Provati mardi

Provati mardi I am provati mardi.I am Digital marketer.

ভুল থেকে শিক্ষা নিন১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?২।"আমার দ্বারা সম্ভব নয়"->...
02/01/2025

ভুল থেকে শিক্ষা নিন

১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?

৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?

৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?

৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!

৮।"আমাকে দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?

৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।

তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!

🔰পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন। ⛔কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, কিছু ন...
25/12/2024

🔰পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন।

⛔কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, কিছু না কিছু একটা হবেই এই বিশ্বাসে আপনি তখনো লেগে থাকুন।
🎯সবাই যখন অন্যকে অজুহাত দেখায়, আপনি তখন নিজেকে স্বপ্ন দেখান।
🎯সবাই যখন অলস থাকে, আপনি তখন কাজে থাকেন।
🎯ঠিক কয়েকটা বছর পর দেখবেন ওরা সবাই যখন লাইফ নিয়ে হতাশ থাকবে, আপনি তখন সুখে থাকবেন।
এটাই বাস্তবতা

""যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা। 👉বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এ...
14/12/2024

""যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই
তাদের উদ্দেশ্যে কিছু কথা।
👉বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এটাই বাস্তব।
---আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন প্রাইভেট টিচার কখনো তার স্টুডেন্টকে যতই প্রিয় হোক না কেন কোনদিন ফ্রিতে পড়াবেনা।
তাহলে আপনি কিভাবে ভাবলেন অপরিচিত একজন লোক আপনাকে ফ্রিতে ফ্রীলান্সিং ট্রেনিং দেবে।

💥আর যদি বাই চান্স বাইচান্স কেউ যদি এ ধরনের অফার দিয়ে থাকে তার ফলাফল নিচের ছবির মত হবে।
ফালতু সময় লস হবে কাজের কাজ কিছুই হবে না।

💥প্রত্যেকের উদ্দেশ্যে বলি অযথা সময় নষ্ট না করে ভালো করে যাচাই বাছাই করে যেকোনো একটা It Institute আইটি ইনস্টিটিউট এর ট্রেনিং নিয়ে নেন।✅

💻ফ্রিল্যান্সিং করলে আপনি পাচ্ছেন🔶অর্থনৈতিক স্বাধীনতা🔷সময়ের স্বাধীনতা🔶সুনিশ্চিত ক্যারিয়ার🔷সম্মান 🔶সফল ও সুখী জীবন  যা আপন...
13/12/2024

💻ফ্রিল্যান্সিং করলে আপনি পাচ্ছেন
🔶অর্থনৈতিক স্বাধীনতা
🔷সময়ের স্বাধীনতা
🔶সুনিশ্চিত ক্যারিয়ার
🔷সম্মান
🔶সফল ও সুখী জীবন
যা আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে পাচ্ছেন না। আর ফ্রিল্যান্সিং এর জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না,লাগে শুধুমাত্র আপনার দক্ষতা।
আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সচেতন হন, ফ্রিল্যান্সিং শিখে আপনার দক্ষতা বৃদ্ধি করেন , নিজের পরিশ্রমের মাধ্যমে, ইনকাম করুন নিজের ইচ্ছামতো❤💚

ডিজিটাল মার্কেটিং কি? ১।ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোন পণ্য বা সেবার প্রচারণা চালানো। ২।ডিজিটা...
13/12/2024

ডিজিটাল মার্কেটিং কি?

১।ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোন পণ্য বা সেবার প্রচারণা চালানো।
২।ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অডিয়েন্সদের কে পণ্য বা সেবার প্রতি আকৃষ্ট করা হয়।এর মাধ্যমে পণ্যের গুরুত্ব, বৈশিষ্ট্য, গুণাগুণ, সুবিধা তুলে ধরা হয়। বিক্রয়ের গতিশীলতা বৃদ্ধি করা হয়।

৩।আগামী ১০ বছরে ডিজিটাল মার্কেটিং চলমান থাকবে এবং আরো প্রসারিত হবে।জনপ্রিয় ওয়েব সাইট যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেভাবে
সবার মধ্যে ছড়িয়ে পড়ছে এতে করে ভবিষ্যতে বিভিন্ন কর্মক্ষেএ সৃষ্টি হবে। তাই আগামী ১০ বছরে ডিজিটাল মার্কেটিং টপ এ থাকবে।
বাবার ওপর কতদিন
ফ্রিল্যান্সিং শিক্ষা নিন
নিজের জীবন নিজে গড়ুন
পরিবারের হাল ধরুন।

Address

Chalni Para, Dariya, Nawabgonj
Dinajpur
5281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Provati mardi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share