
08/02/2025
মিথ্যার ভিড়ে ,,
✍️✍️ কেয়া হোসেন_______
খুজি আমি তোকেই,,
মিথ্যার ভিড়ে!
শেষে তোকে ছাড়া,,
পাইনি পাশে!
যত্নে প্রেম ভালবাসা,,
যায় হারিয়ে!
অটুট বন্ধন থাকে,,
মিথ্যার ভিড়ে!
মায়া জরা শুধুই ,,
আজীবন বন্ধুত্বে!
গভীর সমূদ্র বিশালতা,,
নিস্বার্থ চাওয়া!
ঐশ্বরিক মোরা পাগল,,
মিলেছি টানে!
দুই মিলে একই,,
আত্মায় অবিনশ্বর___________
with Rajib pagol 🖤🥀