WE DON'T NO 0.1ツ

  • Home
  • WE DON'T NO 0.1ツ

WE DON'T NO 0.1ツ 🎥 ফলো করো আর ঢুকে পড়ো অ্যাকশনের দুনিয়ায়!🎬🎥

31/07/2025
‼️🥰 কবিতাটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ১টা লাইক ও ১টা কমেন্ট করে দিও.! 🥰‼️💥 দেখুন "চিরদিন তুমি যে আমার", প্রতিদিন ...
31/07/2025

‼️🥰 কবিতাটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ১টা লাইক ও ১টা কমেন্ট করে দিও.! 🥰‼️

💥 দেখুন "চিরদিন তুমি যে আমার", প্রতিদিন সন্ধ্যে ৬:৩০ এ, শুধুমাত্র জি বাংলায়..!! 👍

★ এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজটিকে FOLLOW করে নিও..!! 🥰

আর হ্যাঁ এটাই বলবো, যদি পারো তোমরা তোমাদের প্রত্যেকটা ফেবারিট সিরিয়াল অবশ্যই TV'তেই দেখার চেষ্টা করো.! কারণ শেষ অবধি কিন্তু TRP টাই ম্যাটার করে, সে যত বড়ো সিরিয়ালই হোক না কেন.! 😍

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
30/07/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

‼️😜 এ কি দেখছি 👀 মেঘরাজ তো সত্যি সত্যিই আর্যর লাথি খেয়ে হাসপাতাল পোট ছিলো.! 😜‼️তো অপু তাহলে মীরার আকস্মিক হামলার কারণে ক...
29/07/2025

‼️😜 এ কি দেখছি 👀 মেঘরাজ তো সত্যি সত্যিই আর্যর লাথি খেয়ে হাসপাতাল পোট ছিলো.! 😜‼️

তো অপু তাহলে মীরার আকস্মিক হামলার কারণে কিছুটা ঘেঁটেই গিয়েছিল.! তবে এটা দেখে ভালো লাগলো যে, সে কিন্তু ঠান্ডা মাথায় সবটা গুছিয়ে নিয়েছে। আর প্ল্যানিং করে নিয়েছে তার এই মুহূর্তে কি কি করণীয়.! 😱 মানে মেয়ে তার বাবাকে সোজাসুজি জানিয়ে অবধি দিল, আমি যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে আমাকে কেউ টলাতে পারবে না.! এমনকি সেটা তার বাবাও না। 👀 আর তারপরেই রাতারাতি সোজা হাজির হয়ে গেল অফিসে.! আর FM দাকে সাথে নিয়ে রাতারাতি প্রেজেন্টেশন রেডি করে করে ফেলল সমস্ত পেন্ডিং কাজ। 😱 মানে এই মেয়ে যে এবার জবাবটা ঐ মীরাকে অফিসের সবার সামনেই দেবে, এটা বোধহয় আর না বললেও চলে.! 😜

বাকি মানসীর অত্যাচারে বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলল আর্য। আর তাকে এমন করে একটা ঝাড় দিল, যে মহিলা এক্কেবারে ব্যাগ পত্র গুছিয়ে বাপের বাড়ি যাবার জন্য তৈরি। 👀😜

এই পর্যন্ত তো সবটা ঠিকই ছিল.! কিন্তু এরপরে যেটা হলো, সেটা কিন্তু সত্যিই খুব আনএক্সপেক্টেড এবং বেদনাদায়ক। মানে আর্য সিংহ রায় কি-না মানসীকে আটকাতে তার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছে। 👀 সত্যি বলতে কি এই জিনিসটা কিন্তু মোটেও ভালো হলো না। 🥹 তবে মানসী যেই জন্য এত সব ড্রামা করলো, তার কিছুটা তো সে জানতে পারল। মানে সে জেনে গেল ছবির ওই বাচ্চা মেয়েটা এই বাড়িরই আত্মীয়, খুবই কাছের। 😱 তবে মনে হচ্ছে সেই মুহূর্তে ওখানে অর্ক না চলে এলে মানসী সবটা আজকে বের করেই ছাড়তো.? 🤔 তবে যেটুকু সে জানতে পেরেছে, তার জন্য কিন্তু সেটাই যথেষ্ট। 👀

আর এবার যদি আসি মেঘরাজের কথায়.! তাহলে তোমাদের হয়তো মনে থাকবে, কিছুদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম.! আমরা পোস্ট করে বলেছিলাম যে মালটা কোথায় গেল.? আর্যর একটা লাথি খেয়ে পটল তুললো নাকি.? 🤔 তো আজকে অবশেষে সেই প্রশ্নের উত্তর আমরা পেলাম.! আর ইন্টারেস্টিং ব্যাপার হলো সত্যি সত্যি মালটা আর্যর লাথি খেয়ে এতদিন পা ভেঙে হাসপাতালে ছিল। 😜🤣 আর আজকেই মালটার বোধহয় হুঁশ ফিরলো। 🤣🤣

So কি মনে হচ্ছে, অপু কি তাহলে তার চ্যালেঞ্জটা পূর্ণ করে মীরাকে এবার জবাবটা অফিসের সবার সামনেই দেবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

💥 দেখুন "চিরদিন তুমি যে আমার", প্রতিদিন সন্ধ্যে ৬:৩০ এ, শুধুমাত্র জি বাংলায়..!! 👍

★ এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজটিকে FOLLOW করে নিও..!! 🥰

আর হ্যাঁ এটাই বলবো, যদি পারো তোমরা তোমাদের প্রত্যেকটা ফেবারিট সিরিয়াল অবশ্যই TV'তেই দেখার চেষ্টা করো.! কারণ শেষ অবধি কিন্তু TRP টাই ম্যাটার করে, সে যত বড়ো সিরিয়ালই হোক না কেন.! 😍

WE DON'T NO 0.1ツ

🤣🤣🤣
26/07/2025

🤣🤣🤣

“চিরদিনই তুমি যে আমার” – আজকের পর্বের হাইলাইটস !আজকের পর্বে আর্য সরাসরি মীরাকে স্পষ্ট কথা বলে দেয়।মীরা প্রশ্ন তোলে, “এখ...
25/07/2025

“চিরদিনই তুমি যে আমার” – আজকের পর্বের হাইলাইটস !

আজকের পর্বে আর্য সরাসরি মীরাকে স্পষ্ট কথা বলে দেয়।
মীরা প্রশ্ন তোলে, “এখানে এসব কি করছ? লোকজন কি ভাবছে?”
জবাবে আর্য বলে—
“তুমি তোমার বাড়িতে যে আচরণ করেছিলে, সেটা দেখেছি। তাই এখানে কে কী ভাবছে তা নিয়ে আমি চিন্তিত নই। তুমি বেশি ভাবছো, শোকের মধ্যে আছো—বাড়ি গিয়ে বিশ্রাম নাও।”

অন্যদিকে, মানসী অর্ককে বলে—
“মীরাকে দেখে মনে হচ্ছে সে আর্যদাকে নিয়ে বেশি টেনশনে। এটা হতে দেব না।”

বাড়িতে কিংকর আর্যকে খোঁচা দিয়ে বলে, “ভালোবেসেছিস তো মরেছিস।”
তখন আর্য বলে—
“অর্থ, যশ সবই ক্ষণস্থায়ী। জীবনে ভালো থাকার জন্য একজন ভালোবাসার মানুষ দরকার।”

আজকের পূর্ণ পর্ব দেখতে চোখ রাখুন Zee Bangla-তে।

WE DON'T NO 0.1ツ

"হাসতে ভুলে গেছো? Follow করো, আবার মনে পড়বে! 😜🎭"*
25/07/2025

"হাসতে ভুলে গেছো? Follow করো, আবার মনে পড়বে! 😜🎭"*

23/07/2025

MARCO MOVIE ACTION CLIPS☠️🤔

Cameraman/Editor : Lāxɱoŋ Roƴ

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
23/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

23/07/2025

“৩০,০০০ হৃদয়ের ভালোবাসায় গড়া আমাদের এই পথচলা! 🌟
আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।
এই ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায় প্রতিদিন।
ধন্যবাদ পাশে থাকার জন্য ❤️
আরও অনেক দূর যেতে চাই, আপনাদের সাথেই... 🚀”


🔵30k followers done ☺️👈

Address


Alerts

Be the first to know and let us send you an email when WE DON'T NO 0.1ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share