Sk Monir official

Sk Monir official ★★বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ তৈরির কারিগর★★

★তারুণ্যের হাতে থাকলে দেশ পথ হারাবেনা বাংলাদেশ★

24/02/2025

ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে গদি ছাড়!
দেখেও না দেখার ভান করে থাকা বাহিনীদের বলব নাটক একটু কম করেন!

 Hossen ভাই একটা ব্রান্ড। একটা আদর্শ। একজন নৈতিকতা সম্পন্ন আপাদমস্তক সংগ্রামী মানুষ। শত্রু যতো শক্তিশালী তাঁর থেকে দ্বিগ...
16/02/2025

Hossen ভাই একটা ব্রান্ড। একটা আদর্শ। একজন নৈতিকতা সম্পন্ন আপাদমস্তক সংগ্রামী মানুষ। শত্রু যতো শক্তিশালী তাঁর থেকে দ্বিগুন স্পাতসম দৃঢ়তা যাঁর। যাঁকে আমরা জানি আন্দোলনের মাস্টারমাইন্ড। সমন্বয়দের সমন্বয়ক। যাঁর পুরো জীবনটাই ত্যাগের।

আমাদের আখতার ভাই আছে বলে আমরা আসিফ, নাহিদসহ বাকিদের উপরে ভরসা করতে পারি। কারণ অভিভাবক সেরা হলে পরিবেশ সুন্দর থাকে।

আখতার ভাইয়েরা যুগের পর যুগ ধরে দু একটা আসে জাতির নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে। আমরা তাঁকে ভরসা করি।

06/02/2025

নতুন বাংলাদেশের জন্মকালীন প্রসব বেদনা উঠেছে।
খুব শীঘ্রই নতুন বাংলাদেশ জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ।

আজকের পর থেকে এদেশের অনেক হিসাব চেইঞ্জ হয়ে যাবে।
ঐক্যবদ্ধ বাংলাদেশ।

05/02/2025

আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।

04/02/2025

আমাদের মত-পথের ভিন্নতা থাকলেও আগামীর নতুন বাংলাদেশ বির্নিমাণে গণহত্যাকারীদের রাজনীতি বন্ধে সকলের ঐক্যমত জরুরী।

01/02/2025

দায়িত্ব নিয়েই বলছি, ওবায়দুল কাদের এখনো বাংলাদেশ আছে!

ভারতে পালিয়ে যাওয়ার তথ্য গুজব!

নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
31/01/2025

নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই।
বিবাহিত জীবন সুখের হোক।

30/01/2025

""নির্বাচনে লাথি মার''''
''''বাংলাদেশ স্বাধীন কর""

ইউসুফ সরকার আন্দোলন মোকাবেলা করবে নাকি সরকার চালাবে?
29/01/2025

ইউসুফ সরকার আন্দোলন মোকাবেলা করবে নাকি সরকার চালাবে?

আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে, এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম...
27/01/2025

আশেপাশে এমন বহুত শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে, এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই। সাহস করেছে হাসনাত ভাইয়া । সাহসটা করার জন্যে হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম এপ্রিশিয়েটটা অন্তত করতে শিখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো ৷ সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল ৷

এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করে। কিন্তু সত্যি এটাই যে, মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্ত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর ছোররা বুলেটে দিকবিদিক ছুটে যাচ্ছিলো তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে "we are open to killed" !

ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিলো ৷ এই ছেলেটাই সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলো, যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিলো৷ এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসারলীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে উঠে৷

এই মাথা গরম ক্ষ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই এ কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় ৷ হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও ৷

আপনারা যারা শুধু ঘরে বসে স্যোশাল মিডিয়ার ঝড় তুলতে পারেন তাদের মতো সেইফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা ৷ কিন্তু তিক্ত সত্য এটাই যে, এই মাথা গরম স্বভাবওয়ালা ক্ষ্যাপা তরুণ প্রজন্মের কারনেই এই নতুন বাংলাদেশ ৷

কতজনের এখন কতরকম স্বার্থ আর ধান্ধা সেটা আমরা বুঝি, অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গর্তে যাবে সেটাও জানি ৷ কিন্তু দিনশেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ ৷

আপনাদের মতো গুটিকয়েক ভন্ড, সুবিধাবাজ, কালপ্রিট কি বললো আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু আসে যায় না ৷ হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা করেনি ৷

মিনিমাম কমনসেন্স থাকলে বোঝা উচিত কারা করসে, কেন করসে। রকেট সাইন্স না বোঝাটা।

We are Hasnat & proud to be a fellow-fighter of Hasn

26/01/2025

ইবতেদায়ী শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই।এটা কোনভাবেই কাম্য নয়।

দিনাজপুরের আমার উপজেলা বিরল সীমান্তে কৃষককে তুলে নেওয়ার প্রতিবাদে ভারতীয় কৃষককেও তুলে আনে বাংলাদেশিরা!🇧🇩❤️‍🔥 উপজেলার তিন...
25/01/2025

দিনাজপুরের আমার উপজেলা বিরল সীমান্তে কৃষককে তুলে নেওয়ার প্রতিবাদে ভারতীয় কৃষককেও তুলে আনে বাংলাদেশিরা!🇧🇩❤️‍🔥

উপজেলার তিন দিকেই সীমান্ত। তাঁরপরও খেলা হবে চোখে চোখ রেখে।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Monir official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share