
25/09/2025
তোমরা ছবিটা দেখছো তো? এখানে একটা নবজাতক বাচ্চার স্তন টিপে দেওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে। ফুলে উঠেছে, লাল হয়েছে—এটা খুবই কষ্টের অবস্থা।
আমাদের দাদী-নানীরা ভাবেন, যদি বাচ্চার স্তন টিপে টিপে দুধ বের না করা হয়, তাহলে সেটা ফুলে বড় হয়ে যাবে। এই বিশ্বাস থেকেই তারা স্তন টিপে দেন। কিন্তু আসলে এটা একেবারেই ভুল ধারণা আর ক্ষতিকর অভ্যাস।
আসলে কী হয় জানো? গর্ভাবস্থায় মা’র শরীর থেকে যে হরমোন বাচ্চার শরীরে যায়, তার প্রভাবেই জন্মের পর কিছুদিন শিশুর স্তন ফুলে উঠতে পারে এবং সামান্য দুধ বের হতে পারে। এটা একদম স্বাভাবিক ব্যাপার, এবং কয়েক সপ্তাহের মধ্যেই নিজে নিজে ঠিক হয়ে যায়।
কিন্তু যখন টিপে দেওয়া হয়, তখন ভেতরে ইনফেকশন হয়, ফোড়া হয়, শিশুর প্রচণ্ড ব্যথা হয়। অনেক সময় জটিলতাও তৈরি হয়।
👉 তাই বলছি, বাচ্চার স্তন ফুলে গেলে বা দুধ বের হলেও টিপে দেবে না।
👉 শুধু খেয়াল রাখবে—যদি খুব লাল হয়ে যায়, শক্ত হয়ে যায় বা জ্বর আসে, তখনই ডাক্তারের কাছে নিয়ে যাবে।
🙌 আসুন পুরোনো ভুল প্রথা বাদ দিয়ে আমাদের সন্তানদের সুরক্ষিত রাখি। ভালোবাসা আর যত্নই তাদের সবচেয়ে বড় প্রয়োজন। ❤️