20/03/2025
আমার পরিচয়
কবি: জীবনানন্দ দাশ
আমরা কেউ বসন্তের বাতাস,
কেউ বা নক্ষত্রের আলো,
আমরা কেউ ঝরাপাতার বিষাদ,
কেউ বা সাগরের ঢেউ ভালো।
আমরা কেউ নদীর কলতান,
কেউ বা সবুজ মাঠের গান,
আমরা কেউ বিজয়ের পতাকা,
কেউ বা শহীদের প্রাণ।
বাংলার মাটিতে গড়ে উঠেছি,
বাংলার মাটিতে বাঁচবো,
এই সোনার দেশকে ভালোবেসে
সারা জীবন কাঁদবো।