31/10/2025
বিরলে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন
=============
১ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ১০ টায় বিরল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" বিষয়ক প্রতিপাদ্যের উপর আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ০১ নভেম্বর ২০২৫- শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সকাল ১০.১০ টায় বর্ণাঢ্য সমবায় র্যালী, বিরল উপজেলা চত্ত্বর হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন, সকাল ১০.২০ টায় আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ, সকাল ১০.৩০ টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সকাল ১০.৪০ টায় "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" বিষয়ক প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, সকাল ১০.৫০ টায় স্বাগত বক্তব্য, সকাল ১১ টায় বিশিষ্ট সমবায়ীদের বক্তব্য, সকাল ১১.৩০ টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, দুপুর ১২ টায় সভাপতির সমাপনী বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি।