
17/08/2025
অচেনা ছবির মানুষটাই হলো তার স্বামী!
২০০০ সালের জুলাই মাসে। ইয়ি এবং শু তখন একে অপরের সম্পূর্ণ অচেনা। ছুটি কাটাতে তারা গিয়েছিলেন চীনের কিংদাও শহরে।
সেইবার ঘোরাঘুরির সময় তোলা শু-র এক ছবিতে দেখা যায়, ঠিক তার পেছনেই হাঁটছেন ইয়ি!
বছর গড়িয়ে ২০১১ সালে, এক ব্লাইন্ড ডেটে, তাদের দেখা হয়। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়েন, এবং পরের বছর তারা বিয়েটাও সেরে ফেলেন।
ছবির এই অদ্ভুত ঘটনা প্রকাশ পায় ২০১৮ সালে, যখন ইয়ি শ্বশুরবাড়িতে পুরনো একটি ছবি দেখে অবাক হয়ে বুঝতে পারেন- ছবির পেছনের মানুষটি তিনিই!
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এ আমার স্ত্রী, ২০০০ সালে কিংদাও ভ্রমণের সময় তোলা ছবি। তখন আমরা একে অপরকে চিনতাম না, কিন্তু আমি ঠিক তার পেছনে ছিলাম। আশ্চর্য ব্যাপার—আমি একই জায়গায় নিজেরও একটি ছবি তুলেছিলাম!”
এখন তাদের যমজ মেয়ে আছে। তারা একদিন পুরো পরিবার নিয়ে আবার সেই জায়গায় গিয়ে নতুন করে একটি ছবি তোলার প্ল্যান করছেন।
আল্লাহ চাইলে কিনা করতে পারেন,,
আল্লাহ সবকিছুই করতে পারেন।। 💚❤️