Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ

Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ
সংবাদ ও সংযোগে আমরা?

সবার আগে ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটের মানুষের সংবাদ ও সংযোগে...
" Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ ”
ফেইসবুক পেইজ লাইক দিন, খবর জানুন ও সকলকে শেয়ার করুন।
https://www.facebook.com/VoiceOfPhulbari
Email: [email protected]

30/03/2025

শতাধিক হাসি মুখের গল্প
মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর "ঈদ উপহার"

#ফুলবাড়ী_দিনাজপুর
Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ ©

১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসজাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিনসকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা চিরকাল।
14/12/2024

১৪ ই ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবি দিবস
জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা চিরকাল।

04/12/2024

আজ ফুলবাড়ী পাক হানাদার মুক্ত দিবস
============================

Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠঃ আজ ৪ ডিসেম্বর দিনাজপুর জেলার ফুলবাড়ী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর সঙ্গে প্রচন্ড লড়াইয়ের মাধ্যমে তাদের ফুলবাড়ী থেকে বিতাড়িত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। চুড়ান্ত বিজয়ের ১২ দিন আগেইে এখানে বিজয় আসে।

এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের বীরত্ব গৌরবভরে স্মরণ করে এরপর থেকে ৪ ডিসেম্বর ফুলবাড়ী পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভোর থেকে উপজেলার সীমান্ত এলাকা আটপুকুর, আমড়া ও জলপাইতলি এলাকা দিয়ে একযোগে খানসেনাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী। সম্মুখ যুদ্ধে দাঁড়াতে না পেরে, খান সেনারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পিছনে পালাতে শুরু করে। নিশ্চিত পরাজয় ভেবে ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর প্রবেশ রোধ করতে ফুলবাড়ী শহর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর ওপর লোহার ব্রীজটির পূর্ব অংশ ১৯৭১ সালের ৪ ডিস্মেবর বেলা ২ টার সময় ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় খান সেনারা। এই সুযোগে ফুলবাড়ীতে অবস্থান করা খান সেনারদল ও তারদের সহযোগী অবাঙ্গালী রাজাকারেরা একটি ট্রেনে করে ফুলবাড়ী থেকে সৈয়দপুরের উদ্দ্যেশে পালিয়ে যায়। খান সেনাদের উড়িয়ে দেওয়া লোহার ব্রীজটি পুনরায় ইট সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়। যা আজো মুক্তিযুদ্ধের রণাঙ্গনের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ’৭১ সালে ওই দিন অর্থাৎ ৪ ডিসেম্বর বিকেল ৫ টায় ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধা বাহিনী ও মিত্রবাহিনী প্রবেশ করে ফুলবাড়ীকে শত্রæমুক্ত বলে ঘোষণা দেন এবং স্বাধীন বাংলা পতকা।

উলে­খ্য, শহরের প্রবীণ ব্যক্তিরা ও মুক্তিযোদ্ধারা জানান, ২৫ মার্চ পর্যন্ত ফুলবাড়ী শান্ত ছিল। ফুলবাড়ীকে শান্ত রাখার জন্য একটি সর্বদলীয় ও সংগ্রাম কমিটি গঠন করা হয়। সেই কমিটির ব্যানারে ২৬ মার্চ একটি শান্তি মিছিল ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করার সময় শহরের কাটাবাড়ী বাংলা স্কুলের সামনে অবাঙ্গালী কলনী থেকে শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়। এতে কয়েকজন আহত হলে ওই দিন অবাঙ্গালী নেতা শওকত ডাক্তারের বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে শওকত ডাক্তারের পরিবারের ৫ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে সৈয়দপুর আর্মি ক্যাম্প হতে খান সেনারা ফুলবাড়ীতে প্রবেশ করে এবং বাঙ্গালীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ নির্যাতন শুরু করে।

সেদিনের পর থেকে আজও ফুলবাড়ীর জনগণ ৪ ডিসেম্বর দিনটিকে ফুলবাড়ী পাক হানাদার মুক্ত দিবস হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে।

12/09/2024
ফুলবাড়ীতে জাল নোট ও তৈরির মেশিনসহ গ্রেপ্তার ২জন==================Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃ...
29/08/2024

ফুলবাড়ীতে জাল নোট ও তৈরির মেশিনসহ গ্রেপ্তার ২জন
==================

Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ: দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে জাল নোট এবং নোট তৈরির মেশিনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

গত ২৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে নিপ্পন রায় (২৭) এবং কুড়িগ্রাম জেলার উলিপুর থানার কর্পুরা কদমতলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (২৬)।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর (প্রফেসর পাড়া) গ্রাম থেকে জাল নোটসহ নিপ্পন ও হাবিবুরকে আটক করে র‌্যাব-১৩। পরে রাতভর অভিযান চালিয়ে উপজেলার বেতদিঘি ইউনিয়নের দিলাহাট এলাকা থেকে পুলিশ জাল নোট তৈরির মেশিনটি জব্দ করে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৭৫টি ২০০ টাকা মূল্য মানের (৭৫ হাজার টাকা) জাল নোট পাওয়া গেছে। দুই জনকে থানায় সোপর্দ করে র‌্যাব। আজ র‌্যাব-১৩ এর নায়েব সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫এ(বি) ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেন।

Address

Phulbari
Dinajpur
5260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Phulbari-ফুলবাড়ী কন্ঠ:

Share