Jakia Dola

Jakia Dola simple things make a life beautiful...
(1)

হোম মেড চিকেন ফ্রাই,,,  দেখতে কেমন তা ফলোয়ারস রা বলবেন আর খেতে কেমন তা পরিবারের যারা খেয়েছেন বলে যাবেন আশা করি 🍗🍗🤗🤗🤗আপাত...
30/10/2025

হোম মেড চিকেন ফ্রাই,,, দেখতে কেমন তা ফলোয়ারস রা বলবেন আর খেতে কেমন তা পরিবারের যারা খেয়েছেন বলে যাবেন আশা করি 🍗🍗🤗🤗🤗
আপাতত সবাইকে রাতের শুভেচ্ছা ❤️❤️
゚viralシ

30/10/2025

আমাকে যে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে ❤️❤️❤️

কিছু কিছু খাবার এতো বেশী প্রিয় হয় যে মুখের শান্তি ফিরে আশে। মজাদার খাবার খেতে কে না পছন্দ করে।  পেট শান্তি হলে তবেই দুনি...
30/10/2025

কিছু কিছু খাবার এতো বেশী প্রিয় হয় যে মুখের শান্তি ফিরে আশে। মজাদার খাবার খেতে কে না পছন্দ করে। পেট শান্তি হলে তবেই দুনিয়া শান্তি লাগবে 😁😁❤️
শুভ দুপুর ❤️❤️❤️
゚viralシ

ভালো সময় কাটানোর জন্য ভালো মন প্রয়োজন আর মন ভালো থাকা শরীর ভালো থাকার সাথেও জড়িত। মন ভালো থাকলে শরীর ও ভালো থাকবে আর সময়...
30/10/2025

ভালো সময় কাটানোর জন্য ভালো মন প্রয়োজন আর মন ভালো থাকা শরীর ভালো থাকার সাথেও জড়িত। মন ভালো থাকলে শরীর ও ভালো থাকবে আর সময় ও ভালো যাবে 👍👍👍👍
শুভ সকাল ❤️❤️
゚viralシ

29/10/2025

ভাইরাল কেক খেতে গিয়েও খেলাম না মিস করে ফেললাম 🫣😑🤗

29/10/2025

আসলে ভাগ্য কখনো ভুল হয় না,, ভুল হয় আমাদের জীবনে চলার রাস্তা বাছাই করায়। 😊😊😊

ফুলের মতো জীবন ও সুন্দর যদি আমরা জীবন কে সুন্দর করে সাজাতে পারি।  কিন্তু আমাদের জীবনের অধিকাংশ সময় অন্যের কথা ভাবতে চলে ...
29/10/2025

ফুলের মতো জীবন ও সুন্দর যদি আমরা জীবন কে সুন্দর করে সাজাতে পারি। কিন্তু আমাদের জীবনের অধিকাংশ সময় অন্যের কথা ভাবতে চলে যায় নিজের জন্য ভাবা আমরা ভুলেই যাই,,, আর অন্যের জন্য ভাবতে ভাবতে যখন নিজের জন্য আর কোনো সময় থাকে না তখন আমাদের মনে হয় নিজের জন্যও কিছু করা উচিৎ ছিল।আসলে তখন আর নিজেদের জন্য করার কিছু থাকে না। জীবন বড় অদ্ভুদ। এভাবেই দিন মাস আর বছর কেটে যাচ্ছে আর যাবে 😒😊
শুভেচ্ছা সকালের সবার জন্য ❤️❤️❤️

28/10/2025

লাখ টাকার গাড়ীতে করে ভাইরাল কেকের বজনেসটা মানুষ কি টাকার জন্য করে নাকি সখের বসে 🤔🤔🤔🤔

কম কথা বলা,, দূরত্ব বাড়িয়ে দেওয়া যে আপনাকে ভুল বুঝে সে বুঝুক যে আপনাকে গরুত্ব দেয় না আপনিও তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন,...
28/10/2025

কম কথা বলা,, দূরত্ব বাড়িয়ে দেওয়া যে আপনাকে ভুল বুঝে সে বুঝুক যে আপনাকে গরুত্ব দেয় না আপনিও তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন,,, যখন আপনি অন্যের কাছে আশা রাখবেন না তখন আপনি আশা হতও হবেন না। এটাই নিয়ম করে নিলে কষ্ট আর আমাদের ছুঁতেও পারবে না। কিন্তু আমরা বোকা মানুষ এটাই পারি না 😊😊😊
শুভ সকাল সবাইকে❤️❤️❤️

বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক কঠিন।  বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ যে শিক্ষা নেয় সেটা সারাজীবনের বিদ্যাশিক্ষা থেকে আশে...
25/10/2025

বাস্তব জীবনের অভিজ্ঞতা অনেক কঠিন। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ যে শিক্ষা নেয় সেটা সারাজীবনের বিদ্যাশিক্ষা থেকে আশে না। আমাদের বর্তমান অতিত থেকেই আমাদের শিক্ষা নিতে হয় ভবিষ্যৎ ভালো করার জন্য। বাস্তব শিক্ষা থেকে মানুষ চেনা আসল মানুষ চেনা এবং খুব কাছের মানুষও কিভাবে পর হয়ে যায় তা বোঝা যায়। বিপদে যেমন বন্ধু চেনা যায় ঠিক তেমন আত্মীয় সজনও চেনা যায়। যাদের জন্য আপনি অনেক করেছেন কিন্তু সামান্য তাদের কোনো কিছু তে ব্যঘাত ঘটলে আপনার প্রতি রাগ ক্ষোভ প্রকাশ করতে তারা পিছু পা হবে না। আবার এটা বলতেও দিধা করবে না কি করেছ তুমি!!!
একটা সময় মানুষ এসব মেনে নিতে নিতে মানিয়ে নিতে আসলেই ক্লান্ত হয়ে যায়। এসবের পরে কি একা থাকা ভালো নয়?? আসলেই তাই নিজের মতো করে থাকাই অনেক ভালো মানুষকে খুশী করা বা করতে চাওয়া কোনো টাই ভালো নয়এটা থেকে শুধু দুঃখ কষ্ট পেতে হয়। জীবনের সময় অনেক অল্প এই অল্প সময়ে মানুষকে খুশী করতেই জীবন পার করে দিতে হবে বিষয় টা এমন না। কখনো নিজেকে সময় দিয়ে নিজেকে খুশী রাখাও জীবনের অংশ🙃🙃🙃

ভালোবাসা মানে হাত ধরে পথ চলার নাম নয় শুধু বরং একে অপরের জন্য নিজেকে বদলে ফেলার নাম।  বছরের পর বছর একসাথে থেকেও যেখানে এক...
24/10/2025

ভালোবাসা মানে হাত ধরে পথ চলার নাম নয় শুধু বরং একে অপরের জন্য নিজেকে বদলে ফেলার নাম। বছরের পর বছর একসাথে থেকেও যেখানে একে অপর কে দেখতে দেখতে মন ভরে যায়।❤️❤️❤️❤️

বকুলের মালা শুখাবে রেখে দেব তার সুরভী ❤️❤️শুভ দুপুর সবাইকে 🌸🌸
09/10/2025

বকুলের মালা শুখাবে রেখে দেব তার সুরভী ❤️❤️
শুভ দুপুর সবাইকে 🌸🌸

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jakia Dola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share