Keya's diary

Keya's diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keya's diary, Digital creator, Dinajpur.

মুমীন ব্যক্তীর অন্যতম বৈশিষ্ট,, নিজের প্রতিশ্রুতি রক্ষা করা!অপরকে কষ্ট না দেয়া ,,অন্যর অভিসাপ বহন না করা !এতে করে পুরো জ...
12/01/2025

মুমীন ব্যক্তীর অন্যতম বৈশিষ্ট,,
নিজের প্রতিশ্রুতি রক্ষা করা!
অপরকে কষ্ট না দেয়া ,,
অন্যর অভিসাপ বহন না করা !
এতে করে পুরো জিন্দেগী ,,
নিজের ঈমান, আকিদা, আমল,
বরবাদ হতে পারে__________

The characteristics of a true believer
include:

Keeping one's promises.

Not causing harm to others.

Not being the reason for someone's curse.

Failing in these areas can lead to the destruction of one's entire life, including their faith, beliefs, and deeds.

✍️✍️ Keya Hossen_________

পুষে রাখি🥀🖤✍️✍️কেয়া হোসেন_______ হৃদয়ের গহীনে রাখি পুষে,,            শত আঘাত সযতনে!নেই অভিযোগ  দিব দোষ,,            তুমি...
10/01/2025

পুষে রাখি🥀🖤
✍️✍️কেয়া হোসেন_______

হৃদয়ের গহীনে রাখি পুষে,,
শত আঘাত সযতনে!

নেই অভিযোগ দিব দোষ,,
তুমি আমার আমিতে!

পুষিলাম ক্ষত যে ছিল,
দূরে পরানো প্রিয়!

গিরগীটির রুপ বদলালো,,
স্বার্থেই কাছে আসছিলো!

চেনা জানাতে ভুল ছিল,,
ভাল মনে ভুল হল!

পুষিলাম আপন জ্ঞানে,,
ঋষী ধ্যান নির্মলে!

বোকা মনে তাল গোলে,,
গোলক ধাঁধাঁয় অপরাহৃে!

পুষ্প ছুঁয়ে মন ভেজানো,,
কোলাহোল নীরব নিস্তব্ধে_____________

/নীল হৃদ  আকাশ\~~~~~~~~~~~ হৃদ আকাশে বহে ,,আজি বিষন্য বিস্বাদে স্বজন হারানোর বিচ্ছেদ বেদন নীলে!শূন্য ঘরে বাবা মা ছেড়ে,হা...
07/01/2025

/নীল হৃদ আকাশ\
~~~~~~~~~~~
হৃদ আকাশে বহে ,,
আজি বিষন্য বিস্বাদে
স্বজন হারানোর
বিচ্ছেদ বেদন নীলে!

শূন্য ঘরে বাবা মা ছেড়ে,
হা হা কার রাত্রী ,,
কালযাপন অঝরায় ,
ভাসে দু,নয়ন !

কাহারে সুধাবো আমি,,
পোড়া এ বিচ্ছেদ দহন,,
যার চলে যায় সে,
বোজে হায় সৃতি কভু,
না ভোলা যায়!

নীল হৃদ আকাশে,
অসীম ধরিত্রী সাজায়,
পড়েছি গলায় মনিহার,
ব্যাথা যত পাই স্বরনে,
তোমায় ভুলে না যাই_______



✍️✍️ কেয়া হোসেন________

🌿🌿আপন🌿🌿__________________চক্ষু মেলিয়ে দেখ চেয়ে ,,কারে বলো আপন এ জগৎ এ,,যে আপন হয় সে রয়না দূরে!সর্বদায় কথা বলে ,,আপন অসত্...
04/01/2025

🌿🌿আপন🌿🌿
__________________
চক্ষু মেলিয়ে দেখ চেয়ে ,,
কারে বলো আপন এ জগৎ এ,,
যে আপন হয় সে রয়না দূরে!
সর্বদায় কথা বলে ,,
আপন অসত্বীতে মিশে,,
ভাবনা মন ক্ষনিক যতন ,,
শ্বাস ফুরালে সবি মরন!
এপিঠ ওপিঠ উলটিয়ে,,
সর্বদা ভাজিবে বিস্বাদে,,
সেই তোমার আপন,,
যে হবে অধিক গোপন!
পাশে রহিবে আমরন,,
চিনো চিনো প্রতিটিক্ষন,
সে হবে কেমন ?
দিব্য চোখে করো আরাধন___________

🖊🖋কেয়া হোসেন_________

অপেক্ষা🖤🥀✍️✍️  কেয়া হোসেন_______পুরনো কে পিছনে ফেলে,,নতুনের জন্য অপেক্ষা ,,  অনন্ত চাওয়া জীবনের ,,ফুরায় না কোনো আশা! অতী...
31/12/2024

অপেক্ষা🖤🥀
✍️✍️ কেয়া হোসেন_______

পুরনো কে পিছনে ফেলে,,
নতুনের জন্য অপেক্ষা ,,
অনন্ত চাওয়া জীবনের ,,
ফুরায় না কোনো আশা!

অতীতের বিগলিত ব্যাথা,
তা শুকনো মরমর,,
করুন সুরে বেদনায়,
নিষ্ক্রিয় মুচরে দূরে যায়!

অপেক্ষার অলিতে গলিতে,,
সুখের নৌঙর সদায়,,
উদাস মনে পথ পানে,,
সু স্বাগতো জানায়!

তোমার স্পন্দন তোলে,,
প্রাণে মোর শিহরন,,
আখিঁ ভরা দু,চোখে,,
আগামির উচ্ছাসিত স্বপন!

অপেক্ষা যদিও তুমি,,
ধৈর্য্যের মাহিন্দ্র খনঘটা
তবু ভালবাসি মোরা,,
নতুনের আশা অপেক্ষা____________

নিমগ্ন ভালবাসা✍️✍️ কেয়া হোসেন_______
22/12/2024

নিমগ্ন ভালবাসা
✍️✍️ কেয়া হোসেন_______

 # #নিশ্ব দিন শেষে # #✍️✍️ কেয়া হোসেন______নিশ্ব আমি রিক্ত হস্তে,চাহিবার কিছু নেই,,নীরবতা স্পন্দন একাকিত্বে ,,তোমার প্রে...
17/12/2024

# #নিশ্ব দিন শেষে # #
✍️✍️ কেয়া হোসেন______

নিশ্ব আমি রিক্ত হস্তে,
চাহিবার কিছু নেই,,
নীরবতা স্পন্দন একাকিত্বে ,,
তোমার প্রেমে পড়ে রই!

যা ছিল সব ঠেলেছো,
দূরে অদুর ভবিষ্যৎ, এ,,
কি হবে তা তুমি জানো,
ওহে মালিক ভাল করে!

এতটুকু নেই অভিযোগ,
তোমার কুদরতি খেলাতে,
যা বোজ তাহাই করো,,
ভালবাসো মোরে প্রাণভরে!

আমার শূন্য আকাশে সবি,,
কালো অন্ধকার মেঘে ,
সাজাইছো খুব যতন করে,,
করেছো নিশ্ব মোরে,,
একাকি নি:সংঙ্গ দিন শেষে____________

 #বদ হাওয়া  #✍️✍️ কেয়া হোসেন _______ জীবনে আসে
14/12/2024

#বদ হাওয়া #
✍️✍️ কেয়া হোসেন _______

জীবনে আসে

 #প্রাণেশ্বর  # ✍️✍️ কেয়া হোসেন ______হে প্রাণেশ্বর যুগল রুপে ,,পথিক পবনে আসিয়াছো,ভাঙ্গিয়াছো দুয়ার মৃদু স্বরে!আজি বহে দে...
11/12/2024

#প্রাণেশ্বর #
✍️✍️ কেয়া হোসেন ______

হে প্রাণেশ্বর যুগল রুপে ,,
পথিক পবনে আসিয়াছো,
ভাঙ্গিয়াছো দুয়ার মৃদু স্বরে!

আজি বহে দেখ মরুর ,,
খরার বুকে তৃষ্ণার্ত জল,,
বক্ষে নাহি হৃদয় জুড়ে!

কাহারে সুধাবো একিনো,,
মনো চল চল নীরবে ,,
তোমার আস্থায় মহেশ্বর!

আজি দেখ ভাঙ্গিছে,,
বন্ধন মিলনের ক্ষন,,
হে প্রাণপতি জগৎসামী!

জোড়া হস্তে করি আকুতি,,
বিনয়ী সুরে বাজে মহুরী,,
মুক্তি দাও ও চরণে !

সোপার্দ করিলুম প্রাণ,
ছিল যত ভরশার খনি,,
বিদায় ধরণী ওহে প্রাণেশ্বরী______________

 #বিসর্জন _______✍️✍️/কেয়া  হোসেন______ভেবেছো কি তোমার চলে,,যাওয়ায় হয়েছি আমি দিশেহারা,,          দাঁড়িয়েছি না আমি ঘুরে,,...
25/11/2024

#বিসর্জন _______
✍️✍️/কেয়া হোসেন______

ভেবেছো কি তোমার চলে,,
যাওয়ায় হয়েছি আমি দিশেহারা,,
দাঁড়িয়েছি না আমি ঘুরে,,
হয়েছি বজ্রের মত শক্ত!!

ভেবোনা তোমার নিঠুর মায়াতে,
আমি হব কখনো আবদ্ধ,
হাসি আমি নির্জনে গোপনে,,
লুকিয়ে মুখটি আচঁলে!!

টানে মায়া আমায় আদরে,,
ভিতরে মধুর কথা বলে
মেনে নিয়েছি চলে যাওয়া,,
শুনি শুধুই তার কথা!!

কখনো আর পিচু আমায়,,
ছলনায় কর্ণপাত না ডাকে,
অফরন্ত রাখা ভালবাসা,
বিসর্জন দিছি কবেই তাহা!!

ভাল থেক তুমি সর্বক্ষন,,
সহসা নিয়েছি হাসি মুখে,,
তোমার নীরব যাওয়া বরন,,
দিয়েছি বিদায় করেছি সমর্পন_______________

20/11/2024
কি মায়ায় কি খেলায় খেলিছো গো সাইঁ,,তোমার পানে নিঠুর চাইয়া ,বিশ্বপানে অবাক হই, ক্ষনে, ক্ষনে মন~নিভৃতে যতনে তোমায় খোজে,,সাগ...
19/11/2024

কি মায়ায় কি খেলায় খেলিছো গো সাইঁ,,
তোমার পানে নিঠুর চাইয়া ,
বিশ্বপানে অবাক হই,
ক্ষনে, ক্ষনে মন~
নিভৃতে যতনে তোমায় খোজে,,
সাগর গভীর মহাতল,,
সওর পর্দাভেদ করে,
জুলমুত তাসীর গুনাহ্ পাহাড়__________

🖋🖊 Keya hossen_______

 # নীরবতা  #✍️✍️  _____কেয়া হোসেন !!তারিখঃ ১৪___১১___২০২৪!!মন উদয়ে নীরবতা আমার ,বিধুর বিহব্বলে সর্বক্ষন বাজে!আছে কিবা বা...
14/11/2024

# নীরবতা #
✍️✍️ _____কেয়া হোসেন !!
তারিখঃ ১৪___১১___২০২৪!!

মন উদয়ে নীরবতা আমার ,
বিধুর বিহব্বলে সর্বক্ষন বাজে!

আছে কিবা বাকি আমার,
তোমার অধিক নিকট যাওয়ার!

আষ্টে পিষ্টে অটুট বন্ধনে,
নীরবতায় রেখেছো সর্বক্ষন বেধে!

আসি যত কাছে বেশী,
নিশ্চুপ আনমনে তোমাতেই মিশি!

আমার আমিকে সবার থেকে,
অনেক অনেক বেশী ভালবাসি!

বিষন্নতা ছিন্ন করে চারপাশ,
মুক্ত হৃদে প্রফুল্ল্যে হাসি !

সদা রেখ মোরে সখা,
একুশ হাজার ছয়শত বারে!

দমের নিগুর প্রাণ রহস্যে,
আসা যাওয়া গোপন সর্বঅঙ্গে_____________

 #মাকাল #উপরে দেখতে মাকাল,ভিতরে  তোর কুৎসিত ,কি লাভ বল , সুদর্শনে আক্ষরিক ,সস্তা পচা জ্ঞানে!যে জ্ঞানে হবি রে,তুই মানুষ ল...
09/11/2024

#মাকাল #

উপরে দেখতে মাকাল,
ভিতরে তোর কুৎসিত ,
কি লাভ বল ,
সুদর্শনে আক্ষরিক ,
সস্তা পচা জ্ঞানে!
যে জ্ঞানে হবি রে,
তুই মানুষ লালন কর,
বটে সে জ্ঞানে,
হবি সোনার মানুষ !
পশুত্ব ঘুচবে তোর
আধার কালো মনে,
জঙ্গলে জঙ্গলে ঘুরে,
তোর প্রভূর সাধন ,
কি হল নীরব মনে,
ধ্যান সাধনে নির্জনে,
কর আলাপনে ,
বন্ধুয়ার ও সনে ,
ভক্তীপূর্ন ছারগ্যামে___________

🖋🖊কেয়া হোসেন_________

 # পুষ্পমাল্য #✍️✍️কেয়া হোসেন!তারিখ/ ০৮/ ১১ / ২০২৪!তাকায় যেদিকে মন ছঁয়ে,,সেদিক তোমাকেই পাই খুজে,,         কল্পনার রাজ্যে...
08/11/2024

# পুষ্পমাল্য #
✍️✍️কেয়া হোসেন!
তারিখ/ ০৮/ ১১ / ২০২৪!

তাকায় যেদিকে মন ছঁয়ে,,
সেদিক তোমাকেই পাই খুজে,,
কল্পনার রাজ্যে ভাবায়,,
আবেশে পুষ্পমাল্য পড়ায়!

মিলেছি দু,জনে আত্মা প্রাণে,
প্রেম নৈবিত্ত পাশা সাজায়ে,
রাখিও যতনে তুলে,
হৃদের মণী কোঠরে!

মনের কোণে কোণে এসো,
হে,প্রিয়তম নব নব রূপে,
ইশকে হব মুলাকাতে,
পুষ্প মাল্য জড়ায়ে!

দীলের ধরকন শোন কানে,
একটি নাম লেখা সেখানে,
জপে নাফী ইজবাতে,
মনময়ূরী পেখম তুলে_____________

মানব কূল  তখন ই  মুক্তি পাবে,,যখন আধ্যাতিকতা বুজতে শিখবে!তথানুযায়ি জীবন পরিচালিত করবে,নিজের  আমিত্ব বিনাশ ঘটবে,,তুমি নিজ...
25/10/2024

মানব কূল তখন ই মুক্তি পাবে,,
যখন আধ্যাতিকতা বুজতে শিখবে!
তথানুযায়ি জীবন পরিচালিত করবে,
নিজের আমিত্ব বিনাশ ঘটবে,,
তুমি নিজেকে চিনবে ,
নিজের ভিতরে যে আমিটার বসত,
তাকে ন্যাচরালী চিনবে বুজবে !
এক সময় ,সন্ধি হবে,,
তখন আর বাহিরের জগৎ ,
শৌচনীয় ভাল লাগবেনা!
চিন্তা ধ্যান মন কাল্ব
নিশ্বাস প্রশ্বাস এক সম গতিতে,
ধীরে ধীরে বহিবে ,
তোমার দেহ হবে শান্ত প্রশান্ত,
ইসমে জাত আল্লহ আল্লাহ হৃদে,
ঢেউ তুলিয়ে পাল উড়াবে ,
সাত তব জমিন ছেড়ে
উর্দ্ধ আসমানে পৌছে যাবে,,
সিদরাতুল মুনতাহা কাবা কাউসাইনে ______________



🖋🖊 কেয়া হোসেন____________

রঙ্গেতে রঙ্গ মিশায়া ধরেছো সঙ্গ সাঁজ,,ভিতর  থেকে বাইরে তার,,করো সর্বদা  ফোকাস!ভাল বাসোনা জির্ন দেহ,,নতুন নতুন সন্ধান রত,ক...
22/10/2024

রঙ্গেতে রঙ্গ মিশায়া ধরেছো সঙ্গ সাঁজ,,
ভিতর থেকে বাইরে তার,,
করো সর্বদা ফোকাস!
ভাল বাসোনা জির্ন দেহ,,
নতুন নতুন সন্ধান রত,
কে বুজিবে তার,
দিব্য গোপন ও খবর!
দিনে দিনে করলা বসতি,
মায়া হলনা ছিল পিরিতি,
সুযোগ বুজে ঠিকি তুমি
নতুন সন্ধানে দাও উড়ালি ___________

🖊🖋keya hossen🌿🌿

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keya's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share