Rahul Roy-রাহুল রায়

Rahul Roy-রাহুল রায় _


❝আমায় একটুখানি শুনবে?❞💌

https://chithi.me/0RAHULROY

•রাহুল রায়,
•ঢাকা বিশ্ববিদ্যালয়(বাংলা বিভাগ)

13/10/2025

ছন্নছাড়া জীবনে আমি কাউকে খুঁজে পাইনি, আমি ছিলাম এক চলন্ত ট্রেন,
এক বৃষ্টি স্নাত সকাল, এক বিষণ্ণ মেঘ, এক পুরাতন ইটের দেয়াল আর এক নিরবিচ্ছিন্ন আকাশ।
[ •কণ্ঠ- Rahul Roy-রাহুল রায় ]

#শিল্প #সাহিত্য #আর্ট #কবিতা #বাংলাকবিতা

08/10/2025

❝ অনলাইন হলো ভুল বুঝাবুঝির শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম...❞
•কণ্ঠে- Rahul Roy-রাহুল রায়
•লেখা, ভিডিও- সংগৃহীত
#শিল্প #সাহিত্য #আর্ট #কবিতা #বাংলাকবিতা

fans

06/10/2025

❝ কোথাও যোগাযোগ কমে গেলে
অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে উঠে। ❞

• Rahul Roy-রাহুল রায়
-
-

fans

26/09/2025

❝ প্রেম একটু ব্যাকডেটেড হওয়া ভালো।
আধুনিকতায় শুধুই বিচ্ছেদ। ❞

•মুভি ক্লিপ - অপুর সংসার
•কন্ঠে - Mibi - মিবি & Rahul Roy-রাহুল রায়

18/09/2025

আপনাদের দুঃখকথা শেয়ার করতে নিচের গ্রুপটিতে যুক্ত হয়ে নিন। 🥰

(লিংক কমেন্টে)

17/09/2025

❝ কাছের আপনি দূরের আকাশ হয়ে গেলেন... ❞
• লেখা - Salman Habib - সালমান হাবীব
• কণ্ঠে- Rahul Roy-রাহুল রায়
#শিল্প #সাহিত্য #আর্ট #কবিতা #বাংলাকবিতা

#বুকমার্ক
#বিরামচিহ্ন
#সালমান_হাবীবের_কবিতা

15/09/2025

❝ আমি ভাবতাম; একে অন্যের সাথে
কথা না হলে- আমরা বোধহয় বাঁচবো না।
তুমি 'কেমন আছি' জিজ্ঞেস না করলে
ভালো থাকতে ভুলে যাব।

অথচ অনেকদিন পর এসে বুঝলাম; এসব ভুল।
এখন দিন যায়, মাস যায়, তোমার সাথে কথা হয় না।
অথচ আমি ও আমরা দিব্যি বেঁচে আছি।
কালেভদ্রেও কেউ কাউকে জিজ্ঞেস করি না-
'তুমি কিংবা আমি কেমন আছি'
তবুও দুজনই দিব্যি ভালো আছি।

তোমার অবহেলার পর আঁকড়ে ধরে বাঁচা
এমন অসংখ্য কুসংস্কার ভেঙেছে আমার।
যেমন তোমার কাছ থেকে 'শুভ সকাল' না পেলে
পৃথিবীতে শুরু হতো না দিন।
দিনশেষে 'শুভ রাত্রি'র ক্ষুদে বার্তা না পেলে
ফুরাতো না; না ঘুমানো রাত।

শুধু তোমার অবহেলার পর জেনেছি;
কথা হীন দিনেও মানুষ দিব্যি বাঁচে,
শুভ সকাল কিংবা শুভ রাত্রি বাক্য দুটি অমূলক।

তোমার অবহেলার পর জেনেছি;
ভালো থাকা কিংবা ভালোবাসার তুলনায়
জীবনে বেঁচে থাকাটা জরুরি।
জেনেছি ভালোবাসা ছাড়াও ভালো থাকা যায়।
কিন্তু বেঁচে থাকার জন্য ভালোবাসা জরুরি না। ❞

বই : অধিকার হারিয়ে গেলে আমিও সেই অতিরিক্ত মানুষ

• লেখা - Salman Habib - সালমান হাবীব
• কণ্ঠে- Rahul Roy-রাহুল রায়

#জেগে_আছো_নক্ষত্র #শিল্প #সাহিত্য #আর্ট #কবিতা #বাংলাকবিতা

08/09/2025

❝হে আমার চাঁদ,আমার আঁধারের আলো,
আমার হৃদয়ের রানী,আমার জীবন।
আমার এক হাতে বিষ,
আর অন্য হতে ভালোবাসা তুলে দিয়েছো।

এই যন্ত্রণা কাকে দেখাবো?
এই দুঃসহ বিরহের বেদনা, আমাকেও পোড়ায়।❞

• লেখা- সংগৃহীত
• কণ্ঠে- Rahul Roy-রাহুল রায়
#শিল্প #সাহিত্য #আর্ট #কবিতা #বাংলাকবিতা

02/01/2025

❝আমাকে একটু ভালোবাসা যাবে? খুবই স্বল্প পরিমাণ। না তার থেকেও কম; একেবারেই কম, যাবে? একটু ভালোবাসা যাবে?

আমার একটু যত্ন নেওয়া যাবে? একদমই কম। ধরো আমি তোমাকে বললাম "আমার মন খারাপ" তুমি বললে "অসুবিধা নেই একটু পর ঠিক হয়ে যাবে।" মন ভালো না হোক শুধু এই অল্প যত্নটুকু নেওয়া যাবে?

আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে মা/রা যাবো। আমাকে তুমি সেই অল্প টুকু দিবে?❞

❤️ কণ্ঠে- Rahul Roy-রাহুল রায়
লেখা- Ashraf Ahmed
আর্ট- Rajon'S art work


#শিল্প #সাহিত্য #আর্ট #কবিতা #বাংলাকবিতা

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahul Roy-রাহুল রায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share