12/04/2025
ওরা ফিলাস্তিনকে পৃথিবী থেকেই মুছতে চেয়েছিল,
আর মহান আল্লাহ সমগ্র পৃথিবীকেই
ফিলাস্তিনের প্রতিচ্ছবি বানিয়ে দিয়েছেন।
আজ সমগ্র পৃথিবীই যেন এক টুকরো ফিলাস্তিন,
এবং পুরো পৃথিবীবাসী গাযাবাসীর রূপ নিয়েছে।
আলহামদুলিল্লাহ।
মনে রাখবেন,
আজ দুপুর তিনটায়।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
মার্চ ফর গাযা।