꧁𝐑𝐀𝐋 𝐑𝐮𝐦𝐚'𝐬 𝐃𝐚𝐢𝐫𝐲꧂

꧁𝐑𝐀𝐋 𝐑𝐮𝐦𝐚'𝐬 𝐃𝐚𝐢𝐫𝐲꧂ الله

𝓝𝓸𝓽𝓱𝓲𝓷𝓰 𝓲𝓼 𝓲𝓶𝓹𝓸𝓼𝓼𝓲𝓫𝓵𝓮 𝓯𝓸𝓻 𝓐𝓵𝓵𝓪𝓱 ... 💗
(2)

05/07/2025

Come back 🥰💜

05/07/2025

Cuteness Overloaded baby...❤️

05/07/2025

You are mine...❤️🐻

05/07/2025

Cool 🤍

26/06/2025

আমারি মতো এমন করে ভালোবাসবে কে বলো তোমায়!❤️

** গল্পের নাম: "চুপচাপ ভালোবাসা"  **     একটা ছোট্ট শহরের এক কোণে থাকতো একজন বইপাগল মেয়ে—নাম তার মায়া। সে সারাদিন বই পড়ে...
24/06/2025

** গল্পের নাম: "চুপচাপ ভালোবাসা" **

একটা ছোট্ট শহরের এক কোণে থাকতো একজন বইপাগল মেয়ে—নাম তার মায়া। সে সারাদিন বই পড়ে, চুপচাপ বসে থাকে, জানালার ধারে চা খায়, আর মাঝে মাঝে ছাদে উঠে আকাশ দেখে। শহরে অনেক মানুষ থাকলেও মায়ার জীবন ছিল অনেকটা নিঃসঙ্গ।

কিন্তু তার এই নিঃসঙ্গতা কেউ টের পেত না। সে হাসতো, মাথা নাড়তো, কিন্তু ভেতরে সারাক্ষণ একটা হাহাকার বাজতো—যেন কেউ তার গল্প শোনে না, কেউ বোঝে না।

একদিন বিকেলে, হঠাৎ করে বৃষ্টি নামলো। মায়া তখন শহরের পুরনো লাইব্রেরিতে বসে ছিলো। হঠাৎ এক ছেলেকে দেখলো—চুপচাপ, চোখে চশমা, বৃষ্টির ভেজা জামা গায়ে। সে ঢুকেই সরাসরি বইয়ের তাকের কাছে গেলো, আর মায়ার পাশে বসলো।

কোনো কথা হয়নি প্রথম দিনে। শুধু চোখাচোখি। পরদিন আবার এল ছেলেটি। এবারও বসলো পাশে। তৃতীয় দিনে সে একটা ছোট কাগজ দিল মায়াকে। তাতে লেখা ছিলো—

"তোমার চুপচাপ বসে থাকা আমার ভিতরের শূন্যতাকে বোঝায়। আমি তোমার পাশে চুপচাপ বসে থাকতেই চাই, কারণ তাতেই শান্তি পাই।"

মায়ার চোখে জল চলে এসেছিলো। প্রথমবারের মতো, কেউ তার চুপচাপ থাকাকে ভাষা দিয়েছে।

এরপর তারা অনেকদিন বইয়ের লাইনে পাশাপাশি বসে থেকেছে। খুব কম কথা হতো, কিন্তু তাদের নিঃশব্দ ভালোবাসা—ছিল গভীর, সত্যি আর প্রিয়।
---

★★ তোমার এই মনখারাপ বিকেলে, যদি মনে হয় তোমার অনুভূতিগুলোরও কেউ ভাষা দিতে পারে না—তাহলে ভাবো, হয়তো কোথাও একটা মায়ার মতো কেউ আছে, যে তোমার চুপচাপ কান্নাকেও বুঝবে।★★ 🥰
🍁
ভালো লাগলে, আরও গল্প শোনাবো। ®
পাশে থাকবেন!!🙂

হলুদ শেষ!  🤦‍♀️😯
21/06/2025

হলুদ শেষ! 🤦‍♀️😯

Address

Bochagonj, Bangladesh, 5216
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁𝐑𝐀𝐋 𝐑𝐮𝐦𝐚'𝐬 𝐃𝐚𝐢𝐫𝐲꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share