high level entertainment.

high level entertainment. Comedy, fun, education

খুব বাজে
24/01/2025

খুব বাজে

24/01/2025

এই তীব্র শীতে আজ কত দিন পর গোসল দিলেন? 😅😁🤣
সত্য কথা বলে যান।

16/01/2025

❌সতর্কতামূলক পোস্ট❌

↔️বর্তমান সময়ে একটু লক্ষ করলে দেখবেন যে ছোট বড় সবারই শরীরে চুলকানি হচ্ছে। এর কারন কি?এর মূল কারন হচ্ছে scabis এর ভয়াবহতা।Scabis এর চিকিৎসা খরচ কম, কিন্তু আমারা চিকিৎসা করি না অবহেলা করি। এই Scabis এর ভয়াবহতা ব্যাপক।

🚷কি কি কারনে Scabis বিস্তার লাভ করেঃ-
পরিস্কার পরিছন্ন না থাকা।
Scabis আক্রান্ত ব্যাক্তির সাথে একসাথে থাকা।
আক্রান্ত বাচ্চাদের কোলে নিলে।

🚫প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক শিশুদের মধ্যে, খোসপাঁচড়া সাধারণত দেখা যায়:
আঙ্গুলের মাঝে
বগলে
কোমরের চারপাশে
কব্জির ভিতর বরাবর
উপরে ভিতরের কনুই
পায়ের তলায়
স্তনের চারপাশে
পুরুষের যৌনাঙ্গের চারপাশে
পাছার উপর
হাঁটুতে

➡️ Scabis প্রতিরোধে করণীয়ঃ-
সবসময় পরিস্কার পরিছন্ন থাকার চেস্টা করতে হবে।
পরিধানকৃত জামাকাপড় কুসুম গরম পানি দিয়ে পরিস্কার করতে হবে।
যারা Scabis এ আক্রান্ত সেই পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা করতে হবে।

☸️Scabis রোধে সরকারি ভাবে করণীয়ঃ-
জনগণকে Scabis রোগের জটিলতা সম্পর্কে অবগত করা।
Scabis রোধে কি কি কাজ করতে হবে সেই বিষয় জনগণের সামনে তুলে ধরা।
#সংগৃহীত
©

15/01/2025

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন!

( #সংগৃীত)

15/01/2025

= শুধু বাংলায় বিশুদ্ধ জ্ঞান=
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,
"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো;
বানরটি কলা বেছে নেবে কারণ, বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। "

আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানে না যে, একটি ব্যবসায় বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হলো দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,
আর স্কুলে যা শিখে তা হলো নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা ।

বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভালো। কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যবসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে ।
( #সংগৃীত)

14/01/2025

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍
একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।
অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।
বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।
শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।
আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।
মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

📌 গল্পের শিক্ষা: অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।
#সংগৃহীত

13/01/2025

সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।
( #সংগৃহীত)

11/01/2025

চরম মজার গল্প:😁🤣😁🤣
এক রাজা একদিন দেখতে চাইলেন
তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর... নাকি স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন...
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,
সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...
রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন একজন কেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!
এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,
"আমার ঘরে আমারই কথা চলে।"
রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন,
"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"
লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।
রাজা খুশি মনে বললেন
"যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো,
"রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,
আমার বউ বললো যে কালো রং অশুভ,
সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"
রাজা রেগে গেলেন...
"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"
রাতের বেলা মন্ত্রী এলো, বললো"রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"
রাজা বললেন, "আমি ও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"
মন্ত্রী শুধালো, "রাজা মশাই আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"
রাজা লজ্জিত হয়ে বললেন,
"সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??"
মন্ত্রীর লাজুক উত্তর,
"আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"
রাজা স্বস্তির হাসি হেসে বললেন,
"আপেলটা তুমি নিয়ে যাবে?
নাকি ঘরে পাঠিয়ে দেবো?"
(সংগৃহীত)

10/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।
#(সংগৃহীত)

সবাই আছে।
07/01/2025

সবাই আছে।

05/01/2025

স্বামীর কলার ধরে স্ত্রী বলে উঠলো
যদি পুরুষ হও তাহলে এখনি আমাকে তালাক দিয়ে দাও তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না স্বামী অনেকক্ষণ চুপ থাকার পরে বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাগজ-কলম নিয়ে আসো লিখে দিচ্ছি.......
স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল এই যে লিখে দিলাম এখন এটা নিয়ে এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ব্যাগ ঘুচিয়ে সন্তানকে কোলে নিয়ে এর বাড়ি চলে গেল
দশ দিন পার হল মোবাইলে মেসেজ স্বামীর মোবাইলে মেসেজ ভোরে উঠতে লাগলো স্বামী নিরুপায় নিররক্তর১৫ তম দিন থেকে শুরু হলো কল কখনো স্ত্রী শশুর শাশুড়ি সালোক শালিকা নাম্বার থেকে অপরিচিত নাম্বার থেকে স্বামী কোন ফোনে রিসিভ করে না কোন নাম্বার থেকে শেষমেষ ২০ দিনের মাথায় স্বামী ফোন ধরল হাউ মাউ করে কাটছে ওগো্..লক্ষ্মী... সোনা আল্লাহর দোহাই.. তোমার মরা বাপের কসম আরো কত কি বলছে স্বামী সবসময় বলল কি বলতে চাও বলো সরাসরি বলো এত ন্যাকামি শুনতে চাই না
স্ত্রী :ওগো আমি বুঝতে পারিনি তুমি ছাড়া আমার কে আছে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো
স্বামী :তুমি তো বললে পুরুষ হলে তালাক দাও
স্ত্রী :তুমি তো পুরুষ আমি তো বলি নাই যে তুমি মহিলা আক্কেল বুদ্ধি কম
স্বামী :আচ্ছা ভেবে দেখি এর আগে তোমাকে একটা কাজ করতে হবে
স্ত্রী :যা বলবা তাই করব
স্বামী :এখন তো বলবোই এত ব্যস্ত হয়ো না! ভেবেচিন্তে কাজ করতে হবে "আচ্ছা যে কাগজটা দিয়েছিলাম সেটা কি তোমার কাছে আছে
স্ত্রী:হ্যাঁ আছে
স্বামী :আচ্ছা ঐটা খুলে দেখো কি লিখেছিলাম
স্ত্রী :না আমি খুলে দেখবো না
স্বামী :আরে দেখো কি লিখেছিলাম আমার নিজের তো মনে নেই তোমার হাতের কাছে থাকলে একটু পড়ে শোনাও তো
স্ত্রী :আচ্ছা পড়ে শোনাচ্ছি কাগজটা খুলে পড়তে লাগলাম সে লিখেছে আসমান যদি নিচে নেমে আসে তবুও তোমাকে তালাক দিব না প্রেয়সী
স্বামী:কি বুঝলে পড়ে
ইস্ত্রির :চোখের পানি এসে কখনোই আধারে রাখতে পারছে না বড় ভালোবাসার জায়গা সম্মানের জায়গা তার স্বামী সে তার ভুল বুঝতে পারল
ভালোবাসা তো এমনই হওয়া উচিত সব সময় সব ভুল ত্রুটি শুধরে আরো একবার সুযোগ দেওয়া
গল্পটি কেমন লাগলো সবে অবশ্যই কমেন্টে জানাবেন

এই গল্প থেকে প্রতিটা স্ত্রী কিছুটা শিক্ষা নেওয়া উচিত
আল্লাহ হাফেজ সবাই ভাল থাকবেন
আসসালামু আলাইকুম।
আর অনুরোধ করবো শেয়ার দিবেন হাজারো পরিবারের জন্য!👏

31/12/2024

চারদিকে মিউজিকের এত বিকট শব্দ বিরক্ত লাগছে।

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when high level entertainment. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share