনো গুজব। এবার বাস্তবতা বলছে নতুন কথা!
যারা আগে রিজার্ভ ফাঁকা করে টাকা পাচার করেছে, বিদেশে বিলাসবহুল বাড়ি-গাড়ি করেছে, আজ তাদের মুখে ‘রিজার্ভ নিয়ে মায়াকান্না’ সত্যিই হাস্যকর।
দেখুন বাস্তবতা—আইএমএফের ১৩৪ কোটি ডলার, জাপানের ৪২ কোটি ডলার সহায়তা এসেছে, প্রবাসী আয়ও বেড়েছে, রপ্তানি আয় ৯% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে—সব মিলিয়ে রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে! শিগগিরই ৩২ বিলিয়ন ডলার হতে পারে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ আওয়ামী লীগের আমলে ৩১ জুলাই ২০২৩ সালে এই রিজার্ভ ছিল মাত্র ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার!
অন্তর্বর্তী সরকারের আমলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বেড়েছে, বিদেশি ঋণ ও বাজেট সহায়তাও এসেছে—সবই আইনি ও স্বচ্ছ প্রক্রিয়ায়। অথচ যে হাওয়া ভবনের গায়ে ‘টাকা পাচারকারী অর্থমন্ত্রী’ আর ‘জমি বেচা ভূমি মন্ত্রী’ ঘুরে বেড়াতেন—তাদেরই হাত ধরে দেশ থেকে কত হাজার কোটি টাকা বিদেশে গেল, তার কোনো হিসাব নেই! এখন তারা কোথায়? কার স্বার্থে আবার গুজব ছড়াচ্ছেন?
বাংলাদেশ আবারও প্রমাণ করছে—চাপে পড়েও দেশ থেমে নেই।
আপনারা গুজবে কান না দিয়ে প্রকৃত তথ্য দেখুন, দেশকে ভালোবাসুন।
#রিজার্ভ #প্রবাসীআয় #রেমিট্যান্স

30/06/2025

প্রবাসীদের জন্য সুখবর, প্রবাসীরা এখন অনলাইনেই ভোটার হতে পারবেন
ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
* পূরণকৃত আবেদনপত্র (ফর্ম-২ক)
* বৈধ বাংলাদেশি পাসপোর্ট (মূল ও কপি)
* জন্ম নিবন্ধন সনদ
* পাসপোর্ট সাইজের রঙিন ছবি
* ৭৫ রিঙ্গিত ফি জমার রশিদ (May Bank একাউন্ট: 564427560878)
* নাগরিকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
* পিতা-মাতার NID বা মৃত্যু নিবন্ধন (যদি থাকে)
* বিবাহিত হলে স্বামী/স্ত্রীর NID (প্রযোজ্য ক্ষেত্রে)
* মালয়েশিয়ার ঠিকানার ইউটিলিটি বিলের কপি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর—৩০ জুন ২০২৫ থেকে কুয়ালালামপুর হাইকমিশনে নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু হচ্ছে। আবেদনকারীদের ফর্ম, পাসপোর্ট, ছবি, ফি জমার রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি যেতে হবে। আগের আবেদনকারীরা হাইকমিশনের ইমেইলে যোগাযোগ বা সরাসরি গিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন। সঠিক তথ্য না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন আবেদন: services.nidw.gov.bd
#প্রবাসীবাংলাদেশি #ভোটার #ভোট #কুয়ালালামপুরহাইকমিশন

30/06/2025

সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে
চাকরি থেকে অপসারণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অবসর
* অনানুগত্যের ধারা সংশোধন: কর্মচারীর আচরণকে ‘অনানুগত্য’ হিসেবে বিবেচনার পুরনো ধারা বাতিল করে নতুনভাবে ভাষা প্রতিস্থাপন করা হচ্ছে।
* শাস্তি ব্যবস্থা হালনাগাদ: পূর্বের তিন ধরনের শাস্তির মধ্যে ‘চাকরিচ্যুতি’ বাদ দিয়ে বাধ্যতামূলক অবসর রাখার সিদ্ধান্ত।
* তদন্ত ও আত্মপক্ষ সমর্থন: অভিযুক্ত কর্মচারীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। ৭২ ঘণ্টার মধ্যে তিন সদস্যের কমিটি তদন্ত করবে, নারী অভিযুক্ত হলে কমিটিতে নারী সদস্য বাধ্যতামূলক।
* আপিলের সুযোগ: রাষ্ট্রপতির কাছে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে, পাশাপাশি উচ্চ আদালতে শাস্তি প্রদানকারী কর্তৃপক্ষের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে।
#সরকারি_চাকরি #অবসর #শাস্তি

30/06/2025

📌 বিভ্রান্তি নয়, সত্যের পাশে থাকুন!

২৬ জুন ২০২৫ তারিখে কুমিল্লা জেলার মুরাদনগরের বাহেরচর পাচকিত্তা গ্রামে যে ধর্ষণের অভিযোগটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে—তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর।

🔍 মাঠ পর্যায়ে যাচাই করে দেখা গেছে, ভিকটিম হিসেবে উপস্থাপিত হিন্দু নারী দীপালী বালা ও অভিযুক্ত মুসলিম যুবক ফজর আলীর মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের এই সম্পর্ক এলাকার অনেকের জানা ছিল এবং পূর্বেও এ নিয়ে গুঞ্জন চলছিল। স্থানীয়দের হাতে দুজন বিবস্ত্র অবস্থায় ধরা পড়ার পর বিষয়টিকে রাজনৈতিক রঙ দিয়ে কিছু মানুষ “ধর্ষণ” হিসেবে প্রচার করতে শুরু করে।

⚠️ স্পষ্টতই এটি একটি পারস্পরিক সম্পর্কের জটিলতা ও সামাজিক অপমান ঢাকার কৌশল। কোনো প্রকার জোরপূর্বকতা বা সহিংসতার প্রমাণ পাওয়া যায়নি। উল্টো ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দিয়ে অনেকে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।

🛑 এই ধরনের ভিত্তিহীন অভিযোগ শুধু ব্যক্তি বিশেষের সম্মান ক্ষুন্ন করে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থানের ভিত্তিও নষ্ট করে দেয়। ধর্মীয় সংখ্যালঘু নারীকে সামনে রেখে রাজনৈতিক চক্রান্ত দুঃখজনক ও নিন্দনীয়।

🔎 প্রশাসনের প্রতি আহ্বান, যারা এই ভিডিও ধারণ ও প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

🕊️ আসুন, গুজব নয়—তথ্য ও সত্যের ভিত্তিতে বিচার করি। রাজনৈতিক ফায়দার জন্য কারও সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কখনোই কাম্য নয়।

এছাড়া বিষয়টিকে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করার চক্রান্ত মূলত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একটি নীলনকশা। অতএব এ ধরনের ঘটনার বিস্তারিত না জেনে প্রচার করা থেকে বিরত থাকুন।

29/06/2025

দিনাজপুরের হিলিতে গত এক সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, কাঁচামরিচসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

১৯৭১ সাল ও ২০২৫ সালে দিনাজপুর রেলস্টেশনের চিত্র।ছবি: কৌশিক পাল পার্থ/দিনাজপুর রেলওয়ে স্টেশন
29/06/2025

১৯৭১ সাল ও ২০২৫ সালে দিনাজপুর রেলস্টেশনের চিত্র।

ছবি: কৌশিক পাল পার্থ/দিনাজপুর রেলওয়ে স্টেশন

28/06/2025

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, সরকার ও সমাজের স্পষ্ট অবস্থানের জন্য ঢাকায় ইরান দূতাবাস প্রকাশ করলো আন্তরিক কৃতজ্ঞতা।
এটি শুধু কূটনৈতিক নয়—এ এক মানবিক ও নৈতিক সংহতির শক্ত বার্তা।

#কূটনৈতিক_সম্পর্ক #সংহতি #ইসরায়েলি_আগ্রাসন

28/06/2025

বিদেশে থাকা প্রবাসীদের জন্য সুখবর!
মাত্র ১০০ ডলার পাঠালেই সরকার দিচ্ছে বাড়তি ৩০৭ টাকা ৫০ পয়সা প্রণোদনা!
অর্থাৎ আত্মীয়রা পাচ্ছেন মোট ১২,৩০৭ টাকা — কোনো ঝামেলা ছাড়াই, মোবাইলেও পাওয়া যাচ্ছে!

২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১১ মাসেই রেমিট্যান্স এসেছে ২,৯৫০ কোটি ডলার — যা গত বছরের তুলনায় ২৬.৭% বেশি!
ব্যাংকিং চ্যানেল, ওয়েস্টার্ন ইউনিয়ন, মানি গ্রাম, বিকাশ, রকেট, নগদ – সবই কাজ করছে!
কিন্তু অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত রেমিট্যান্স হাউস ব্যবহার করতে হবে, নয়তো প্রণোদনা পাওয়া যাবে না।
দেশের অর্থনীতির চাকা সচল রাখার পেছনে আপনার পাঠানো রেমিট্যান্সই বড় ভরসা।
আজই পাঠান — বৈধ পথে, নিরাপদে, আর উপভোগ করুন সরকারের প্রণোদনা।

#প্রবাসী #রেমিট্যান্স

28/06/2025

শক্তির নতুন যুগে বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু একটি প্রকল্প নয়, এটি আমাদের সাহস, সক্ষমতা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক।
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ — নিরাপদ শক্তির পথে দুর্বার গতিতে!

#বাংলাদেশ_শক্তিশালী

#নিরাপদ_পারমাণবিক_শক্তি


28/06/2025

সকল ধর্মের মানুষ নির্ভয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে — স্বরাষ্ট্র উপদেষ্টার আশাবাদী বার্তা।
আগের চেয়ে আইনশৃঙ্খলার উন্নতি, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে উৎসবমুখর পরিবেশে শান্তির বার্তা।
আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে বাংলাদেশ।

#শান্তি #ঐক্য #ধর্মীয়সহিষ্ণুতা #বাংলাদেশ #রথযাত্রা #আইনশৃঙ্খলা #মানবিকবাংলাদেশ #সমাজ #সম্মিলিতপ্রচেষ্টা #বাংলাদেশগর্ব

Address

Stetion Road, Dinajpur Sadar
Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share