02/09/2025
মনের পশুত্ব কে মারার জন্য যদি নাস্তিক হতেও হয়, সমাজের যদি মঙ্গল হয় তাতে সমস্যা কথায়।চিন, জাপান, কোরিয়ায় কোটি কোটি নাস্তিক বাস করে। কিন্তুু তাদের শৃঙ্খলা আছে, বুদ্ধি আছে, নতুন নতুন আবিষ্কার করতেছে, বিশ্ব শাসনের পথে তারা।৮তাদের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবারি নাই, মারামারি নাই, ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করার মত সে জন্য সেরকম মানুষ নাই। ধর্ম অবশ্যই থাকবে, তবে সেটা মানব ধর্ম।কিন্তু ধর্ম কে কেন্দ্র করে যদি অর্ধমের কাজই বেশি তবে সেটার দরকার কি। প্রত্যেক মানুষেরই ভালো মন্দ বুঝার ক্ষমতা আছে। কিন্তুু আমরা বুঝার পরেও নিজ ধরমের যেদের কারনে শুধু না বুঝার ভান করি।সে জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসারী হয়েও প্রকৃত মানুষ হতে পারিনি। প্রকৃত মানবতা নিজের মধ্যে ধারন করতে পারি না যেটা ওরা পারে।যে যেই ধর্মই পালন করি না কেন মানব ধর্ম কে বেশি প্রাধান্য দেয়া উচিত সে জন্য।সর্ব পরি মানুষ হওয়াটাই মুল বিষয়। আমাদের দেশে ধর্মীয় মানুষের অভাব নাই, কিন্তুু প্রতিদিন কেউ না কেউ ধর্ষণ হচ্ছেই। কালকে আমার এক নার্স বান্ধবী কইল যে ২ টা ৩ বছরের বাচ্চা ধর্ষণ হইছে, তাও নাকি একটা বুড়া আর একটা ছেলে মিলে এই কাজ করছে। কি হচ্ছে এই সব গ্রন্থীয় ধর্ম করে? সে জন্য বলবো যে ধর্ম করবো নিজ নিজ কিন্তুু এই ধর্ম গুলা যদি আমাদের মানুষের মত মানুষ না করায় তবে আমি চিন, জাপান, কোরিয়া এদের নীতিরই পক্ষপাত করবো।
আর এসব বিষয় গভীর ভাবে বুঝা জাবে তখনই যখন কেউ সাহিত্য অধ্যয়ন করবে আর এর রস ানুভব করতে পারবে।