Tarazul Islam 2.0

Tarazul Islam 2.0 আপনাদের ভালোবাসার কথাগুলো লিখে পাঠান

19/09/2025

অন্যের পোস্ট সামনে গেলে রেসপন্স না করলে, আপনার পোস্টেও তো কেউ রেসপন্স করবে না।👆

17/09/2025

দিন শেষে বাংলাদেশের সাধারণ মানুষ গুলো উপরে সবাই কাঁঠাল ভাঙ্গে খেতে চায়

16/09/2025

শুভ সকাল বন্ধুরা

14/09/2025

আজকে র' সালাউদ্দিন বলেছে, সংবিধান সবার উপরে এই সংবিধান বাদ করা যাবে না, জুলাই সনদ কিছু না৷
বিএনপির তাদের নতুন জাতির পিতা শেখ মুজিবের সংবিধান রাখার চেষ্টা করলে বিএনপি থেকে ১৮০° বিপরীতে দাঁড়াবো৷
আগেই বলে রাখলাম, পরে দোষ দিতে পারবে না৷

14/09/2025

আপনারা দখল করবেন টেম্পু স্ট্যান্ড। জামাত-শিবির দখল করে নিবে তাদের extraordinary knowledge দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়। এটা আপনাদের ব্যর্থতা।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ফেয়ার হলে শিবিরই জয় লাভ করবে।
জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ জনগণ চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ মানুষকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং করবে। এরই প্রতিফলন বিশ্ববিদ্যালয় গুলোর নির্বাচন।
বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।২০০৭ সালের ১/১১ এর পর থেকে বিএনপির নেতাকর্মীরা যত মামলা, হামলা, নির্যাতন, গুম, খুন ও দৌড়ের মধ্যে ছিলেন, অনেক নেতা দেশান্তরী হয়েছেন, পরিবারগুলো ভয়–উদ্বেগে দিন কাটিয়েছে। তবুও আন্দোলন-সংগ্রাম থেমে থাকেনি। ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গিয়েছিল।
আর এখন?৫ আগস্টের পর হঠাৎ করে দূরে থাকা লোকজন কৌশলে দলে টেনে নিচ্ছেন আর ত্যাগী নেতা কর্মীদেরকে দূরে সরে দিচ্ছেন। এই ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন জাতীয় নির্বাচনে প্রতিফলন ঘটবে।

14/09/2025

বাংলাদেশের মানুষ লিয়াজুভিত্তিক করেই চলে

14/09/2025

বাংলাদেশ

04/09/2025

নতুনদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই

04/09/2025

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী।

আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।









04/09/2025

দেশের পেছন মে রে ভারতে আরামেই দিন কাটছে আপার

03/09/2025

ফলোয়ার বাড়ানোর জন্য নতুন নিয়ম মেনে চললে ফলোয়ার বাড়বে...see more

03/09/2025

এই পেইজের এক্টিভেটিস একেবারেই কম সবাই ভুলে গেছে 😥

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Tarazul Islam 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share