31/10/2025
তরুণ ছেলেদের উদ্দেশ্যে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনে যান⤵️
আপনারা যখন কোন মেয়ের প্রেমে পড়েন তখন মনে করেন মা বাবা বুঝি পৃথিবীতে ভুল, মায়াজাল এ প্রবেশ করা অনেক সহজ কিন্তু এই মায়াজাল কাটিয়ে যেদিন দুনিয়া দেখতে বের হতে চাইবেন, তখন দেখবেন আপনার জীবনের শেষ পরিণতি শুরু হয়ে গেছে, আমাদের প্রিয় নায়কের জীবনী ঠিক তাই ঘটেছিল,যদি সে মা-বাবার মতে জীবন সঙ্গী নির্বাচন করতো, তাহলে সে সুন্দর একটা জীবন পেত,এভাবে চলে যেতে হতো না। তাই বর্তমান জেনারেশনদের বলছি মায়াজালে পা দিবেন না একটু ভেবে দেখুন মা বাবা অনেক ভালোবেসে আপনাদের যত্ন করে বড় করে, কোন মায়াবিনীর পাল্লায় পড়ে জীবন ধ্বংস করার জন্য নয়। এখানে যেমন প্রিয় নায়ক কে পেছনে ফেলে দিয়ে মায়াবিনী মহিলা সামনে এগিয়ে যাচ্ছে, যে কোনো ভাবে নিজের জীবন উপভোগ করছে, এমন যেন কোন মায়ের সন্তান এর জীবনে না হয়। প্রেম করে জীবন সঙ্গী নির্বাচন করলে জীবনে ধ্বংসই আসে শান্তি নয়, সালমান শাহ কে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে মহিলা কিন্তু থেমে নাই, সে ঠিকই আনন্দের সাথে জীবন চালিয়ে যাচ্ছে, এমন যেন আর কোন মায়ের সন্তানের জীবনে না হয় এই কামনাই করব, বিচার হওয়ার আগে আমরা সচেতন হই, এই ধরনের কাহিনী থেকে শিক্ষা নেই।