Sourov Ahmed

Sourov Ahmed সকল প্রকার বৈষম্য এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ✊

আজকের দুই দফা, আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচিঃদুই দফাঃ১। উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অ...
28/07/2025

আজকের দুই দফা, আল্টিমেটাম ও পরবর্তী কর্মসূচিঃ

দুই দফাঃ
১। উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি সতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে।
২। উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

আল্টিমেটামঃ
➤ আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবী আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।
➤আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপরোক্ত ২দফা দাবি আদায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।(সংশোধিত)

আগামী কর্মসূচিঃ
➤উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এই উদ্দেশ্য আবু সাঈদ চত্বর থেকে 'মার্চ টু জেলা প্রশাসক' ও 'মার্চ টু বিভাগীয় কমিশনার' কর্মসূচি গ্রহণ করা হবে।

উনি যখন চলে যাবেন তখন বুঝবেন উনার গুরুত্ব 💔আজ পর্যন্ত দেখলাম না !বাংলাদেশের কোনো সরকারকে জনগণের কাছে ভিক্ষা চাইতে।কিন্তু...
25/07/2025

উনি যখন চলে যাবেন তখন বুঝবেন উনার গুরুত্ব 💔
আজ পর্যন্ত দেখলাম না !
বাংলাদেশের কোনো সরকারকে জনগণের কাছে ভিক্ষা চাইতে।
কিন্তু এই ইউনুস কে বলতে দেখলাম আমাদের সাহায্য করেন।
বিগত বছরগুলোতে জনগণ সরকারকে ভয় পেত আর এখন ইউনুস জনগণকে ভয় পায়।
বিশ্বাস করেন!
এই ইউনুস কে আপনি যত ইচ্ছা গালমন্দ করেন , সে কিছু বলবে না-এমনকি সে কোনো প্রতিবাদও করবে না।
কিন্তু আপনি যদি আশেপাশের কোনো ছোট থেকে ছোট রাজনীতিবিদকে নিয়ে কিছু কথা বলেন তাহলে দেখবেন সাথে সাথেই প্রতিবাদ।
আপনি বর্তমানে সোশ্যাল মিডিয়ার একটি এক্টিভিস্ট কেউ দেখবেন না-যে কিনা ইউনুসের হয়ে কথা বলবে।
কেন দেখবেন না জানেন?
কারন ইউনুস এমনই লোক , যে নিজের কাজ দিয়ে জনগণকে বুঝাতে চায়- তার কোনো এক্টিভিস্ট প্রয়োজন পড়ে না।
এখন অনেকে বলবেন!
সে আসলে কি করেছে ?
উত্তর হচ্ছে- অনেক কিছুই করেছে এবং এখন অবধি যা যা করেছে , কেবল মাত্র সে নিজেই করেছে।
আপনাদের একটু মনে করিয়ে দেই!
সেদিন ইউনুস বলেছিল- আমরা আজ অবধি নিজেকেই বুঝ দিতে পারলাম না অন্যকে কিভাবে বুঝ দিব?
প্রফেসর ইউনুস এটা এমনি এমনি বলে নাই। আসলে ইউনুস এটা বুঝাতে ব্যর্থ যে , সে আসলেই ভালো নেই- তাকে তার মতো কাজ করতে দেওয়া হচ্ছে না।
আপনি চোখ মেলে দেখেন!
মোটামুটি এখন সব ইউনুসের বিরুদ্ধে কাজ করতেছে, ওনার বিরুদ্ধে লেখালেখি করতেছে।
আচ্ছা আমার একটা প্রশ্ন!
প্রফেসর ইউনুসের বিকল্প আরো ভালো কেউ কি আছে ?
থাকলেও থাকতে পারে, তবে ইউনুস এমন একজন লোক যে শুধু সরকারের পরিচয় দেয় নি বরং পরিচয় দিয়েছে একজন মাটির মানুষ হিসেবে।
আপনাদের কি মনে আছে?
ইউনুস সাহেব যখন দেশের হাল ধরেছিল তখন দেশের অবস্থা কেমন ছিল।
আসলে উনি থাকবেন না, একটা সময় ঠিকই চলে যাবেন।
তবে যখন যাবে তখন সবাই তার গুরুত্ব বুঝতে পারবেন।

22/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পো/ ড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আ*গু*নের ফু"লকিতে ঝ"লসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যু"দ্ধ বিমানটি দু'র্ঘ'টনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মা** গেছে, আল্লাহ তাদের এই জা'হা'ন্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।🥲🥲

রাষ্ট্রীয় শোক ঘোষণা আর নেতাদের বিবৃতিতে কার কি লাভ হবে? কতটুকু ক্ষতিপূরন হবে?এসব রং না করে, যে মুড়ির টিনের মত বিমানগুলো...
22/07/2025

রাষ্ট্রীয় শোক ঘোষণা আর নেতাদের বিবৃতিতে কার কি লাভ হবে?
কতটুকু ক্ষতিপূরন হবে?
এসব রং না করে, যে মুড়ির টিনের মত বিমানগুলো অন্যান্য দেশে আরও কয়েক দশক আগে পরিত্যক্ত করেছে, সেই মুড়ির টিনগুলো ডাস্টবিনে ফেলার ঘোষণা দিন।

কর্পোরেট আর রাজনীতিবিদদের সাধারনদের জীবন নিয়ে খেলা কবে বন্ধ হবে?

দিনাজপুর — উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস-ঐতিহ্যের জেলা। অথচ এই জেলাটির উন্নয়ন যেন থেমে আছে শত বছর আগের মতো। দিনাজপুরবাসীর সবচ...
21/07/2025

দিনাজপুর — উত্তরবঙ্গের গর্ব, ইতিহাস-ঐতিহ্যের জেলা। অথচ এই জেলাটির উন্নয়ন যেন থেমে আছে শত বছর আগের মতো। দিনাজপুরবাসীর সবচেয়ে বড় দুর্ভোগ এখন: ভগ্ন, সরু, ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত চাপের শহরের রাস্তাগুলো। প্রশ্ন একটাই:
🔴 কেন এখনও দিনাজপুর শহরে ৪ লেন রাস্তা নেই?
🛣️ তুলনায় দেখে নিন – অন্য জেলাগুলো কত এগিয়ে:

ময়মনসিংহ: আগে পিছিয়ে থাকা জেলা ছিল, এখন ৪ লেন বাইপাস, সার্কুলার রোড, একাধিক ফ্লাইওভার পর্যন্ত হচ্ছে।

মানিকগঞ্জ: ঢাকার কাছাকাছি বলে শত কোটি টাকার রাস্তা-সেতু প্রকল্প বরাদ্দ, ৪ লেন রাস্তা প্রায় সবক’টি উপজেলার সাথে।

নেত্রকোনা: একসময় মফস্বল শহর, এখন শহরের ভেতরে প্রশস্ত রোড, আলাদা লেন — অথচ দিনে দিনে উন্নয়ন পাচ্ছে।

ফরিদপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা — সবখানেই ৪ লেন প্রকল্প বাস্তবায়িত, এমনকি অনেক উপশহরেও।

এমনকি নোয়াখালী বা চাঁদপুরেও ৪ লেন সম্প্রসারণ চলছে, যেখানে জনঘনত্ব ও ট্র্যাফিক দিনাজপুরের চেয়েও কম!

⛔ কিন্তু দিনাজপুর শহর — যেখানে রোজ শত শত ট্রাক, তেলবাহী লরি, বাস, অটো, মোটরসাইকেল চলাচল করে — সেখানেই এখনও সরু, অপ্রশস্ত ২ লেনের ভাঙাচোরা রাস্তা!

❌ বর্তমান অবস্থা:

🟥 লিলির মোড়, নতুন বাজার, নিউমার্কেট, ষোলমাইল, কলেজ মোড় আরো অসংখ্য এলাকাগুলোতে ঘন্টার পর ঘন্টা জ্যাম।
🟥 রাস্তায় স্ট্রিট লাইট নাই, রাতে চলাফেরা জীবনের ঝুঁকি।
🟥 পথচারী পারাপারের কোন সিস্টেম নাই, শিশু থেকে বৃদ্ধ – সবাই ঝুঁকির মধ্যে।
🟥 একটা এম্বুলেন্স রোগী নিয়ে যেতে গেলে আটকে যায় মাঝপথে। কখনও কখনও রোগী মরেও যায় সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায়।

প্রতিদিনই দুর্ঘটনার খবর — কেন? কারণ রাস্তা সরু, গাড়ি বেশি, লেন নাই।

✅ এখন প্রশ্ন হচ্ছে — কেন ৪ লেন দরকার?

1. ট্রাফিক নিয়ন্ত্রণ: ৪ লেন না হলে যানজট কোনোদিনই কমবে না।

2. দ্রুত চলাচল: স্কুল-কলেজ, অফিস, হাসপাতাল, ফায়ার সার্ভিস — সব কিছু দেরিতে পৌঁছায় এই জ্যামের কারণে।

3. জরুরি পরিবহন: অ্যাম্বুলেন্স বা দমকলের জন্য আলাদা লেন দরকার — যা ৪ লেন না হলে সম্ভব না।

4. ভবিষ্যৎ পরিকল্পনা: আগামী ৫–১০ বছরে দিনাজপুরের জনসংখ্যা আরও বাড়বে। এখন ৪ লেন না করলে ভবিষ্যতে কিছুই করা যাবে না।

5. উন্নয়ন বৈষম্য: ঢাকার আশেপাশের জেলায় কোটি কোটি টাকার রাস্তা প্রকল্প, অথচ দিনাজপুর উপেক্ষিত কেন?

দিনাজপুর কি শুধুই ভোটের সময় মনে পড়ে?
দিনাজপুরবাসী কি দ্বিতীয় শ্রেণির নাগরিক?
দিনাজপুরের মানুষ কি নিরাপদ রাস্তায় চলার অধিকার রাখে না ?

✊ আমরা দিনাজপুরবাসী আর চুপ করে থাকবো না!
সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন । দিনাজপুর ডিসি অফিসারকে মেনশন করুন এবং পোস্টটি বেশি বেশি শেয়ার করে দিন । যাতে করে ডিসি অফিসারের কাছে আমাদের পোস্টটি যায় ✅

19/07/2025

জুলাই নিয়ে এখন ক্রেডিট ক্রেডিট খেলা শুরু হয়ে গেছে😑

19/07/2025

আমার হাতে ক্ষমতা থাকলে আমি সবার আগে এই জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতাম’— এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তার মতে, গত ৩০ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় দেশকে বেকারত্ব ছাড়া আর কিছুই দিতে পারেনি।

দেশের কর্মসংস্থানের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি জানান, প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর এই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রতি বছর প্রায় ১২ লাখ স্নাতক ডিগ্রিধারী বের হচ্ছেন। কিন্তু চাকরির বাজার প্রস্তুত রয়েছে মাত্র ২ লাখ তরুণের জন্য। এর সোজা অর্থ হলো, প্রতি বছর আমরা পরিকল্পিতভাবে ১০ লাখ শিক্ষিত বেকার তৈরি করছি। তিনি বলেন, ‘কথাটা খুব কঠিন শোনালেও এটাই বাস্তবতা।’

এই সং'ক'টের একমাত্র সমাধান হিসেবে ড. কবিরুল ইসলাম কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, সাধারণ বিষয়ে স্নাতক তৈরি করার চেয়ে দেশের অর্থনীতির জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন, যা কেবল কারিগরি শিক্ষার মাধ্যমেই সম্ভব। একটি আশার কথা শুনিয়ে তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের কোর্সে অন্তত একটি কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে বর্তমানে ভাবনা-চিন্তা চলছে।

এই প্রসঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন ‘ভিশনারি লিডার’ হিসেবে আখ্যায়িত করেন। ড. কবিরুল ইসলামের মতে, জিয়াউর রহমান বেঁচে থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে ‘টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি’ বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেন। তিনি বলেন, ‘আজ আমরা অর্থনীতির যে দুটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি—রেমিট্যান্স আর গার্মেন্টস, তার বীজ তিনি বপন করেছিলেন।’

উল্লেখ্য, ১৮ জুলাই, শুক্রবার, ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ইআইইটি)’ এবং ‘ইকো ইনস্টিটিউট অব এগ্রিকালচার (ইআইএ)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্যগুলো করেন।
দিনাজপুর বার্তা পেজটিকে ফলো দিন

#বিস্ফোরক #মন্তব্য #গাজীপুর #দিনাজপুরবার্তা

বিরামপুর জেলা চাই......এইটা অনেকেরই দীর্ঘদিনের আশা । কিন্তু এই আশা কি কখনো পূরণ হবে ??কেন এতো দাবি , মানববন্ধনের পরেও বি...
13/07/2025

বিরামপুর জেলা চাই......
এইটা অনেকেরই দীর্ঘদিনের আশা । কিন্তু এই আশা কি কখনো পূরণ হবে ??
কেন এতো দাবি , মানববন্ধনের পরেও বিরামপুরকে জেলার মর্যাদা দেওয়া হচ্ছে না ?
এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আগে আমাদের জানতে হবে বিরামপুর কি জেলা হওয়ার সক্ষমতা অর্জন করেছে কি না ।
সাধারণত কোনো উপজেলাকে জেলায় রূপান্তর করার জন্য ভৌগোলিক সীমানা , জনসংখ্যা , অর্থনৈতিক অবস্থান , শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা এসব সহ মোট ৭ টি বিষয় পূরণ করতে হয় । কিন্তু বিরামপুর উপজেলা এই ৭ টি শর্তের মধ্যে পূরণ করতে পেরেছে ৫ টি । তাহলে প্রশ্ন আসে বিরামপুর যদি সব শর্ত পূরণ না করে তাহলে স্থানীয় জনপ্রতিনিধি , বিশেষ নেতা বৃন্দ কেনো বার বার জাতীয় সংসদ ভবনে বিরামপুরকে জেলা করার প্রস্তাব করেছেন । এর উত্তর খুবই সহজ । জেলা হওয়ার জন্য যে ৭ টি শর্ত প্রয়োজন তার মধ্যে একটি হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিদের সহমত থাকতে হবে এবং রাজনৈতিকভাবে অগ্রাধিকার থাকতে হবে । সেই শর্ত অনুযায়ী বিরামপুর এটি পূরণ করতে পেরেছে । কিন্তু জেলার মর্যাদা পাওয়ার জন্য বিরামপুরকে আরো ২ টি শর্ত পূরণ করতে হবে ।
বিরামপুরে শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিলে দেখা যাবে এখানে বিরামপুর সরকারি কলেজ ছাড়া ভালো কোনো কলেজ নেই । ভালো মানসম্মত পড়াশোনা করার জন্য অবশ্যই বিরামপুর বাসিকে দিনাজপুরের দিকে অগ্রসর হতে হবে । এছাড়া চিকিৎসার দিক থেকেও বিরামপুর জেলা হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারে নাই । জেলা হওয়ার জন্য যে পরিমাণ জনসংখ্যা প্রয়োজন বিরামপুর তার ৩ ভাগের ২ ভাগ এখনো পূরণ করতে পারে নাই ।
যদি বিরামপুরে এসব দিকে বিশেষ নজর দেওয়া যায় তাহলে একদিন বিরামপুর জেলা হিসেবে স্বীকৃতি পেতে পারে ।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sourov Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share