KIBD photographs, stories &
Digital marketing support is my hobby.

05/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

Collected

 🟣অপনার মুখ ও দাঁতের যে কোন সমস্যার একমাত্র সমাধান DXN Ganozhi ToothPest/১০০% কার্যকরী। 💠DXN Ganozhi Toothpaste এর উপকার...
07/02/2025


🟣অপনার মুখ ও দাঁতের যে কোন সমস্যার একমাত্র সমাধান DXN Ganozhi ToothPest/১০০% কার্যকরী।

💠DXN Ganozhi Toothpaste এর উপকারিতাঃ-
(১) মুখের দুর্গন্ধ দূর করে
(২) দাঁতের রক্ত পরা বন্ধ করে
(২) দাঁতের জীবাণু ধ্বংস করে
(৪) দাঁতের ক্ষয় রোধ করে
(৬) দাঁত শিরশির করা বন্ধ করে
(৭) দাঁতকে ভিতর থেকে পরিস্কার করে
(৮) দীর্ঘদিন ব্যবহারে দাঁতের কালো দাগ ও মাড়ির প্রদাহ দূর হয়।
(৯) দাঁতের ব্যথা দূর করে।
(১০) দাঁত ও মুখের যে কোনও সমস্যায় এটা কার্যকর।

🔷এই টুথপেস্টে কোন ক্ষতিকর রং বা কেমিক্যাল নেই, গ্যানোডার্মা মাশরুম ও নেচারাল কিছু উপাদান দিয়ে তৈরি, DXN এর পন্য ১০০% হালাল ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ইনবক্সে

01/01/2025

Just a remember..

09/11/2024

মাননীয় প্রধান উপদেষ্টা ড:মোহাম্মদ ইউনুস স্যার,শ্রদ্ধ্যেয় আসিফ নজরুল স্যার, নাহিদ ভাই, আসিফ ভাই এবং বিশেষ করে সার্জিস ও হাসনাত ভাই কে বলছি-
আপনারা কি জানেন এখন এই মুহুর্তে বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কি চলছে?
একটু খোজ নেন প্লিস প্লিস প্লিস।

03/10/2024

ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি আপনিও হয়ে উঠুন একজন সফল নারী উদ্যোক্তা।👩🙋‍♀️🤰👩‍💼🤹‍♀️
মানুষ তার সম্মান অর্জন করেন,নিজের পরিচয় তুলে ধরেন নিজের কর্মের মাধ্যমে ।।
নিজের পরিবার, সংসার সবকিছু ঠিক রেখে সারা বিশ্বে বিজনেস করা যায় সম্মানিত হওয়া যায়।

বিস্তারিত জানতে এবং বিজনেস টা করতে চাইলে ইনবক্স করেন

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলা...
24/09/2024

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।

20/09/2024
19/09/2024

সুতো ছিঁড়ে যাবার পর যে ঘুড়িটা স্বাধীনভাবে উড়লো এবং যতক্ষণ উড়লো? সে শুধু বাতাসের দয়া। দয়া খুবই সাময়িক। তারপর ঘুড়িটা আর কোনোদিন আকাশ দেখলো না। অথচ; সুতো ছিঁড়ে না গেলে এবং সে যদি কারো অধীন থাকতো? তাহলে রোজই হয়তো সে উড়তে যেত। কারো কারো অধীনে পরাধীন থাকাটাও জীবনের অনেক বড় স্বার্থকতা।
আমি চাই দিনশেষে কেউ আমার খোঁজ নিক, খবর নিক।

03/09/2024

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when KIBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share