Eibangladesh News

Eibangladesh News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eibangladesh News, News & Media Website, Birol Dinajpur, Dinajpur.
(1)

আমাদের ইউটিউব চ্যানেল এ প্রতিদিন ভিডিও পাবেন তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে। 👇

https://www.youtube.com/

📧Gmail: [email protected]

23/09/2025

স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ক?

স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র ও মধুর — এটাই সংসারের আসল সৌন্দর্য। ❤️

উত্তম স্ত্রী ও উত্তম স্বামী একে অপরের প্রতি মধুর ভালোবাসা দিয়ে সুখ আর শান্তির ঠিকানা সৃষ্টি করে। এমন দাম্পত্য দুনিয়া ও আখেরাতে সফল করে, জীবন পরিপূর্ণ করে তোলে। আপনি কিভাবে দাম্পত্য জীবনে মধুরতা বজায় রাখেন? মন্তব্য করে জানান👇

#ইসলাম #পরিবার #বিবাহজীবন #স্বামীস্ত্রী #সুখ #আখেরাত #ভালোবাসা

23/09/2025

মা গোপনে কাঁদে, বাবা নীরবে কাঁদে। তাদের সব ত্যাগ শুধু সন্তানের জন্য। এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে মা–বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ। সময় থাকতেই ভালোবাসুন মা–বাবাকে।

#মা_বাবার_ভালোবাসা #হৃদয়ছোঁয়া #অমূল্য_ত্যাগ

23/09/2025

আপনার স্বামীকে খুশি করতে চান? ছোট ছোট যত্নই বড় প্রভাব ফেলে। মাঝে মাঝে তার হাত-পা টিপে দেওয়া, বিশেষ করে পা, স্বামীকে আনন্দ দেয় এবং আল্লাহর সন্তুষ্টিও অর্জন হয়। বাবা-মার পরে স্বামীই সবচেয়ে প্রিয়। এই ভিডিওতে জানুন কীভাবে প্রতিদিনের ছোট ছোট যত্নে স্বামীকে সুখী রাখা যায়।

#ইসলামিক_স্ত্রী_টিপস #বিবাহ_সুখ #স্বামী_খুশি

23/09/2025

এক বোতল জলের দামের মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। আপনার মূল্য আসলেই কতটা, তা নির্ভর করে সঠিক জায়গা বেছে নেওয়ার উপর। নিজের শক্তি চিনুন, জায়গা বদলান আর জীবনকে নতুনভাবে গড়ে তুলুন।

23/09/2025

সংসারে শান্তি নষ্ট হয় অনেক সময় কিছু ভুল আচরণের কারণে। এখানে আলোচনা করা হয়েছে সেই ৪ ধরনের নারীর কথা, যারা ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করে, তুলনা করে, অন্যের কথায় প্রভাবিত হয় এবং স্বামীকে সম্মান দেয় না।

23/09/2025

এ বোন, মনে রেখো—পুরুষকে সবসময় তুচ্ছ বিষয়ে আঘাত কোরো না, আর অতিরিক্ত হিসাব-নিকাশে সম্পর্ককে জটিল কোরো না।

23/09/2025

বাবা জন্ম দিয়েই দায়িত্ব শেষ করে চলে গেছেন। কিন্তু মা থেমে থাকেননি। সন্তানের জন্যই তিনি বেঁচে আছেন এখনও। আশ্রয় নেই, ঘর নেই তবু সন্তানদের নিয়ে তিনি রাত কাটাচ্ছেন শহরের ফুটপাতে।

রাজধানীর কোলাহলের মাঝেই দুই ভাইবোনকে দেখা যায় খোলা আকাশের নিচে পড়ে থাকতে। ছোট বোন নাফিসা তখন গভীর ঘুমে। মনে হয়, পৃথিবীর কষ্ট যেন তাকে ছুঁতেও পারে না। আর বড় ভাই নাফিস জেগে আছে রাতভর পাহারা দিচ্ছে মায়ের বুকের টুকরোকে।

তাদের জীবন চলে মানুষের দয়া-দাক্ষিণ্যে। কখনো মেলে একমুঠো ভাত, কখনো আবার খালি পেটে থাকতে হয়। এত কষ্টের মাঝেও তাদের মুখে কোনো অভিযোগ নেই, নেই অভিমান। শুধু আছে সহ্যশক্তি আর নীরব অশ্রু।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই মা-সন্তানদের ফুটপাতে দেখা যায়। কোনো দিন সাহায্য মেলে, কোনো দিন মেলে না। তবুও তারা বেঁচে আছেন আশা নিয়ে।

এ দৃশ্য দেখে পথচারীদের চোখে জল আসে। সাময়িক সহযোগিতা করেন অনেকে। তবে এর বাইরে স্থায়ী কোনো সমাধান মেলে না তাদের জীবনে।

একজন পথচারী বলেন, “আল্লাহ কী কঠিন পরীক্ষা দিলেন তাদের জীবনে! আমরা সামান্য সাহায্য করি, কিন্তু তা দিয়ে কি আর জীবন চলে?

22/09/2025

বোন, এক কথা মনে রাখো: বাবার শাসনকে দেখে বলা হয় 'অধিকার', আর স্বামীর শাসন হলে সেটা 'অত্যাচার'। তাই সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সাবধান হও — কারণ জীবনের বড় সময়ের দায়িত্ব তোমার স্বামিই নেবে। তুমি কি একমত? মন্তব্য করে জানাও 👇
#বোনেরা #নারীশক্তি #বিয়ে #সম্পর্ক #নারীঅধিকার #সচেতনতা #মহিলা

22/09/2025

google Veo3, দিয়ে একদম ফ্রিতে
ভিডিও বানাতে পারবেন।
বিস্তারিত জানতে WhatsApp-এ মেসেজ করুন
বা সরাসরি কল করুন: 01754999015

22/09/2025

যে স্বামী দিনের পর দিন ঘাম ঝরিয়ে তোমাদের মুখে হাসি ফোটায়, সংসারের বোঝা টেনে নিয়ে যায়—
তাকেই তোমরা বলো, “তুমি আমার জন্য কী করেছো?”👍

অথচ স্বামীর প্রতিটি ঘামের ফোঁটার ভেতরেই লুকিয়ে থাকে তোমাদের সুখ।

শোনো বোন, স্বামীকে কখনো অবহেলা করো না।🙃🙃🙃

#স্বামীস্ত্রীরভালোবাসা

21/09/2025

একটা চিরন্তন সত্য কথা জানেন?

পুরুষ মানুষ যদি জেদ করে, তাহলে সে সফলতা অর্জন করে।
আর নারী যদি জেদ করে, তাহলে একটি সাজানো-গোছানো সংসার ভেঙে যায়।

কথাটা শুনতে খারাপ লাগলেও—
এটাই বাস্তব।

#সুখীসংসার

21/09/2025

আবেগের পিছনে না ছুটে বিবেক খাটান। কথা গুলো তেতো হলেও সত্য।

Address

Birol Dinajpur
Dinajpur
5210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eibangladesh News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share