Keya's diary

Keya's diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keya's diary, Digital creator, Dinajpur.

মিথ্যার ভিড়ে ,,   ✍️✍️ কেয়া হোসেন_______     খুজি আমি তোকেই,,              মিথ্যার ভিড়ে!      শেষে তোকে ছাড়া,,          ...
08/02/2025

মিথ্যার ভিড়ে ,,
✍️✍️ কেয়া হোসেন_______

খুজি আমি তোকেই,,
মিথ্যার ভিড়ে!
শেষে তোকে ছাড়া,,
পাইনি পাশে!

যত্নে প্রেম ভালবাসা,,
যায় হারিয়ে!
অটুট বন্ধন থাকে,,
মিথ্যার ভিড়ে!

মায়া জরা শুধুই ,,
আজীবন বন্ধুত্বে!
গভীর সমূদ্র বিশালতা,,
নিস্বার্থ চাওয়া!

ঐশ্বরিক মোরা পাগল,,
মিলেছি টানে!
দুই মিলে একই,,
আত্মায় অবিনশ্বর___________

with Rajib pagol 🖤🥀

কয়েকশো বছর যুগ যুগান্তর ,, মিটবেনা তোমায় ভালবাসার সাদ!ওহে প্রাণপতী! বার বার তোমার প্রেমেই আমি ,,পরাজিত সৈনিক সেজেছি!তুমি...
05/02/2025

কয়েকশো বছর যুগ যুগান্তর ,,
মিটবেনা তোমায় ভালবাসার সাদ!
ওহে প্রাণপতী!
বার বার তোমার প্রেমেই আমি ,,
পরাজিত সৈনিক সেজেছি!
তুমি মারো ,তুমি ডুবাও ,,
নেই তাতে মোর লাভ ক্ষতি!
অঙ্গ রাজ্য ,ভিতর বাহির ,
পোড়া মনে শুধুই তোমারি বসতি____________

🖊🖋Keya hossen💫💫💫

"নির্বাসিত মনে"✍️✍️ কেয়া হোসেন_______স্মৃতীর জানালা খুলে তাকিয়ে ,, মৌনতায় নীরব নির্বাসিত মনে !নিশ্চুপ মনে,মানুষের মাঝে,,...
31/01/2025

"নির্বাসিত মনে"
✍️✍️ কেয়া হোসেন_______

স্মৃতীর জানালা খুলে তাকিয়ে ,,
মৌনতায় নীরব নির্বাসিত মনে !

নিশ্চুপ মনে,মানুষের মাঝে,,
আর এক মানুষ কথা বলে!

পুরো শরিলের ভাজে ভাজে,,
তেত্রিশ কোটি লতিফা নাচে!

চারদিকে আন্ধার আচ্ছন্য ঢেকে,,
জীবন প্রদীপ নিভু নিভু করে!

আমার মনের একেলা শহরে,,
দোলা দেয় প্রভাতে সকালে!

বুকের পাজরে উষ্ণ লোমে ,,
ঢেকে রেখেছো বেধে মোরে!

ভালবাসি তোমায় হে ,প্রিয়তম,,
কল্পনায় বিভর নির্বাসিত মনে_______________

টাকা পয়সা মালে মালদার,, তুমি নিজেকে ভাবো জমিদার! আমার কাছে নেই তার কানাকড়ি, মূল্য দামে দামদার! ভিতর রাজ্য ফাকা, আমার কাছ...
27/01/2025

টাকা পয়সা মালে মালদার,,
তুমি নিজেকে ভাবো জমিদার!
আমার কাছে নেই তার কানাকড়ি,
মূল্য দামে দামদার!
ভিতর রাজ্য ফাকা,
আমার কাছে হয়ে গেছো তুমি,,
অনেক বড়ো সস্তা!
দুনিয়াতে সেইতো ধনী,
যার আছে রে সুন্দর,,
সরল মন একখানি_____________


🖋🖊Keya hossen __________

🖤স্বপ্নসারথী🖤    ✍️✍️কেয়া হোসেন_______ পথের বাকে বাকে জীবন,, মরিচিকার পিছে  ছুঁটে, সুখ দেয় বিসর্জন!অচিনা মন নীরব যতন,,হা...
24/01/2025

🖤স্বপ্নসারথী🖤
✍️✍️কেয়া হোসেন_______

পথের বাকে বাকে জীবন,,
মরিচিকার পিছে ছুঁটে,
সুখ দেয় বিসর্জন!

অচিনা মন নীরব যতন,,
হাতছানি দিয়ে যেন,,
চুপি চুপি বলি কথা!

আলোকবর্তিকা অন্ধকার,,
জীবনে আলোর দিশা,,
মানব কল্যাণে মুক্তীদাতা!

সত্য ন্যায়ের পথে সর্বদা,,
গুরূ রুপে আমি অধরা,,
পদপ্রদর্শক বন্ধু অজানা!

কোথা বাসা কে আমি,,
অদম্য শক্তী স্বপ্নসারথী,,
তোমার আমি আশার ক্ষনী_____________

একটি নারীর জীবনে পরম সৌভাগ্য হল তার  caring হাজবেন !যে মুখ দেখেই বুজে নিবে কতটা যত্ন ,Caring  করতে হবে!এবং ঐ হাজবেন ই সৌ...
18/01/2025

একটি নারীর জীবনে পরম সৌভাগ্য হল
তার caring হাজবেন !
যে মুখ দেখেই বুজে নিবে কতটা যত্ন ,
Caring করতে হবে!
এবং ঐ হাজবেন ই সৌভাগ্যবান ,
যে তার স্ত্রীর পাশে একরাত না ঘুমালে স্ত্রীর ঘুম
দূর আসমানে চলে যায়!
এমন ভালবাসা যেন সকল,,
হাজবেন অয়াইফ মাজে,
আমৃত্যু রয় !

" I feel proud of my husband's love"

🖋🖊keya hossen_________

"আলোর মায়াজালে"            ✍️✍️ কেয়া হোসেন________আলোর মায়া জালে রেখেছো বেধে,,   কল্পলোকের জ্ঞান বিভোরে হারিয়ে ,,       ...
16/01/2025

"আলোর মায়াজালে"
✍️✍️ কেয়া হোসেন________

আলোর মায়া জালে রেখেছো বেধে,,
কল্পলোকের জ্ঞান বিভোরে হারিয়ে ,,
যাই আমি অজানা সেই দূর পথে!

শব্দহীন নীরব গহীন রাতে শীতের,,
শিশির টুপটাপ শব্দে ভেসে আসে ,,
কানে কানে দূর হতে বহুদূরে!

আমার আপন স্বত্তা জাগ্রত মহাজ্ঞাণী,,
আমি তার অধিনস্ত গোলাম যেমন,,
খুশী তেমন রঙ্গে সাজি ভালোবেসে!

হৃদয়ে দ্বার খুলে এসো হে প্রিয় মঙ্গল,,
ময়ীবিশ্ব স্বরূপ ঝর্ণা নির্মল প্রাণে,,
রেখো মোরে আলোর মায়াজালে!

জ্ঞানের আলোয় আলোকিত হোক,,
ভিতরে বাহিরে সদায় উজ্জিবিত,,
ঐশীনূরের বার্তাবাহক হে মহাপ্রাণে____________

শত, রজ্ব,তমো দেহে করো বশ্য, ,নাশিকায় শ্বাস দম কষে,, রেচক ,কুম্ভক,তুরকে ,,দেহ জমি না যায় যেন শুকে!শুকনো জমিতে কস্মিনকালে ...
14/01/2025

শত, রজ্ব,তমো দেহে করো বশ্য, ,
নাশিকায় শ্বাস দম কষে,,
রেচক ,কুম্ভক,তুরকে ,,
দেহ জমি না যায় যেন শুকে!
শুকনো জমিতে কস্মিনকালে ,,
লাভ জনক ফসল না ফলে!

✍️✍️ কেয়া হোসেন_________

মুমীন ব্যক্তীর অন্যতম বৈশিষ্ট,, নিজের প্রতিশ্রুতি রক্ষা করা!অপরকে কষ্ট না দেয়া ,,অন্যর অভিসাপ বহন না করা !এতে করে পুরো জ...
12/01/2025

মুমীন ব্যক্তীর অন্যতম বৈশিষ্ট,,
নিজের প্রতিশ্রুতি রক্ষা করা!
অপরকে কষ্ট না দেয়া ,,
অন্যর অভিসাপ বহন না করা !
এতে করে পুরো জিন্দেগী ,,
নিজের ঈমান, আকিদা, আমল,
বরবাদ হতে পারে__________

The characteristics of a true believer
include:

Keeping one's promises.

Not causing harm to others.

Not being the reason for someone's curse.

Failing in these areas can lead to the destruction of one's entire life, including their faith, beliefs, and deeds.

✍️✍️ Keya Hossen_________

পুষে রাখি🥀🖤✍️✍️কেয়া হোসেন_______ হৃদয়ের গহীনে রাখি পুষে,,            শত আঘাত সযতনে!নেই অভিযোগ  দিব দোষ,,            তুমি...
10/01/2025

পুষে রাখি🥀🖤
✍️✍️কেয়া হোসেন_______

হৃদয়ের গহীনে রাখি পুষে,,
শত আঘাত সযতনে!

নেই অভিযোগ দিব দোষ,,
তুমি আমার আমিতে!

পুষিলাম ক্ষত যে ছিল,
দূরে পরানো প্রিয়!

গিরগীটির রুপ বদলালো,,
স্বার্থেই কাছে আসছিলো!

চেনা জানাতে ভুল ছিল,,
ভাল মনে ভুল হল!

পুষিলাম আপন জ্ঞানে,,
ঋষী ধ্যান নির্মলে!

বোকা মনে তাল গোলে,,
গোলক ধাঁধাঁয় অপরাহৃে!

পুষ্প ছুঁয়ে মন ভেজানো,,
কোলাহোল নীরব নিস্তব্ধে_____________

/নীল হৃদ  আকাশ\~~~~~~~~~~~ হৃদ আকাশে বহে ,,আজি বিষন্য বিস্বাদে স্বজন হারানোর বিচ্ছেদ বেদন নীলে!শূন্য ঘরে বাবা মা ছেড়ে,হা...
07/01/2025

/নীল হৃদ আকাশ\
~~~~~~~~~~~
হৃদ আকাশে বহে ,,
আজি বিষন্য বিস্বাদে
স্বজন হারানোর
বিচ্ছেদ বেদন নীলে!

শূন্য ঘরে বাবা মা ছেড়ে,
হা হা কার রাত্রী ,,
কালযাপন অঝরায় ,
ভাসে দু,নয়ন !

কাহারে সুধাবো আমি,,
পোড়া এ বিচ্ছেদ দহন,,
যার চলে যায় সে,
বোজে হায় সৃতি কভু,
না ভোলা যায়!

নীল হৃদ আকাশে,
অসীম ধরিত্রী সাজায়,
পড়েছি গলায় মনিহার,
ব্যাথা যত পাই স্বরনে,
তোমায় ভুলে না যাই_______



✍️✍️ কেয়া হোসেন________

🌿🌿আপন🌿🌿__________________চক্ষু মেলিয়ে দেখ চেয়ে ,,কারে বলো আপন এ জগৎ এ,,যে আপন হয় সে রয়না দূরে!সর্বদায় কথা বলে ,,আপন অসত্...
04/01/2025

🌿🌿আপন🌿🌿
__________________
চক্ষু মেলিয়ে দেখ চেয়ে ,,
কারে বলো আপন এ জগৎ এ,,
যে আপন হয় সে রয়না দূরে!
সর্বদায় কথা বলে ,,
আপন অসত্বীতে মিশে,,
ভাবনা মন ক্ষনিক যতন ,,
শ্বাস ফুরালে সবি মরন!
এপিঠ ওপিঠ উলটিয়ে,,
সর্বদা ভাজিবে বিস্বাদে,,
সেই তোমার আপন,,
যে হবে অধিক গোপন!
পাশে রহিবে আমরন,,
চিনো চিনো প্রতিটিক্ষন,
সে হবে কেমন ?
দিব্য চোখে করো আরাধন___________

🖊🖋কেয়া হোসেন_________

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Keya's diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share