12/04/2025
সারাবিশ্বে এত গুলো মুসলিম দেশ আছে। তাদের অনেকেই ধনী, তেল-সম্পদে ভরপুর। অথচ এত গুলো দেশের তালিকায় ছোট্ট একটা দেশ বাংলাদেশ—দারিদ্র্যপীড়িত, নানা সংকটে জর্জরিত। কিন্তু এই দেশের মানুষের বুক ভরা সাহস, হৃদয়ে ইসলামি চেতনা, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অদম্য শক্তি।
ফি**লি**স্তিন যখন কাঁদে, গা*জা*র আকাশে যখন আগুন জ্বলে বাংলাদেশ চুপ করে থাকতে পারে না। আমাদের রাস্তায় নামে হাজারো মানুষ, কণ্ঠে ধ্বনি ওঠে “ফি*লি*স্তিনের মুক্তি চাই”।
এই দেশ যে শুধুই অর্থে ছোট—মননে নয়, মনোবলে নয়, প্রতিবাদে নয়।
সৌদি আরব, কাতার, আমিরাত—যারা মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্র, তারা কজন আজ সরব? কজন দাঁড়িয়েছে পাশে বাস্তবভাবে? তারা হয়তো চুপ থাকে কূটনীতির চাদরে মুখ ঢেকে।
কিন্তু বাংলাদেশ?
বাংলাদেশ দাঁড়ায়।
বাংলাদেশ প্রতিবাদ করে।
বাংলাদেশ ভালোবাসে নিঃস্বার্থভাবে, নিঃশর্তভাবে।