04/06/2025
এক জোড়া জুতো, দুই ভাইয়ের বিচ্ছেদ: অ্যাডিডাস আর পুমার সত্য গল্প
একটা সময় ছিল যখন অ্যাডিডাস আর পুমা ছিল না — ছিল কেবলমাত্র একটাই জুতো কোম্পানি, আর সেটা চালাত দুই ভাই: আডি ডাসলার আর রুডি ডাসলার।
১৯২০ সালের দিকে জার্মানির ছোট শহর হর্সগেনোরাউ-তে দুই ভাই মিলে একটা ছোট কারখানায় ক্রীড়া জুতো তৈরি করতেন। নাম ছিল Dassler Brothers Shoe Factory। তাদের বানানো জুতোতে খেলা করে অলিম্পিক জিতেছেন জেসি ওয়েন্স! কিন্তু, সব ভালোবাসার গল্পে একটা মোড় আসে, এখানেও তাই হলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। কার ফ্যাক্টরিতে কে কোন কথা বলেছে, কে কাকে বিশ্বাস করে না — এমন ছোট-ছোট ঘটনায় ফাটল ধরতে থাকে। একটা মজার কাহিনী আছে — একদিন বোমা পড়ার সময় আডি একটা বাঙ্কারে ঢুকে বলে, “দেখ, আবার এসেছে ওই হারামিরা!” আসলে সে বলেছিল শত্রুদের কথা, কিন্তু রুডি ভেবেছিল এটা ওর উদ্দেশ্যে বলা।
এই ভুল বোঝাবুঝি আর সন্দেহের বিষ এতটাই বেড়ে যায় যে ১৯৪৮ সালে তারা ফ্যাক্টরি ভাগ করে ফেলে। আডি নিজের কোম্পানির নাম রাখে Adidas (Adi + Dasler), আর রুডি রাখে Ruda, পরে সেটা হয় Puma।
একই শহরে দুই ভাই, দুই কোম্পানি, দুই রাস্তা — এক শহর ভাগ হয়ে যায় দুই ভাগে। একে অপরকে দেখাও করত না তারা। এমনকি শহরের মানুষরাও “পা দেখে বিচার করত” কে কোন পক্ষের!
এই হিংসা এতদূর গিয়েছিল যে দুই ভাইয়ের মৃত্যু পর্যন্ত তারা আর কখনো মুখ দেখেনি একে অপরের।