16/07/2025
বিরলে জুলাই শহীদ দিবস উদযাপন
=========
বিরলে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে বিরলে আলোচনা, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজীত সাহা।
উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিরল পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, বিরল পৌর-বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদ মাসুম রেজা’র পিতা মিজানুর রহমান, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, এনসিপি’র উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোকাম্মেল হোসেন, ছাত্র প্রতিনিধি হারুনুর রশীদ।
এ সময় শহীদ আসাদুল এর স্ত্রী শারমীন আক্তার, শহীদ জিয়াউর রহমানের সন্তান মোঃ তানজিরুর রহমান সারাফ, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম, সহকারী প্রোগ্রামার জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুবল রায়, বীট অফিসার মহসিন আলী, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে বিরলের তিন শহীদের পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা ও স্মৃতিচারণ শেষে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বিরল উপজেলার সুপার ভাইজার শাহ আনিছুর রহমান।