Jitendriya Das Jitu

Jitendriya Das Jitu হরেকৃষ্ণ 🙏🙏
❤️আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে❤️
(2)

25/10/2025

👉অন্নকূট মহোৎসব — বহু দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল 🍛💛
হরেকৃষ্ণ🙏












#অন্নকূট_মহোৎসব




🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔                         শুভ দামোদর                               🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
24/10/2025

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
শুভ দামোদর
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

24/10/2025

👉সেবা কি স্বহস্তে করা উচিত?

✅পুরোহিত বা প্রতিনিধি দ্বারা ভগবৎসেবাকার্য্য হয় না। এজন্য সকলরেই প্রীতির সহিত স্বহস্তে ভগবৎসেবা করা কর্ত্তব্য।

24/10/2025

🤔 “সনাতনীদের সাপ্তাহিক প্রার্থনার দিন কোনদিন জানেন?”❝ সবাই নিজের প্রার্থনার দিন জানে, কিন্তু সনাতনীরা জানেন তো? ❞ 👀

শুভ দামোদর 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔



















💗 #যখন দুই ভক্ত একত্রিত হন, তখন সেখানে কৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন।ভক্তের সাথে ভক্তের মিলন শুধুমাত্র সাক্ষাৎ নয় — এটি চে...
24/10/2025

💗 #যখন দুই ভক্ত একত্রিত হন, তখন সেখানে কৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকেন।ভক্তের সাথে ভক্তের মিলন শুধুমাত্র সাক্ষাৎ নয় — এটি চেতনার সংযোগ, যেখানে আত্মা কৃষ্ণস্মরণে আরও দৃঢ় হয়।যিনি ভক্তসঙ্গে থাকেন, তাঁর হৃদয়ে ভক্তি স্বাভাবিকভাবেই প্রস্ফুটিত হয়। 🙏











#ভক্তসঙ্গ
#ভক্তিচেতনা
#কৃষ্ণভক্তি
#ইসকন
#প্রভুপাদেরবাণী
#ভক্তিলতা
#গৌরাঙ্গ
#হরিনাম

👉 ভগবৎ-কৃপালাভের উপায় 🌸 #ভগবানের কৃপা কোনো বস্তুগত সম্পদ নয় যা চেষ্টায় পাওয়া যায় — এটি একান্তভাবে তাঁর অন্তরঙ্গ অনুগ্রহ,...
24/10/2025

👉 ভগবৎ-কৃপালাভের উপায় 🌸

#ভগবানের কৃপা কোনো বস্তুগত সম্পদ নয় যা চেষ্টায় পাওয়া যায় — এটি একান্তভাবে তাঁর অন্তরঙ্গ অনুগ্রহ, যা পাওয়া যায় আত্মসমর্পণ ও ভক্তির মাধ্যমে।
যে ভক্ত নিজের অহং, কামনা, ক্রোধ ত্যাগ করে নিঃস্বার্থ হৃদয়ে কৃষ্ণসেবা করে, ভগবান স্বয়ং তার হৃদয়ে আসন নেন।শাস্ত্র বলে, ভগবানের কৃপা লাভের মূল উপায় হল শুদ্ধ ভক্তি — অর্থাৎ কৃষ্ণকে সন্তুষ্ট করার একমাত্র উদ্দেশ্যে কর্ম, ভাব ও বাক্যের ব্যবহার।

#নাম-সংকীর্তন, সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ, ও ভক্তসেবার মাধ্যমে হৃদয় নির্মল হয় — তখন ভগবানের কৃপা স্বতঃসিদ্ধভাবে প্রবাহিত হয়।যে ব্যক্তি নিজের সুখ-দুঃখ, লাভ-ক্ষতি সবকিছু কৃষ্ণের ইচ্ছায় সমর্পণ করে, তার জীবনেই প্রকৃত কৃপা প্রকাশিত হয়।

#ভগবৎ-কৃপা জোর করে পাওয়া যায় না;
তবে যখন ভক্ত “আমি কিছুই নই, সবই তুমি” এই বোধে স্থিত হয়, তখন ভগবান নিজেই তাঁর কৃপা বর্ষণ করেন।
ভক্তি মানেই ভগবানের কৃপা পাওয়ার একমাত্র সেতু।
জপ, সেবা, দয়া, সহিষ্ণুতা ও বিনয় — এই পাঁচ গুণেই কৃপালাভের দরজা খুলে যায়। 🙏








#ভগবৎকৃপা
#ভক্তিরমাহাত্ম্য
#কৃষ্ণভক্তি
#ভগবানেরঅনুগ্রহ
#ইসকন
#শুদ্ধভক্তি
#সাধুসঙ্গ
#নামসংকীর্তন
#কৃষ্ণস্মরণ

24/10/2025

🤔ভক্তরা দেব-দেবীর পূজা করে না কেন?
হরেকৃষ্ণ 🙏












#ভক্তরা
#দেব-
#দেবীর
#পূজা
#করে
#না
#কেন?

💞শুভ ভ্রাতৃদ্বিতীয়া 💞শুভ🪔 দামোদর 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
23/10/2025

💞শুভ ভ্রাতৃদ্বিতীয়া 💞

শুভ🪔 দামোদর
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

23/10/2025

👉কি প্রার্থনীয় হওয়া উচিত?

✅ভগবৎকৃপাই আমাদের অনুক্ষণ প্রার্থনীয় হওয়া উচিত।জীবমাত্ররেই Final Goal কৃষ্ণপ্রেম।

23/10/2025

👉 তাহলে কেন ইসকন ও গৌড়ীয় মঠের ব্রহ্মচারী-সন্ন্যাসীরা এটি ধারণ করেন? জানতে দেখুন পূর্ণ ভিডিওটি...
হরেকৃষ্ণ 🙏

শুভ 🪔দামোদর
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔










#গৈরিকবসন
#বৈরাগ্য
#ইসকন
#গৌড়ীয়মঠ
#ভক্তিজীবন

🌼🪔 #যে স্থানে ভক্তি হৃদয়ে অঙ্কুরিত হয়, যে ভূমিতে পরিক্রমার ধূলি স্পর্শ করে আত্মা পবিত্র হয় — সেই স্থানই প্রকৃত তীর্থ। পর...
23/10/2025

🌼🪔 #যে স্থানে ভক্তি হৃদয়ে অঙ্কুরিত হয়, যে ভূমিতে পরিক্রমার ধূলি স্পর্শ করে আত্মা পবিত্র হয় — সেই স্থানই প্রকৃত তীর্থ। পরিক্রমা মানে কেবল একটি মন্দির প্রদক্ষিণ নয়, এটি আত্মার পুনরায় ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার যাত্রা। জগতে যত আন্দোলন, যত ভ্রমণ — সবই ক্ষণস্থায়ী; কিন্তু ভগবানের পরিক্রমা সেই যাত্রা, যা মানুষকে সংসারের গহ্বর থেকে মুক্ত করে ঈশ্বরচেতনায় স্থিত করে।

#শাস্ত্রে বলা হয়েছে, যারা ভগবানের নাম স্মরণ করে পরিক্রমা করেন, তাদের হৃদয়ে অদৃশ্যভাবে শুদ্ধ ভক্তির বীজ অঙ্কুরিত হয়। পরিক্রমা হলো নম্রতার অনুশীলন, সমর্পণের প্রকাশ, এবং আত্মাকে পরম সত্তার সান্নিধ্যে স্থাপন করার এক জীবন্ত প্রক্রিয়া। এখানে দেহ হাঁটে, কিন্তু আত্মা প্রার্থনা করে — “হে প্রভু, আমাকে তোমার পথে রাখো।”

#এই পরিক্রমা মন্দির কেবল ইট-পাথরের গঠন নয়; এটি এক জীবন্ত সাধনাক্ষেত্র, যেখানে প্রতিটি পদক্ষেপ ভক্তির ছন্দে অনুরণিত হয়। যে হৃদয় সত্যিই শ্রদ্ধায় এই পরিধি প্রদক্ষিণ করে, তার জীবনের অন্ধকার দূর হয়, কারণ পরিক্রমা মানে — কৃষ্ণকে কেন্দ্র করে জীবনকে ঘুরিয়ে দেওয়া।🙏











#হরিনাম
#পরিক্রমা_মন্দির
#ভক্তিসাধনা
#ভক্তিমার্গ
#ইসকন
#কৃষ্ণভক্তি

💞 ভ্রাতৃদ্বিতীয়া : ভ্রাতৃস্নেহের পবিত্র তত্ত্ব🪔  #ভ্রাতৃদ্বিতীয়া বা ভাই-ফোঁটা হল এক গভীর ও আধ্যাত্মিক উৎসব, যার মূল শিকড়...
23/10/2025

💞 ভ্রাতৃদ্বিতীয়া : ভ্রাতৃস্নেহের পবিত্র তত্ত্ব🪔

#ভ্রাতৃদ্বিতীয়া বা ভাই-ফোঁটা হল এক গভীর ও আধ্যাত্মিক উৎসব, যার মূল শিকড় রয়েছে বৈদিক সংস্কৃতিতে। এটি শুধু পারিবারিক ভালোবাসার উৎসব নয়, বরং আত্মার সম্পর্কের এক স্মরণযজ্ঞ।

#এই দিনে বোন ভাইয়ের কপালে তিলক দিয়ে প্রার্থনা করে যেন তার ভাই ধর্মমার্গে অবিচল থাকে, সর্বদা কৃষ্ণভক্তিতে স্থিত থাকে ও জীবনের সব বাধা পার হয়ে চিরমুক্তি লাভ করে। ভাইও বোনকে আশীর্বাদ করে যেন সে ভক্তি, শৌচ ও শীল-গুণে সুশোভিত হয়।
ভ্রাতৃদ্বিতীয়ার প্রকৃত তাৎপর্য কেবল শরীরগত ভাই-বোনের সম্পর্ক নয়; এটি আত্মীয়াত্মিক সম্পর্কের প্রতীক। আমরা সকলেই ঈশ্বরের সন্তান, পরস্পর ভ্রাতা ও ভগিনী। তাই এই উৎসব স্মরণ করিয়ে দেয় — জীবের মধ্যে পরমাত্মাকে দেখো, কাউকে শত্রু মনে করো না।

#বৈষ্ণব দৃষ্টিতে, ভ্রাতৃদ্বিতীয়া হলো ভক্তি-সম্পর্কের পুনঃস্মরণ। যেমন গোপীরা কৃষ্ণের প্রতি ভালোবাসায় অনন্য, তেমনি ভ্রাতা-বোনের সম্পর্কও নিঃস্বার্থ স্নেহ ও রক্ষার প্রতীক। এই দিনে ভাই-বোন একে অপরকে বস্তুগত নয়, বরং আধ্যাত্মিক সুরক্ষার অঙ্গীকার দেয়।
ভক্তজনদের জন্য এই দিনটি আত্মীয়তায় কৃষ্ণস্মরণ জাগানোর এক অনন্য সুযোগ — যেন সম্পর্কগুলো ভগবানের কেন্দ্রে স্থাপিত হয়, এবং সকল বন্ধন হয় কৃষ্ণভক্তির বন্ধন।🙏

🌼 শ্রীবাসুদেব ঘোষের তিরোভাব তত্ত্ব : ভক্তি ও কীর্তনের অমর আলোক🪔

#শ্রীবাসুদেব ঘোষ ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ও গৌড়ীয় বৈষ্ণব সমাজের অন্যতম প্রখ্যাত কীর্তনাচার্য। তিনি ছিলেন শ্রীনিত্যানন্দ প্রভুর প্রিয় পার্ষদ ও গৌরনাম কীর্তনের অন্যতম প্রবর্তক। তাঁর কণ্ঠের কীর্তন ছিল এমন শক্তিশালী যে, শুনলেই ভক্তের হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগতো।

#তিরোভাব মানে কোনো মহাপুরুষের এই জগত থেকে লীলা সমাপ্ত করা — কিন্তু প্রকৃত অর্থে তাঁরা হারিয়ে যান না। তাঁরা দেহত্যাগের মাধ্যমে অদৃশ্য হয়ে গৌরধামে, কৃষ্ণধামে তাঁদের নিত্যসেবায় প্রবেশ করেন।
শ্রীবাসুদেব ঘোষের তিরোভাব দিবস আমাদের শেখায় — ভক্তের জীবন কখনও মরণে শেষ হয় না। তাঁর নাম, কীর্তন, ও ভক্তিসেবা চিরজীবী। তিনি গৌরলীলার অংশ হিসেবে এই জগতে কীর্তনরস বিতরণ করে গেছেন।

#তাঁর জীবন দেখায়, কীর্তন কেবল গান নয়, এটি আত্মার আরাধনা। যখন তিনি কীর্তন করতেন, তাঁর মধ্যে কৃষ্ণের প্রেম স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেত। তাঁর তিরোভাব আমাদের মনে করিয়ে দেয় — প্রতিটি ভক্তই গৌরনিতাইয়ের দেহরূপী মন্দির, এবং তাঁদের জীবনের লক্ষ্য কৃষ্ণপ্রেম ছড়িয়ে দেওয়া।এই দিনে বৈষ্ণবরা স্মরণ করেন তাঁর কীর্তনপ্রেম, তাঁর নিষ্ঠা, এবং তাঁর মহাপ্রভুর প্রতি একনিষ্ঠ আত্মসমর্পণ। শ্রীবাসুদেব ঘোষ আমাদের শেখান — কীর্তনের মধ্য দিয়েই ঈশ্বরের সঙ্গে জীবন্ত সংযোগ স্থাপন করা যায়।🙏








#ভ্রাতৃদ্বিতীয়া
#ভ্রাতৃস্নেহ
#কৃষ্ণ
#সুভদ্রা
#আধ্যাত্মিকবন্ধন
#কৃষ্ণভক্তি
#শ্রীবাসুদেবঘোষ
#তিরোভাবতত্ত্ব
#গৌরলীলারভক্ত
#কীর্তনআচার্য
#গৌরনিতাই
#চৈতন্যভক্ত
#কীর্তনপ্রেম
#বৈষ্ণবভক্তি
#ভক্তিসেবা
#ভক্তিরআলো
#ভক্তিতত্ত্ব

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jitendriya Das Jitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share