Bijoy Official

Bijoy Official ! "!! একদিন পথের শিশুদের পাশে দাঁড়িয়ে! //

//"" তাদের ছোট্ট মুখে আনন্দের হাসি ফোটাবো"//

!!! // " ইনশাআল্লাহ!// 🥰
(1)

❤️ স্বামীর কলার ধরে একদিন স্ত্রী বলে উঠলো,"যদি সত্যিকারের পুরুষ হও, তাহলে এখনই আমাকে তালাক দিয়ে দাও।তোমার মতো মানুষের সা...
14/07/2025

❤️ স্বামীর কলার ধরে একদিন স্ত্রী বলে উঠলো,
"যদি সত্যিকারের পুরুষ হও, তাহলে এখনই আমাকে তালাক দিয়ে দাও।
তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্তও থাকতে চাই না!"

স্বামী স্ত্রীর চোখে চোখ রেখে অনেকক্ষণ চুপ থাকলেন।
তারপর শান্ত গলায় বললেন,
"আচ্ছা, যদি এটাই চাও… তাহলে কাগজ কলম নিয়ে আসো। লিখে দিচ্ছি।"

স্ত্রী বিজয়ীর মতো ভেতরে গিয়ে কলম-কাগজ নিয়ে এল।
স্বামী ধীরে ধীরে কিছু লিখলেন। তারপর স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বললেন,
"এই নাও। যা চেয়েছো, দিয়ে দিলাম।
এবার ব্যাগ গুছিয়ে, সন্তানের হাত ধরে বাবার বাড়ি চলে যাও।"

স্ত্রী কিছুটা থমকালেও, রাগে-অহংকারে চোখে জল নিয়ে চলে গেল।
দিন পেরোল এক, দুই... দশ দিন।
স্বামীর ফোনে একের পর এক মেসেজ আসতে লাগলো।
একটাও উত্তর দিলেন না।
পনেরো দিনের মাথায় ফোন বাজতে শুরু করলো। কখনো স্ত্রীর নম্বর থেকে, কখনো শাশুড়ি, শ্বশুর, কখনো শ্যালিকা, কখনো অপরিচিত নম্বর।
স্বামী কোনও ফোনই ধরলেন না।

বিশতম দিনে, অবশেষে এক কল ধরলেন।
ওপাশে কান্নায় ভেঙে পড়া কণ্ঠ
"ওগো... সোনা... লক্ষী... আল্লাহর কসম... ফিরে এসো!
তুমি ছাড়া আমার কেউ নেই, আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া?"

স্বামী ঠাণ্ডা গলায় বললেন,
"কি বলতে চাও? সরাসরি বলো। এত আবেগ দিয়ে নাটক করার দরকার নেই।"

স্ত্রী: "আমি ভুল করেছি। রাগের মাথায় যা বলেছি, মন থেকে বলিনি।
তুমি তো জানো, মেয়েরা তো একটু বেশি আবেগপ্রবণ হয়। তুমি তো আমার পৃথিবী... তোমার ছায়া ছাড়া কিছুই নেই আমার জীবনে।"

স্বামী কিছুক্ষণ চুপ থেকে বললেন:
"ভালো কথা, ভাবছি। তবে তার আগে একটা জিনিস জানতে চাই।
যে কাগজটা সেদিন তোমাকে দিয়েছিলাম, সেটা কি এখনও তোমার কাছে আছে?"

স্ত্রী: "হ্যাঁ, এখনো যত্ন করে রেখে দিয়েছি।"

স্বামী: "তুমি কি কখনো খুলে দেখেছিলে, কি লিখেছি?"

স্ত্রী: "না। সাহস হয়নি।"

স্বামী: "তাহলে এবার খুলে পড়ে শোনাও তো, আমিও শুনি…"

স্ত্রী কাঁপা হাতে কাগজটা খুলে পড়তে শুরু করল...

> "আসমান যদি নেমে আসে নীচে, তবুও তোমায় তালাক দিব না, আমার প্রিয়তমা।
কারণ, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার অর্ধেক দুনিয়া।"

স্ত্রী কাঁদতে কাঁদতে বলল:
"তুমি এমন করো কিভাবে? এত ভালোবাসো, তাও বলো না কিছু?"

স্বামী মুচকি হেসে বলল:
"ভালোবাসা মুখে না, কাজে প্রমাণ করতে হয়।
তোমার রাগ, ভুল, অহংকার সবই মেনে নিতে পারি,
কিন্তু তোমাকে না তা বলার শক্তি কোনোদিনই আমার ছিল না।"

💌 ভালোবাসা তো এমনি হওয়া উচিত... যেখানে সম্পর্ক শুধু কাগজে নয়, হৃদয়ে লেখা হয়! ❤️

✍️ গল্পটা কেমন লাগলো? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না!
শেয়ার করুন এমন কারো সাথে, যার হৃদয়ে এই গল্পটা গেঁথে যাবে…

✍️Bijoy_Hasan

জীবনের ভুল ছিল
07/05/2025

জীবনের ভুল ছিল

63 likes, 7 comments. “হুম 😭”

যারা বরবাদ মুভি দেখতে চান তারাতাড়ি জয়েন করেন https://t.me/bijoychowdhory
05/05/2025

যারা বরবাদ মুভি দেখতে চান তারাতাড়ি জয়েন করেন https://t.me/bijoychowdhory

🥹
22/04/2025

🥹

আপনি কোনটা
08/04/2025

আপনি কোনটা

প্রত্যেক টা দোকান থেকে এগুলা বের করে ফেলে দেওয়া হোক
08/04/2025

প্রত্যেক টা দোকান থেকে এগুলা বের করে ফেলে দেওয়া হোক

06/04/2025

Address

Dohar

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category