বিরল HD TV

বিরল HD TV পরিচালক, বিরল HD TV;
বিরল উপজেলা প্রতিনিধি,
জাতীয় দৈনিক বাংলার দূত।

প্রয়োজনে : (WhatsApp);
01728-304303, 01773-090276.

23/10/2025

live***বারোয়ারী শ্রীশ্রী মা চান্দুয়া কালী পূজা***স্থানঃজোড়কালী (লক্ষীপুর), বিরল, দিনাজপুর***কবি গানের আসর***মালতী রানী সরকার--রাজ্জাক সরকার

23/10/2025
খুদে বার্তায় হুইল চেয়ার পেলেন ৮০ বছরের বৃদ্ধা‎‎বিরলে খুদে বার্তায় হুইল চেয়ার পেলেন ৮০ বছরের বৃদ্ধা বাহা হাসদা। উপজেলার ১...
23/10/2025

খুদে বার্তায় হুইল চেয়ার পেলেন ৮০ বছরের বৃদ্ধা

‎বিরলে খুদে বার্তায় হুইল চেয়ার পেলেন ৮০ বছরের বৃদ্ধা বাহা হাসদা। উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা তিনি।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর-২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা নিজ হাতে বাহা হাসদা'কে হুইল চেয়ার এবং সরকারি প্রণোদনা প্রদান করেন।

‎উল্লেখ্য, ধর্মপুর বীট কর্মকর্তা মহসীন আলী গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বাহা হাসদা'কে রাস্তায় পড়ে থাকতে দেখে তার সাথে কথা বলতে এগিয়ে যান। তখন বৃদ্ধা তার জীবনের দুঃখ দুর্দশার গল্প শুনান। তিনার বাড়ীতে খাবার নেই তাই এক মুঠো খাবারের জন্য হামাগুড়ি দিয়ে গিয়েছিলেন অন্যের বাড়ীতে খাবারের খোঁজে কিন্তু খাবার না পেয়ে অসহায় বৃদ্ধা হামাগুড়ি দিয়েও নিজের শক্তিতে আর বাড়ীতে ফিরতে পারছিলেন না। বীট কর্মকর্তা তখন নিজেই তিনাকে বাড়ীতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
‎তার পরক্ষণেই অসহায় বৃদ্ধাকে নিয়ে সামাজিক যোগাযোগে একটি পোস্ট করেন ধর্মপুর বীট কর্মকর্তা মহসীন আলী। এর পরেই পোস্টটি নজরে আসে উপজেলা নির্বাহী অফিসারের। পরে অসহায় বৃদ্ধা'কে চলাচলের জন্য হুইল চেয়ার এবং সরকারি প্রণোদনা প্রদান করেন।

বিরলে অবৈধভাবে ৪০টি বড়ই গাছ কর্তনের অভিযোগ ‎‎বিরলে বায়নাকৃত সম্পত্তিতে থাকা ৪০টি বড়ই গাছ অবৈধভাবে কর্তন। থানায় অভিযোগ দ...
23/10/2025

বিরলে অবৈধভাবে ৪০টি বড়ই গাছ কর্তনের অভিযোগ

‎বিরলে বায়নাকৃত সম্পত্তিতে থাকা ৪০টি বড়ই গাছ অবৈধভাবে কর্তন। থানায় অভিযোগ দায়ের।
‎উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের রতনৌর গ্রামের মোঃ নজমুল হক এর ছেলে মোঃ আব্দুল মতিন (৪৫) লিখিত অভিযোগে জানান, একই গ্রামের মৃত. আবুল হোসেন এর ছেলে মোঃ নজমুল হক (৭০), নজমুল হক এর ছেলে মোঃ মোফাজ্জল হোসেন (৪৫), মোঃ ইসমাইল হোসেন (৪০), ওকড়া গ্রামের মোঃ জালাল হোসেন এর ছেলে মোঃ ফজলুল হক (৪০), একই গ্রামের মোঃ বারী (৪২), মোঃ ফজলুল হক এর স্ত্রী মোছাঃ রোজিনা খাতুন (৩০) এবং রতনৌর গ্রামের মোঃ মোফাজ্জল হোসেন এর স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম (৪০), মোঃ ইসমাইল হোসেন এর স্ত্রী মোছাঃ হাছিনা বেগম (৩৫) গণ গত ২১ অক্টোবর-২০২৫ মঙ্গলবার বিকাল ৫ টায় পরষ্পর যোগসাজশে ও কু-পরামর্শক্রম হাতে বাঁশের লাঠি, লোহার রড, দা, কুড়াল, হাসুয়া, কোদাল ইত্যাদি নিয়ে বায়নাকৃত সম্পত্তিতে থাকা বড়ই বাগানে অনধিকার প্রবেশ করে ৪০টি বড়ই গাছ কাটে। আমি দেখতে পেয়ে তাদেরকে বড়ই গাছ কাটতে বাঁধা নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করে। তখন আমি বিবাদীগণ মৌখিকভাবে গালি গালাজ করতে বাঁধা নিষেধ করা মাত্র নাজমুল হক এর হুকুমে মোফাজ্জল হোসেন ও ইসমাইল হোসেন তাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা আমাকে এলোপাতারী মার-ডাং করে আমার শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা কালোশিরা জখম করে। সেই সময় আমার স্ত্রী মোছাঃ নুরেছা বেগম (৩৫) আমাকে রক্ষা করতে আসলে তাকেও মারডাং করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা রক্তাক্ত কালোশিরা জখম করে। এক পর্যায়ে মোফাজ্জল হোসেন ও ইসমাইল হোসেন আমার স্ত্রীর পরনের কাপড় চোপড় ধরে টানা হেচড়া, ছিড়ে শ্লীলতাহানী ঘটায় এবং আমার স্ত্রীর নাকে থাকা স্বর্ণের নাক ফুল জোরপূর্বক ছিড়ে নেয়। সেই সময় আমার ছেলে মোঃ রবিউল ইসলাম (২২) আমাদেরকে রক্ষা করতে এগিয়ে আসলে সকলে একজোট হয়ে আমার ছেলেকে এলোপাতারী কিলঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। সেই সুযোগে উউল্লেখিতগণ আমার বড়ই বাগান কর্তন করে। আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারা সকলে ঘটনাস্থল হতে চলে যেতে বললে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে বলে যে, আমাকে ও আমার পরিবারের লোকজনকে রাস্তা ঘাটে কোথাও একাকী পেলে খুন জখম করবে মর্মে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
‎এ বিষয়ে নজমুল হক বলেন- আব্দুল মতিন আমার জামাই মোঃ ফজলুল হককে পিটিয়ে আহত করেছে। আমরা কেউ মতিন এর গায়ে হাত দেইনি। ক্রয় সূত্রে এই জমির মালিক মোঃ ফজলুল হক। আব্দুল মতিন বায়নাকৃত সম্পত্তির কথা বলে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। কারণ আমি তার কাছে কোন টাকা গ্রহণ করিনি এবং আমি তাকে কোন বায়নানামা দলিলও দেইনি।

বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ কাজিপাড়া এলাকার মোল্লাপাড়া জামে মসজিদ-এর ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন দিনাজপু...
23/10/2025

বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ কাজিপাড়া এলাকার মোল্লাপাড়া জামে মসজিদ-এর ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম।

বিরল HD TV

22/10/2025

বিরলের ধামইর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ও পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ধুাকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।

বিরল HD TV

বিরলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি‎উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের উত্তর শিবপুর গ...
22/10/2025

বিরলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি

‎উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামে বানিয়াপুকুর ০৫ শ্মশান কালী মন্দিরে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেছেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র সহ-সভাপতি Mozaharul Islam

বিরল HD TV

22/10/2025

বিরলে ১০ নং রানী পুকুর উনিয়নর জোড় কালি বাজারে বারোয়ারী শ্রীশ্রী মা চান্দুয়া কালী পূজা অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন:
যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি ও সফল উপজেলা চেয়ারম্যান, গরিব দুখী মেহনতি মানুষের বন্ধু, বার বার কারানির্যাতিত নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিকের মনোনয়ন প্রত্যাশি, তরুন সমাজ সেবক,আ ন ম বজলুর রশিদ (কালু)
আয়োজনে: বারোয়ারী শ্রীশ্রী মা চান্দুয়া কালী মন্দির কমিটি, জোড়কালী (লক্ষীপুর), বিরল, দিনাজপু।

স্থান: জোড়কালী (লক্ষীপুর), বিরল, দিনাজপুর।

দিনাজপুর রাজবাড়ির, সংস্কার কাজের সময় বেরিয়ে এলো রাজার আমলের লোহার এক বিশাল কড়াই । যা দেখার জন্য এলাকাবাসী এবং পার্শ্বব...
22/10/2025

দিনাজপুর রাজবাড়ির, সংস্কার কাজের সময় বেরিয়ে এলো রাজার আমলের লোহার এক বিশাল কড়াই ।
যা দেখার জন্য এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষেরা ছুটে আসছেন ।

21/10/2025

live

20/10/2025

কি সুন্দর গ্রামীন দৃশ্য

Address

Birol
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when বিরল HD TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share