Tazwar Munir

Tazwar Munir সময়ের স্রোতে ভাসিয়েছি গা
অসীম মহাকাশের অন্তে
(1)

07/07/2025

ঘূর্ণায়মান জীবনে এটুকুই শুধু আমার!




আড়িয়াল বিল "দুবলি-মরিচপট্টি রোড"

ঢাকার দোহার উপজেলার ধীৎপুর গ্রামের মাহফুজুর রহমান রোহান (১৬) মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তার বাবার নাম মোশারফ হোসে...
07/07/2025

ঢাকার দোহার উপজেলার ধীৎপুর গ্রামের মাহফুজুর রহমান রোহান (১৬) মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তার বাবার নাম মোশারফ হোসেন। তিনি নিউ আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা যাত্রী ছাউনির সামনে ৬ জুলাই রাত আটটার দিকে ঢাকামুখী অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই রোহান মারা যান এবং আরেকজন আরোহী রিংকুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।


06/07/2025

আমি বললাম, আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না।

আল্লাহ্ বলেন, “নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।”

05/07/2025

যেখানে মাথা কাটা গেল,
কিন্তু মাথা নত হলো না —
সেই ইতিহাসই আজ তোমার সাহসের ঠিকানা।

゚viralシ

02/07/2025

দোহারেও হত্যার রাজনীতি শুরু?

নয়াবাড়ি ইউনিয়ন এর হারুন মাস্টার কে হত্যার তীব্র নিন্দা জানাই।

  03হিজরতের প্রায় 61 বছর পর ইসলামের ইতিহাসে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা—কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পথে দাঁড়িয়ে এক প্রি...
01/07/2025

03

হিজরতের প্রায় 61 বছর পর ইসলামের ইতিহাসে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা—কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পথে দাঁড়িয়ে এক প্রিয় নবীর দৌহিত্র শহীদ হন।

📌 প্রশ্ন: আশুরার দিনে কারবালার প্রান্তরে কে শাহাদাত বরণ করেন?
কমেন্টে জানিয়ে দিন উত্তর।
রয়েছে আকর্ষণীয় বই উপহার।

  02রাসূল (সা.) আশুরার দিনের রোজাকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলে বর্ণনা করেছেন। এই দিনে রোজা রাখা এক গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ ...
30/06/2025

02

রাসূল (সা.) আশুরার দিনের রোজাকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলে বর্ণনা করেছেন। এই দিনে রোজা রাখা এক গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ বলে গণ্য। তিনি সাহাবীদেরও এটি রাখতে উৎসাহিত করেছেন।

📌 প্রশ্ন: হাদীস অনুযায়ী আশুরার রোজা রাখলে কত বছরের গুনাহ মাফের আশা করা যায়?

চলছে ১০ দিন ব্যাপী আশুরা কুইজ প্রতিযোগিতা।
কমেন্টে আপনার উত্তর জানিয়ে দিন। দৈবচয়নে দুইজন পাবেন আকর্ষণীয় বই উপহার।

অনেকেই শোকেসে গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন। নিজেরা মেলামাইন ব্যবহার করেন। মেহমান আসলে কাঁচের জিনিস বের কর...
30/06/2025

অনেকেই শোকেসে গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন।
নিজেরা মেলামাইন ব্যবহার করেন।
মেহমান আসলে কাঁচের জিনিস বের করেন আবার ধুয়ে তুলে রাখেন।

মেলামাইনে গরম জিনিস পড়লেই বিপদ। toxic হয়ে যায়।
বাসায় কাচের প্লেট ব্যবহার করুন।
নতুন গ্লাস বা বাটিসেট কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন। সব সময় নিজেদের কে well treat করুন।

বাসা যদি চান ঝকঝকে থাকুক তাহলে জেট পাউডার দিয়ে একবার একটা রুম মুছুন। আবার পরিস্কার পানিতে মুছুন।
এভাবে সব রুম দুবার করে বেশি চাপ দিয়ে মুছুন।
ফ্যান ছেড়ে দিন। হাটলেই দেখবেন চিক করে শব্দ হচ্ছে।
আর আয়নার মত দেখাবে।
ফ্যান মুছলেও কালো একটা দাগ পরে থাকে, তাই ভিম পাউডার কাপরে নিয়ে মুছুন দেখবেন কালশিটে দাগ নাই।

ঝাড়বাতি ভিম লিকুউড দিয়ে মুছুন দেখবেন চকচক করবে।
ফুল মাসে একবার এক চিমটি জেট পাউডার এ চুবিয়ে ধুয়ে ফেলুন। সাদা ফুল বেশি ময়লা ধরে।
বাসার লাইট এক একদিনে এক এক রুম মুছে ফেলুন।
জানালার গ্রিলও ঝাড়পোছ করতে হয়।

টয়লেট দুদিন পর পর যদি ভিম পাউডার দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে ফেলেন ময়লা বসে না। তবে সপ্তাহে একবার হারপিক দিতে হয়।

মাসে একবার ফার্নিচার সরিয়ে deep clean করুন।
যে বাচ্চার সারা বছর নাকে পানি থাকে সেখানে কার্পেট থাকলে তুলে ফেলুন। কমে যাবে। পোষ্য পালা যাবে না।
কৃমির সমস্যা লেগে থাকলেও পোষ্য না রাখলে ভালো।

রান্না ঘরের চিপায় ফিনিশ পাউডার দিয়ে রাখুন।
তেলাপোকার জন্য তেলাপোকার ছবিসমেত ফিনিশ পাউডার ভালো কাজ দেয়। পলিথিন জমিয়ে রাখলে তেলাপোকা বেশি হয়।

শুটকি, চালের গুড়ি, বেসন, চনার ডাল, শুকনা মরিচ freeze এ রাখুন।
যাদের বোর্ডের আলমারি মাঝে মাঝে সরিয়ে পিছন দিকে নারকেল তেল তুলা দিয়ে লাগিয়ে দিন ঢেমপ্ হবে না। আবার ফিনিশও দিয়ে রাখতে হবে। নারকেল তেল পিপড়ার খুব পছন্দ।

বাংলা সাবান বা তিব্বত ৫৭০ দিয়ে ডেকচি মাজবেন চকচকে হবে।
ভিম লিকুইড বা জেড পাউডার দিয়ে plastic jug or glasses মাজবেন।
ভিম বার এ আয়নার মত হয়না।
মাংসের গন্ধ দূর করতে ঐ যে জেড পাউডার সাথে গরম পানি দিবেন। একটা plastic cloth ব্যাবহার করবেন মাংস কুটার সময়।

দা বটি ছুড়ি সব বেসিনে পানি আটকিয়ে গরম পানি জেড পাউডার, ভিম লিকুউডে ভেজাতে দিবেন ১০ মিনিট পর নো কষ্ট।
মাংস রাতে জাল করলেও বাইরে রাখবেন না। ভেপসা গরমে টকে যাবে।

সব সময় freeze clean রাখুন।
এই কুরবানির মাংস ঐ কুরবানিতে খাবেন না। ২ মাসের বেশি মাংস রাখলেই toxic,
খাবেন আর হাগবেন nutrition value zero,

গাছ যাদের আছে টব গুলা মুছে ফেলুন, সপ্তাহে একবার গোসল দিন।
আর যেগুলা বাসায় রাখবেন কদিন যেনো বারান্দায়ও রাখেন তবেই সতেজ হবে।
মানি প্লান্ট ও snake plant সবচেয়ে বেশি টিকে ঘরে। পানি spray করবেন। বাড়ীতে গেলে বারান্দায় দিয়ে যান।

পর্দা ওয়াশিং মেশিনে ৬০ মিনিট অপশনে দিন।
বেডশীট চনমনে রাখতে দুদিন পর পরই চেন্জ করে ফেলবেন।
একটু সাবান মাখিয়ে গরম পানিতে ভিজাবেন ১০ মিনিট তারপর ধুয়ে ফেলবেন। দেখবেন নতুনের মত। একটু হালকা মাড় দিতে পারেন।

ধূলা আমাদের অসুস্থতার অন্যতম কারন। তাই পরিস্কার থাকুন।
পাপোস দু সেট রাখুন। সপ্তাহে একবার cleaning এ দিন।
সামনের দরজার পাপোশে সব জুতা রাখবেন না। জুতা নাকি দরজার সামনে রাখতে হয়না। রেক কিনুন। বাসায় জুতা রেকএ রাখার অভ্যাস করান।

বাসার সামনে ডাস্টবিন রাখবেন না।
ডাস্টবিন টা ময়লার তাই অনেকে ভালো করে ধুয়ে রাখেন না। গরম পানি জেড পাউডার দিয়ে ভিজায়ে রাখলেই তে হয় নিজেই পরিস্কার হয়ে যাবে।

একটা মানুষের রুচি তার পাকঘর, ডাস্টবিন আর টয়লেট দেখলেই বোঝা যায়॥
একদিনে সব কাজ নয় ভাগ ভাগ করে করুন। নিজেও এক্টিভ থাকবেন সাথে বাসাটাও চরম ফকফকা থাকবে।
মন ফুরফুরে থাকুক।

নিজে ভালো থাকুন! পরিবার কে ভালো রাখুন..!

লেখা ও ছবি : সংগৃহীত

 মহররম মাস মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছে।এই মাসে মূসা আলাইহিস স...
29/06/2025



মহররম মাস মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে ঘটেছে।

এই মাসে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তাঁর জাতিকে মুক্ত করেন।
এই মাসে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদীনায় হিজরত করেন, তখন দেখতে পেলেন অন্য এক ধর্মের অনুসারীরা এই মাসের একটি বিশেষ দিন উদযাপন করে।

আজকের কুইজ:
মুসলিমদের পূর্বে মদীনায় কারা আশুরার দিনটি উদযাপন করতো?

শুরু হলো ১০ দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে দৈবচয়নে ২ জন পাবেন আকর্ষণীয় বই উপহার।

কুইজে অংশ নিতে কমেন্টে সঠিক উত্তর দিতে পারেন।

শুভ সকাল! ২য় ফুলটার নাম কেউ বলতে পারবেন?
29/06/2025

শুভ সকাল!

২য় ফুলটার নাম কেউ বলতে পারবেন?

ছোটবেলায় যারা বিটিভি দেখেছেন তারাই তাঁকে চিনে থাকবেন। তিনি খালামনি। এসো গান শিখি'র খালামনি প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী ...
28/06/2025

ছোটবেলায় যারা বিটিভি দেখেছেন তারাই তাঁকে চিনে থাকবেন।
তিনি খালামনি। এসো গান শিখি'র খালামনি প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান আজ তাঁর ৮৪ তম জন্মদিন।
জন্মদিনের শুভেচ্ছা।

ছবি : সংগৃহীত

পাখির চোখে ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ! ইসলামপন্থিরা ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যত বাংলাদেশের মেরুকরণ বদলে যাবে ইনশাআল্লাহ...
28/06/2025

পাখির চোখে ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ!

ইসলামপন্থিরা ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যত বাংলাদেশের মেরুকরণ বদলে যাবে ইনশাআল্লাহ।

Address

Dohar
1332

Alerts

Be the first to know and let us send you an email when Tazwar Munir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tazwar Munir:

Share