29/04/2025
ইসলামে নারীদের মর্যাদা অত্যন্ত উচ্চে স্থান দেওয়া হয়েছে। ইসলাম আগমনের পূর্বে নারীদের যে অমর্যাদাকর পরিস্থিতিতে রাখা হতো, ইসলাম এসে সেই অবস্থার পরিবর্তন ঘটায় এবং তাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করে। কুরআন ও হাদিসে নারীদের মর্যাদা সম্পর্কে অনেক সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
কুরআনের আলোকে নারীদের মর্যাদা:
* আল্লাহ তা'আলা কুরআন মাজিদে নারী ও পুরুষ উভয়কেই 'একই আত্মা' থেকে সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেছেন (সূরা নিসা ৪:১)। এর মাধ্যমে উভয়ের মৌলিক মানবীয় মর্যাদার সমতা প্রতিষ্ঠা করা হয়েছে।
* কুরআনে নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে স্বতন্ত্র সূরা 'আন-নিসা' (নারী) বিদ্যমান, যা ইসলামে নারীদের গুরুত্বের পরিচায়ক।
* আল্লাহ তা'আলা নারীদের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন এবং তাদের প্রতি কোনো প্রকার অবিচার বা জুলুম করাকে কঠোরভাবে নিষেধ করেছেন (সূরা নিসা ৪:১৯)।
* কোরআনে বলা হয়েছে, "আর তোমরা স্ত্রীদের সঙ্গে বসবাস করো সদাচারের সঙ্গে।" (সূরা নিসা ৪:১৯)
* পিতা-মাতার সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের অধিকার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে (সূরা নিসা ৪:৭)।
* সৎকর্মশীল নারী ও পুরুষ উভয়ের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন (সূরা নিসা ৪:১২৪)।
হাদিসের আলোকে নারীদের মর্যাদা:
* নবী মুহাম্মদ (সাঃ) নারীদের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হওয়ার জন্য পুরুষদের বিশেষভাবে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।"
* তিনি আরও বলেছেন, "মায়ের পদতলে সন্তানের বেহেশত।" এর মাধ্যমে মাতৃত্বের সর্বোচ্চ মর্যাদা ঘোষণা করা হয়েছে।
* কন্যাসন্তান লালন-পালনের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। নবী (সাঃ) বলেছেন, "যার তিনটি কন্যাসন্তান অথবা তিনটি বোন থাকবে, আর সে তাদের প্রতি যতœশীল হয় এবং তাদের হক সম্পর্কে আল্লাহকে ভয় করে, তার জন্য বেহেশত অনিবার্য।"
* বিধবা ও অসহায় নারীদের ভরণ-পোষণকারীর মর্যাদা ইসলামে অনেক বেশি। নবী (সাঃ) বলেছেন, "যারা বিধবা নারীর ভরণ-পোষণের দায়িত্ব নেয়, তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারী।"
* নারীদের শিক্ষাগ্রহণের অধিকারের উপরও ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। নবী (সাঃ) বলেছেন, "জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ।"
ইসলামে নারী শুধু মাতা, স্ত্রী, কন্যা বা বোন হিসেবেই নন, একজন স্বতন্ত্র সত্তা হিসেবেও সম্মানিত। তাদের নিজস্ব মতামত, অধিকার এবং কর্তব্য রয়েছে। ইসলাম নারীদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত এবং আইনি অধিকার নিশ্চিত করেছে।
সূত্র: এ আই।