I'm Vasa

I'm Vasa Industry is the key to success.
(2)

তোমরা ছবিটা দেখছো তো? এখানে একটা নবজাতক বাচ্চার স্তন টিপে দেওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে। ফুলে উঠেছে, লাল হয়েছে—এটা খু...
25/09/2025

তোমরা ছবিটা দেখছো তো? এখানে একটা নবজাতক বাচ্চার স্তন টিপে দেওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে। ফুলে উঠেছে, লাল হয়েছে—এটা খুবই কষ্টের অবস্থা।

আমাদের দাদী-নানীরা ভাবেন, যদি বাচ্চার স্তন টিপে টিপে দুধ বের না করা হয়, তাহলে সেটা ফুলে বড় হয়ে যাবে। এই বিশ্বাস থেকেই তারা স্তন টিপে দেন। কিন্তু আসলে এটা একেবারেই ভুল ধারণা আর ক্ষতিকর অভ্যাস।

আসলে কী হয় জানো? গর্ভাবস্থায় মা’র শরীর থেকে যে হরমোন বাচ্চার শরীরে যায়, তার প্রভাবেই জন্মের পর কিছুদিন শিশুর স্তন ফুলে উঠতে পারে এবং সামান্য দুধ বের হতে পারে। এটা একদম স্বাভাবিক ব্যাপার, এবং কয়েক সপ্তাহের মধ্যেই নিজে নিজে ঠিক হয়ে যায়।

কিন্তু যখন টিপে দেওয়া হয়, তখন ভেতরে ইনফেকশন হয়, ফোড়া হয়, শিশুর প্রচণ্ড ব্যথা হয়। অনেক সময় জটিলতাও তৈরি হয়।

👉 তাই বলছি, বাচ্চার স্তন ফুলে গেলে বা দুধ বের হলেও টিপে দেবে না।
👉 শুধু খেয়াল রাখবে—যদি খুব লাল হয়ে যায়, শক্ত হয়ে যায় বা জ্বর আসে, তখনই ডাক্তারের কাছে নিয়ে যাবে।

🙌 আসুন পুরোনো ভুল প্রথা বাদ দিয়ে আমাদের সন্তানদের সুরক্ষিত রাখি। ভালোবাসা আর যত্নই তাদের সবচেয়ে বড় প্রয়োজন। ❤️



দুর্গাপূজোতে শাড়ি পরার প্রাকটিস চলতেছে। ক্যামেরাম্যান ভাষা।
24/09/2025

দুর্গাপূজোতে শাড়ি পরার প্রাকটিস চলতেছে। ক্যামেরাম্যান ভাষা।


এক হাতে সংসার, অন্য হাতে সন্তান—এই লড়াইয়ের পথটা সহজ নয়। এইসব কাজের মাঝে নিজেকে ভুলেই যেতে হয় প্রতিদিন। মাঝে মাঝে খুব...
24/09/2025

এক হাতে সংসার, অন্য হাতে সন্তান—এই লড়াইয়ের পথটা সহজ নয়। এইসব কাজের মাঝে নিজেকে ভুলেই যেতে হয় প্রতিদিন। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে 😡

তবুও জানি, এই দিনগুলো চিরকাল থাকবে না। কিছু বছর পর আমার ছেলে স্বর্গ বড় হয়ে যাবে। তখন আর তার প্রসাব পায়খানার কাপড় প্রতিদিন সকালে উঠে পরিষ্কার করতে হবে না। তাকে খাওয়াতে হবে না, পরাতে হবে না। তার জন্য সারারাত জেগে থাকতে হবে না, কোলে উঠার জন্য কান্না করবে না, আমার ওড়না দিয়ে সর্দি মুছবে না, কিংবা পিছন থেকে "মা মা" বলে আঁকড়ে ধরবে না 💔💔

আজ যে ছোট্ট স্বর্গ আমার চুল টেনে ছিঁড়ে তখন আমার চুল আর কেউ টানবে না। মাতৃ দুধ খাওয়ার জন্য আর কান্না করবে না। আমার গলা জড়িয়ে ধরে কেউ চুমু ও দেবে না ।এতটুক বয়সেই ওড়না নিয়ে আমার পিছন পিছন ঘুরে যে স্বর্গ বাইরে যাওয়ার জন্য তখন আর কেউ এ কাজ করবে না। হয়তো কেউ আর আমাকে বিরক্তই করবে না। আমার থাকবে ঢের সময়।

এখন যে কাজের জন্য আমি নিজেকে একটুও সময় দিতে পারি না, তখন হয়তোবা করার মত হাতে কোন কাজও থাকবে না। তাই সময়ও ফুরাবে না। আমার স্বর্গের মাত্র দেড় বছর বয়স। তারপর এই কথা মনে হলে আমার হৃদয় হাহাকার ওঠে 😥😥

আজকে যে ছোট্ট দুই হাতে মায়ের চুল টেনে ছিড়ে,একদিন সেই হাতেই গড়বে তার নিজের পৃথিবী।

হয়তো তখন সে ব্যস্ত হয়ে যাবে নিজের কর্ম, সংসার, পরিবার নিয়ে। কাছে থাকলে প্রতিদিন দু’টো কথা হবে, না থাকলে দুচোখ চেয়ে থাকবে শুধু দেখা পাওয়ার অপেক্ষায়। তার ছোটবেলার এই আনন্দঘন মুহূর্তগুলোই আমার একমাত্র সম্বল হবে 🤱🤱

আজ আমি তার পৃথিবী, এক মুহূর্তও আমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু ভবিষ্যতে আমি তার কাছে কতটা থাকব—সে জানি না। মায়ের প্রতি ভালোবাসা বজায় থাকবে কিনা তাও জানিনা। তবে জানি, তার জন্য আমার আশীর্বাদ কোনোদিন কমবে না। আমি সর্বদাই আমার সন্তানের মঙ্গল কামনা। তার ভবিষ্যত জীবন যেন উজ্জ্বল , মঙ্গল ও দীর্ঘায়ু হয়।

❤️ ভালো থাকুক সকল মায়ের সন্তান❤️

আজকে আমার মন ভালো নাই। এখনো পুজোর শাড়ি কিনতে পারি নাই 😏😏😏😏😏😏😏😏
22/09/2025

আজকে আমার মন ভালো নাই। এখনো পুজোর শাড়ি কিনতে পারি নাই 😏😏😏😏😏😏😏😏


ছবিতে যে দাগটি আছে, সেটা কি চিনতে পারছেন?হ্যাঁ, এটি সিজারিয়ান অপারেশনের দাগ।   আজকাল ঘরে ঘরে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে।...
22/09/2025

ছবিতে যে দাগটি আছে, সেটা কি চিনতে পারছেন?
হ্যাঁ, এটি সিজারিয়ান অপারেশনের দাগ।

আজকাল ঘরে ঘরে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। অনেক সময় সত্যিই মা ও শিশুর জীবন বাঁচাতে সিজারিয়ান ছাড়া উপায় থাকে না। কিন্তু দুঃখজনকভাবে কিছু ক্ষেত্রে প্রাইভেট হাসপাতালের ব্যবসা, আবার কিছু ক্ষেত্রে পরিবারের ইচ্ছার কারণে অকারণে সিজার করানো হচ্ছে।

প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন—অপারেশন কোনো দিনই স্বাভাবিক ব্যাপার নয়।

সিজারের সময় মেরুদণ্ডে একটি বড় ইনজেকশন দেওয়া হয়, যাতে মা ব্যথা না পান। তারপর শুরু হয় কাটাছেঁড়া… আর সেই সময়ে মায়ের শরীর থেকে অনেকটা তাজা রক্ত ঝরে যায়। এই ভয়ংকর মুহূর্তের কষ্ট কেবল সেই মায়েরাই জানেন, যাদের সিজার হয়েছে।

কিন্তু কষ্ট এখানেই শেষ হয় না—
👉 সেলাইয়ের ব্যথা দীর্ঘদিন লেগে থাকে।
👉 বসা, ওঠা, এমনকি হাসা-কাঁদাতেও টান লাগে।
👉 ইনফেকশন হলে সেখানে রক্ত ঝরতে পারে এবং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তীব্র ব্যথা হতে পারে।
👉 ইনফেকশন বা সেলাই খুলে যাওয়ার ঝুঁকি থাকে।
👉 ভারী কাজ তো দূরের কথা, সামান্য নড়াচড়াতেই কষ্ট হয়।
👉 ভবিষ্যতে আবার সন্তান নিলে ঝুঁকি আরও বেড়ে যায়।

তাই মাকে কোনোভাবেই ভারী কাজ করতে দেবেন না।বিশ্রাম নেবার ব্যবস্থা করতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।সুষম খাবার ও প্রচুর পানি দেবেন।

সামান্য ফোলাভাব, অতিরিক্ত ব্যথা বা জ্বর দেখলে দ্রুত ডাক্তার দেখাতে হবে।

🌺 মনে রাখবেন—সিজার অনেক সময় জীবন বাঁচায়, কিন্তু অকারণে করালে কষ্টই বাড়ে। মা সুস্থ থাকলেই সন্তান সুস্থভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ 🙏🙏🙏



বর্ষাকালে পুটি মাছের গায়ে এরকম লালদাগ কেন হয় কেউ কি জানেন?? আমাদের এলাকায় আমরা বলি পুটি মাছ সিঁদুর পড়েছে। মানে পুটি ...
21/09/2025

বর্ষাকালে পুটি মাছের গায়ে এরকম লালদাগ কেন হয় কেউ কি জানেন?? আমাদের এলাকায় আমরা বলি পুটি মাছ সিঁদুর পড়েছে। মানে পুটি মাছের বিয়ে হয়েছে। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন 😆😆


🌺 আজ মহালয়া 🌺মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। আজকের দিনেই মা দুর্গা কৈলাস ছেড়ে মর্ত্যে আগমন করেন, অসুর বধ করে ধর্ম প্রত...
21/09/2025

🌺 আজ মহালয়া 🌺
মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। আজকের দিনেই মা দুর্গা কৈলাস ছেড়ে মর্ত্যে আগমন করেন, অসুর বধ করে ধর্ম প্রতিষ্ঠা করতে। 🌸

ভোরের আকাশে মহিষাসুর মর্দিনীর ধ্বনি শুনলেই বোঝা যায়—পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের আগমন। আজকের দিনেই আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি, তাদের আশীর্বাদে সংসার ভরে ওঠে শান্তি ও সমৃদ্ধিতে। 🙏

পুরাণকথায় আছে—শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে শরৎকালে দুর্গাপূজা শুরু করেছিলেন। দেবীকে আহ্বান করেছিলেন মহালয়ার এই শুভ দিনে। সেই থেকেই মহালয়া মানেই দেবী আগমনের সুর, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার সূচনা। 🌼

মহালয়া শুধু একটা দিন নয়,
এটা আমাদের আবেগ, অপেক্ষা আর উৎসবের ডাক।
“বাজলো তোমার আলোর বেণু, শুনে এলাম আমি…” 🎶🌸 শুভ মহালয়া 🌸




20/09/2025

সবাই বন্ধু নিতে চলে আসুন 🌺🌺🌺

20/09/2025

গরিবদের গরিব মেন্টালিটির কারণে গরিব থাকে 😓


আমি অনেক বড় দোকানদার! সব আন্টিদের জন্য শাড়ি থাকবে ডিসকাউন্টে😱😱😱
20/09/2025

আমি অনেক বড় দোকানদার! সব আন্টিদের জন্য শাড়ি থাকবে ডিসকাউন্টে😱😱😱

যারা আমাকে হিংসে করে, ভিডিও স্কিপ করে, কমেন্ট করে না, বা সুন্দর কমেন্ট করে না, লাইক করে না, শেয়ার করে না… তাদের জন্য আজ...
20/09/2025

যারা আমাকে হিংসে করে, ভিডিও স্কিপ করে, কমেন্ট করে না, বা সুন্দর কমেন্ট করে না, লাইক করে না, শেয়ার করে না… তাদের জন্য আজ আমি জিব্বা ভেঙাচ্ছি 👉 এ্য এ্য এ্য 😜

😏 কারও লাইক কমেন্ট না দিলে আমার কি আসে যায়? আমি তো আমার মজা নিয়ে চলি। তবুও একটু সুন্দর করে লিখলে খারাপ লাগবে না, জানাই দিলাম! 😉

😂 ভিডিও দেখো, লাইক করো, সুন্দর কমেন্ট দাও—না হলে জিব্বা রেডি আছে! এ্য এ্য এ্য…

🙃 হিংসুকদের জন্য জিব্বা, যারা পাশে আছে তাদের জন্য ভালোবাসা ❤️


অনেক বেশি পুঁই হয়ে গেছে আমার বাড়িতে। কারো লাগবে নাকি ??
19/09/2025

অনেক বেশি পুঁই হয়ে গেছে আমার বাড়িতে। কারো লাগবে নাকি ??

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when I'm Vasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category