
26/09/2025
💗 #মানবজীবনের প্রতিটি মুহূর্ত আসলে এক গভীর পরীক্ষার ক্ষেত্র। এখানে কেউ বাহ্যিকভাবে সফল হলেও, অন্তরের জ্ঞান না থাকলে সেই সাফল্য ক্ষণস্থায়ী হয়ে যায়। সংসারের আলোচনায় আমরা যতই নিমগ্ন থাকি না কেন, প্রকৃত আলোচনার বিষয় হওয়া উচিত আত্মা ও পরমাত্মার সম্পর্ক। কেননা, জীবনের প্রকৃত প্রশ্ন হলো—"আমি কে, কোথা থেকে এসেছি, এবং আমাকে কোথায় যেতে হবে?" এ প্রশ্নের উত্তর না খুঁজে কেউই শান্তি লাভ করতে পারে না।
#বস্তুত, মানুষের মন সর্বদাই অস্থির; কখনও আশা, কখনও ভয়, কখনও আসক্তি, কখনও দ্বন্দ্ব তাকে আচ্ছন্ন করে রাখে। অথচ এই অনিশ্চিত জীবনের ভেতরেই আছে চিরস্থায়ী সত্য। সেই সত্যের সঙ্গে যিনি যুক্ত হতে পারেন, তিনিই প্রকৃত অর্থে জ্ঞানী। বাকিদের জ্ঞান কেবল মুখস্থ কিছু শব্দ, যা সময়ের সঙ্গে বিলীন হয়ে যায়।
#তাই যে জীবন কেবল বাহ্যিক সুখের পেছনে ছুটে চলে, সে জীবন অন্তহীন শূন্যতায় পতিত হয়। কিন্তু যে জীবন সত্য অনুসন্ধানের জন্য নিবেদিত, সে জীবন হয়ে ওঠে আলোকিত, দৃঢ় এবং অটল—যেমন সমুদ্রের মাঝে স্থির শিলাখণ্ড।🙏
#ভক্তসঙ্গ