15/11/2025
*দুনিয়ার চিন্তা নিজের কাঁধে নিও না, কারণ এটা আল্লাহর জন্য। রিজিক নিয়ে উদ্বেগ নিও না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে। ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ো না, কারণ সেটা আল্লাহর হাতে। একটি বিষয়কে ধরো কিভাবে আল্লাহকে রাজি করা যায়। কারণ তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, তাঁর সন্তুষ্টি তোমাকে পূর্ণ করবে, ধনী করবে, তোমার সব দুশ্চিন্তা দূর করবে ইন শা আল্লাহ্।🌸🤍