11/11/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা।
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) উন্নয়নে তরুণদের অঙ্গীকার
প্রিয় খানসামা -চিরিরবন্দরবাসী,
আমাদের প্রিয় উত্তরবঙ্গের এই মাটি—ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার মাটি। এই দিনাজপুর, যাকে আমরা ভালোবেসে বলি “শিল্পনগরী দিনাজপুর”, একসময় ছিল কৃষি ও শিল্পের এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু। কিন্তু সময়ের পরিক্রমায় খানসামা ও চিরিরবন্দরসহ এই অঞ্চলের উন্নয়ন আজও অবহেলিত ও পিছিয়ে পড়া বাস্তবতায় সীমাবদ্ধ।
কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না,
শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত,
আর শিল্প ও উদ্যোক্তা বিকাশের পথও বাধাগ্রস্ত।
এই বাস্তবতা বদলাতে হবে — এখনই সময় তরুণ নেতৃত্বের উত্থানের।
আমি বিশ্বাস করি, তরুণদের সাহস, সততা ও সৃজনশীলতাই পারে এই দিনাজপুর -৪ খানসামা-চিরিরবন্দরকে আবারো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।
তাই দিনাজপুর-৪ আসনের সন্তান হিসেবে, আমি আমার প্রিয় জন্মভূমির এই অবহেলিত খানসামা ও চিরিরবন্দর উপজেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে শাপলা কলি প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
আমার লক্ষ্য ও অঙ্গীকার:
✅আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করা।
✅গ্রামীণ শিক্ষায় ডিজিটাল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
✅খানসামা-চিরিরবন্দরে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি।
✅তরুণ উদ্যোক্তাদের সহায়তা ও প্রশিক্ষণ প্রদান।
✅উন্নত স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো গড়ে তোলা।
আমি শুধু রাজনীতি নয়, মানবসেবা ও উন্নয়নকে আমার লক্ষ্য হিসেবে বেছে নেব।
প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে আমার এগিয়ে চলার প্রেরণা। চলুন, খানসামা-চিরিরবন্দরকে আমরা সবাই মিলে এমন এক শিল্পনগরী গড়ে তুলি— যেখানে কৃষক হাসবে, ছাত্ররা আলোকিত হবে, তরুণরা নেতৃত্ব দেবে, আর উন্নয়ন হবে সবার হাতে সবার জন্য।
শাপলা কলি প্রতীকে দিনাজপুর-৪ এর নবজাগরণের পথে একসাথে হাঁটবো ইনশাআল্লাহ।
আপনাদের দোয়া প্রার্থী
তরুণ ছাত্র নেতা
রহিদুল ইসলাম রাফি
যুগ্ম সমন্বয়কারী,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খানসামা উপজেলা শাখা।
যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,দিনাজপুর জেলা।