কল্পতরু; স্বপ্ন পূরণের সহযাত্রী

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • কল্পতরু; স্বপ্ন পূরণের সহযাত্রী

কল্পতরু; স্বপ্ন পূরণের সহযাত্রী স্বপ্ন পুরনে নিরন্তর পথচলা. স্বপ্ন সেটা নয় যা আমরা জেগে দেখি.....মুলত স্বপ্ন সেটাই যা পুরনের প্রত্যাশা আমাদের ঘুমোতে দেয়না......

11/04/2025

*উচ্চ শিক্ষিতা=
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এনারা এমন এক সংকট তৈরী করেছে যে আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

আর মানানসই পাত্রস্থ করতে না পেরে, ক্যারিয়ার গড়তে না পেরে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে।

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন এই সংসার টিকানো অসম্ভব। কারণ তার স্ত্রী টা ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিক ভাবে পুরুষ।

স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। আর পুরুষের মতই তার স্ত্রী অনুভূতিহীন। সে স্বামীকে প্রেমের জগতে নয় ভোগবাদের জগতেই দেখতে চায়।

সামনে এমন একটা দিন আসতে যাচ্ছে যেখানে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।

এরা একটা পর্যায়ে কট্টর নারীবাদী হয়েই দুনিয়া ত্যাগ করবে। আর এই পুঁজিবাদী সমাজের আড়ালেই দা''জ্জা'''ল তার সিংহভাগ নারী অনুসারী তৈরী করতে সক্ষম হয়েছে।

এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে। আখিরাতেও লাঞ্চিত হয়ে জা''হা''ন্না''মে যাবে৷

এটাই শেষ জামানার ভয়াবহ অন্ধকারের ফি'''তনা ।।।

01/04/2025

মায়ের আবদার রক্ষায় হবু পাত্রের সাথে প্রথমবার একা মিট করতে উত্তরার এক ওপেন এয়ার রেস্টুরেন্টে এসেছিলাম গতকাল ইফতারের পর। আলাপচারিতার এক পর্যায়ে পাত্র জানতে চাইলো আমি পাত্রের কাছে কত মোহর আশা করি।

আমি বললাম "আমার বান্ধবীর ১৫ লাখে বিয়ে হয়েছে। আমার এর কমে হলে ভালো দেখায়না"। পাত্র কোন উত্তর দেয়নি৷ মাথা নাড়িয়ে সায় দিয়েছে। আমরা একে অপরের ব্যাপারে অনেক কিছু জেনে নিই। একসময় আমরা একে অপরের থেকে বিদায় নেই।

আজকে সকালে মায়ের থেকে জানতে পারি পাত্রপক্ষ বিয়েতে অপারগতা প্রকাশ করেছে। আমার একটু অপমান লাগে ব্যাপারটা। রিজেক্ট করার অধিকার শুধু আমিই রাখতে চেয়েছিলাম। আমি পাত্রকে কল দিয়ে কারন জানতে চাই। পাত্র স্বভাবসুলভ বিনয়ের সাথে উত্তর দেয়, তার বন্ধুর নাকি প্রাইভেট ভার্সিটির এর সেরা সুন্দরীর সাথে বিয়ে হয়েছে।

এখন এমন সুন্দরী মেয়ের সাথে বিয়ে না হলে নাকি তার সমাজে মুখ থাকবেনা। তাই সে বিয়েতে অসম্মতি জানিয়েছে। আমি এবার আরো বেশি অ'পমানিত বোধ করলাম। আমি সুন্দরি নই ?

কোনোভাবে কি এই ছেলের বিরদ্ধে কোণ ব্যবস্থা নেওয়া যাবে ? অভিজ্ঞদের পরামর্শ চাই।

(নাম প্রকাশে অনিচ্ছুক) -সংগৃহীত।

30/03/2025
বিয়েকে কখনো প্রেমের বিকল্প মনে করবেন না। ডেটিংয়ে যাওয়া, একসাথে বাদাম খাওয়া, ভাতের লোকমা তুলে দেওয়া, একগ্লাসে পানি খাওয়ার...
20/01/2025

বিয়েকে কখনো প্রেমের বিকল্প মনে করবেন না। ডেটিংয়ে যাওয়া, একসাথে বাদাম খাওয়া, ভাতের লোকমা তুলে দেওয়া, একগ্লাসে পানি খাওয়ার মতো বিয়ে সহজ কোনো জিনিস নয়।

বিয়ে নিয়ে মাত্রাতিরিক্ত ফ্যান্টাসি ভালো নয়। আর্লি ম্যারেজকে চরিত্র হিফাজতের মাধ্যম মনে করা হচ্ছে ইদানিং, যা বাস্তবে পুরোপুরি ঠিক নয়। বিবাহিত জীবন সুন্দরভাবে পরিচালনা করা যথেষ্ট কঠিন। 'আর্লি ম্যারেজ ক্যাম্পেইন' তথা দ্রুত বিয়ে করতে উৎসাহিত করার যত মোটিভেশন অনলাইনে দেখা যায়, তার ম্যাক্সিমামই বাস্তবসম্মত নয়। বাস্তব জীবনে এসবের 'খানা' কম। এটা দ্বীনে আসা ছেলেদের জন্য নব্য নারী-ফিতনা।

বিবাহিত জীবনে সুখী হতে হলে আপনাকে যথেষ্ট সহনশীল হতে হবে। যেকোনো পরিস্থিতি 'হজম' করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেই হবে। তা না হলে বিয়ের পরের চাপ সামলাতে পারবেন না। আপনি দ্বীনে এসেছেন, এখন বিশুদ্ধ ইলম অর্জন করুন। স্কিল বাড়ান। মাঠে-ময়দানে দাও-য়াত দিতে বেরিয়ে পড়ুন। একটা শক্ত ইনকামের উৎস তৈরি করুন। তারপর বিয়ের পরবর্তী বিভিন্ন চাপ নেওয়ার জন্য নিজেকে যোগ্য মনে হলে বিয়ের সিদ্ধান্ত নেবেন।

~ আবুল হাসানাত কাসিম!

19/01/2025

কৃষকরা পায়না শস্যের ন্যায্য দাম..
সিন্ডিকেটরা লুটে নেয় কৃষকের স্বপ্ন..
#কৃষক #সিন্ডিকেট #ফসল

19/01/2025

গ্রাম বাংলার নদীর চরে মানুষের জীবন যাপন

12/01/2025

ঘানি থেকে নামিয়ে গরম গুড় #গ্রামিন #খাবার #গুড়

25/12/2024

Big shout out to my newest top fans! Motiur Rahman Rony

25/11/2024

বর্তমান পরিস্থিতি বিবেচনায় -ছাত্রদল ও ছাত্রশিবির যদি নিজেদের মধ্যে বিভাজন বাড়াতেই থাকে---তবে এ বিপ্লব ভূলন্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে......

শীত শুরু হয়েছে৷ দিনগুলো ছোট হয়ে এসেছে, রাতগুলো দীর্ঘ হয়েছে আগের তুলনায়।শীত ঋতুটাকে আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া ...
25/11/2024

শীত শুরু হয়েছে৷ দিনগুলো ছোট হয়ে এসেছে, রাতগুলো দীর্ঘ হয়েছে আগের তুলনায়।

শীত ঋতুটাকে আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিনের বসন্তকাল বলে উল্লেখ করেছিলেন।...(১) কারণ—
শীতকালে দিনগুলো তুলনামূলক ছোট হওয়ায় সিয়াম রাখা সহজ হয়৷ ক্লান্তি আর কষ্ট লাগে না।

শীতকালে রাতগুলো তুলনামূলক দীর্ঘ হওয়ায় পর্যাপ্ত ঘুমিয়ে, শেষ রাতে কিয়ামুল লাইলের জন্য জাগা সহজ হয়৷ পর্যাপ্ত ঘুমাতে পারার কারণে ঘুম থেকে কোনো ক্লান্তি শরীরে ভর করে না।

শীত তো উপস্থিত৷ রাখছেন তো আপনার প্রস্তুতি?
— আরিফ আজাদ

(১)....[মুসনাদে আহমাদ, ১১৬৫৬]

13/11/2024

I gained 15 followers, created 31 posts and received 92 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Nawabganj
Dinajpur
5280

Alerts

Be the first to know and let us send you an email when কল্পতরু; স্বপ্ন পূরণের সহযাত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কল্পতরু; স্বপ্ন পূরণের সহযাত্রী:

Share