ফিলিস্তিনি সংহতি মুহূর্ত বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dohazari
  • ফিলিস্তিনি সংহতি মুহূর্ত বাংলাদেশ

ফিলিস্তিনি সংহতি মুহূর্ত বাংলাদেশ Free Free Palestine

01/06/2025

save Gaza

এরকম স্কোয়ার্ড আর অন্য কোন সিরিজে দেখি নাই। 🙂
01/06/2025

এরকম স্কোয়ার্ড আর অন্য কোন সিরিজে দেখি নাই। 🙂

আজ বীজরাইল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় শিশুসহ ৩৫০+ মানুষকে হ-ত্যা করে বীজরাইল অবৈধ সন্তান বিন্ডিয়ায় মুসলিমদের উপরে ...
18/03/2025

আজ বীজরাইল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় শিশুসহ ৩৫০+ মানুষকে হ-ত্যা করে
বীজরাইল অবৈধ সন্তান বিন্ডিয়ায় মুসলিমদের উপরে চলছে চরম নির্যাতন
🌟 আজ ১৭ই রামাদান ; ঐতিহাসিক বদর বিজয়।
কিন্তু এই বদরকে না যতদিন মুসলিমরা তাদের হ্রদয়ে লালন করে জিহাদে না নামছে ততদিন শত বদর, উহুদ দিবস আসবে, যাবে। মুসলিমদের উপর নির্যাতন বন্ধ হবেনা।
তখন ৩১৩ ছিলো ; আজ ৩০০ কোটি হয়েও এই অবস্থা কেন?? কারণ সেই ৩১৩ জন ঐক্যবদ্ধ ছিলো কিন্তু এই ৩০০ কোটির মধ্যে কোটি কোটি ভাগ

উসমানী খেলাফতের বিলুপ্তি: আজকের এই দিন ইসলামী বিশ্বের জন্য এক মর্মান্তিক শোকের দিন৩ মার্চ ১৯২৪, ইসলামী ইতিহাসের এক কলঙ্ক...
04/03/2025

উসমানী খেলাফতের বিলুপ্তি: আজকের এই দিন ইসলামী বিশ্বের জন্য এক মর্মান্তিক শোকের দিন

৩ মার্চ ১৯২৪, ইসলামী ইতিহাসের এক কলঙ্কময় ও বেদনাদায়ক তারিখ। এই দিনে মানবরচিত সিদ্ধান্তের মাধ্যমে ৬২৪ বছর ধরে টিকে থাকা ইসলামী খিলাফতের শেষ প্রাতিষ্ঠানিক রূপ— উসমানী খেলাফত —কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, সম্মান ও সার্বভৌমত্বের প্রতীক এই খিলাফতের পতন কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়; এটি ছিল ঈমানদার হৃদয়ের উপর আঘাত, উম্মাহর বিভক্তি ও দুনিয়া জুড়ে ইসলামী শাসনের সুবিশাল ছায়া উধাও হয়ে যাওয়ার শোকগাথা।

খিলাফত: ইসলামী শরিয়তের অঙ্গীকার

খিলাফত হল আল্লাহর বিধান বাস্তবায়ন, রাসূলুল্লাহ সাঃ এর সুন্নাহর পতাকাবাহী নেতৃত্ব, এবং মুসলিম উম্মাহর কর্তৃত্বের কেন্দ্রবিন্দু। নবীজি সাঃ এরশাদ করেছেন, “খিলাফত আমার উম্মতের মধ্যে ৩০ বছর থাকবে, এরপর রাজতন্ত্র আসবে।” (তিরমিজি)। সাহাবায়ে কেরামের পর উসমানী খেলাফত ছিল সেই ধারার এক অনন্য ধারক—যেখানে কুরআন-সুন্নাহর আইন প্রজ্বলিত ছিল, জিহাদি স্পিরিট জীবন্ত ছিল, এবং মুসলিম ভূমির সীমানা তিন মহাদেশজুড়ে বিস্তৃত ছিল। কিন্তু ১৯২৪ সালে মুস্তফা কামাল আতাতুর্ক নামক এক ধর্মনিরপেক্ষ নেতার হাত ধরে এই মহান খিলাফত ধ্বংসের খাতায় নাম লেখায়। আল্লাহর আইনের পরিবর্তে মানবরচিত সংবিধান, শরিয়তের পরিবর্তে ধর্মহীনতা—এভাবেই তুরস্কে চাপিয়ে দেওয়া হয় এক নব্য ব্যবস্থা।

খিলাফতের পতনে উম্মাহর বেদনা

খিলাফতের পতন শুধু তুরস্কের ক্ষতি করেনি; সমগ্র মুসলিম উম্মাহকে করে তোলে অনাথ। খিলাফত ছিল মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্বের সেতু, তাদের সম্মানের দুর্গ। এর অবসানের পর উম্মাহ পরিণত হয় ভাগাড়ে পরিণত অঞ্চলসমূহে, যেখানে আজও চলছে সংঘাত, হানাহানি ও পাশ্চাত্যের দাসত্ব। রাসূলুল্লাহ সাঃ সতর্ক করেছিলেন, “যখন মুসলিমরা তাদের নেতাকে হারাবে, তখন তাদের মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে।” (বুখারি)। আজ সেই হাদিসের বাস্তবতা আমরা দেখছি—ইসলামী ভূমি বিভক্ত, শরিয়ত বিস্মৃত, এবং উম্মাহ নেতৃত্বশূন্য।

আমাদের আশার আলো: খিলাফতের পুনরুত্থান

তবে হতাশ হব না। রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন, “আবার আসবে খিলাফত রাসূলের নীতি অনুযায়ী।” (মুসনাদে আহমাদ)। উসমানী খেলাফতের পতন আল্লাহর ইচ্ছায় ঘটেছে, কিন্তু তাঁর ওয়াদা অটল—ইনশাআল্লাহ, আবার আগমন হবে সেই স্বর্ণযুগের। আমাদের দায়িত্ব হলো এই লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া, ইসলামী জ্ঞান ও তাকওয়া অর্জন করা, এবং খিলাফতের পুনরুদ্ধারে কাজ করা।

ইয়া আল্লাহ! আমাদেরকে আবার খিলাফতের মহিমা দেখাও। উম্মাহকে ঐক্যবদ্ধ করো, আমাদের হারানো গৌরব ফিরিয়ে দাও। আমিন।

03/03/2025

আমার প্রাণের চেয়েও প্রিয় নবী কত সুন্দর ছিলে❤️❤️❤️❤️

১৯২৪ সালের ৩রা মার্চ ই'হু'দি দালাল বিবেচিত মোস্তফা কামাল পাশা আনুষ্ঠানিকভাবে উসমানী খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। শেষ উসমানী...
03/03/2025

১৯২৪ সালের ৩রা মার্চ ই'হু'দি দালাল বিবেচিত মোস্তফা কামাল পাশা আনুষ্ঠানিকভাবে উসমানী খিলাফত বিলুপ্ত ঘোষণা করে। শেষ উসমানী খলিফাকে ফ্রান্সের নীস শহরে নির্বাসিত করা হয়!

ছবিতে, ফুয়াদ পাশা, উসমানি খিলাফাহ'র একজন সেনাপতি। যখন ই'হু'দি দালাল বিবেচিত কামাল আতাতুর্ক খিলাফত বিলুপ্তির ঘোষণা দেয়, তখন সংবাদটা শোনার সাথে সাথে মহান মানুষটা মুখে হাত দিয়ে বসে পড়েন। খিলাফাহ বিলুপ্তিতে পুরো মুসলিম উম্মাহর হাহাকারটাই ছবিতে ফুটে উঠেছে!

৩রা মার্চ, ১৯২৪ থেকে ৩রা মার্চ, ২০২৫

খিলাফত বিহীন ১০১ বছর পূর্ণ হলো!😞

আর সেই থেকেই মুসলিম উম্মাহ'র অধ্বঃপতনের সূচনা হয়

খিলাফত বিহীন ১০১ বছর পূর্ণ হলো!😞

#ওসমানি_সালতানাত

23/02/2025

সকালের গ্রামের সবজির বাজার

মুখ থুবড়ে পড়ে আছে উসমানী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের প্রতিষ্ঠিত ইস্তাম্বুল টু মদীনা রেলগাড়ির ধ্বংসাবশেষ। খিলাফাহ পতনের...
23/02/2025

মুখ থুবড়ে পড়ে আছে উসমানী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের প্রতিষ্ঠিত ইস্তাম্বুল টু মদীনা রেলগাড়ির ধ্বংসাবশেষ। খিলাফাহ পতনের হাতিয়ার অভিশপ্ত সালাফিজমের কবলে পড়ে বিলীন হয়ে যায় ইস্তাম্বুল টু মদীনা রেল নেটওয়ার্ক। হিজাজের মরুভূমিতে এখনও পাওয়া যায় সোয়া শ' বছর আগের খিলাফতের প্রতিষ্ঠিত রেললাইন ও রেলগাড়িটির ধ্বংসাবশেষ।

যাত্রীবাহী বিমান ও ব্যক্তিগত মোটরগাড়ির প্রচলনের আগের সময়ে যখন পবিত্র ভূমিতে হজযাত্রা ছিল দীর্ঘ, ক্লান্তিকর ও কষ্টসাধ্য কাজ, তখন এই দুর্ভোগ লাঘবের জন্য উসমানীয় খেলাফতের উদ্যোগে হিজাজ রেলপথ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়।

এটা সেই সময়ের কথা, যখন পরিকল্পিতভাবে উম্মাহকে বিভক্ত করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দেশের জন্ম দিয়ে অভিশপ্ত জাতীয়তাবাদের সীমান্তরেখা টানা হয়নি। তখন খিলাফতের এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলে ভ্রমণের জন্য ভিসা বা পাসপোর্টের প্রয়োজন হতো না। সমগ্র খিলাফতের ভুখণ্ডে মানুষ অবাধে চলাচল করতে পারত।

পরিকল্পনা অনুযায়ী, এই রেললাইন দামেস্ক থেকে শুরু হয়ে মক্কায় পৌঁছানোর পাশাপাশি উসমানীয় খেলাফতের রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত এই রেললাইনকে সংযুক্ত করা হবে। প্রথম ১৯০০ সালে এর কাজ শুরু হয় এবং ১৯০৮ সালের সেপ্টেম্বরে মদীনায় গিয়ে ১৩০০ কিলোমিটারের বিশাল এই কর্মযজ্ঞের সমাপ্তি ঘটে।

১৯১৩ সালে আনুষ্ঠানিকভাবে রেলপথটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দামেস্ক ছিল এই রেললাইনের প্রথম স্টেশন। হাজীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ এই রেলপথ ব্যবহার করতেন। দামেস্ক, আম্মান, হাইফা এবং জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতেও রেলস্টেশন তৈরি করা হয়েছিল।

এতে করে তৎকালীন উসমানীয় খিলাফতের রাজধানী ইস্তানবুলসহ দূরদূরান্তের হাজীরা সহজে ও স্বাচ্ছন্দ্যে মক্কা পৌঁছাতে পারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাত্রার সময় ব্যাপকভাবে কমে আসত। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, ইস্তানবুল থেকে মক্কা যেতে যেখানে আগে সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত, সেখানে এ রেলপথে মাত্র পাঁচ দিনেই পৌঁছানো সম্ভব ছিল।

অত্যন্ত দুঃখের বিষয়, হিজাজ রেল নেটওয়ার্ক পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি। কারণ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে এই রেললাইন মক্কায় পৌঁছাতে পারেনি। মদীনাতেই ছিল এর সর্বশেষ স্টেশন। বৃটিশদের লেলিয়ে দেওয়া আরব বিদ্রোহের সময় এই রেলপথ ধ্বংস করে দেওয়া হয়। মাথামোটা অশিক্ষিত আরবরা খিলাফতের পতন ঘটানোর জন্য ব্রিটিশদের সাথে মিত্রতা করে উসমানীদের বিরুদ্ধে যুদ্ধ করে। বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধরত মুজাহিদিনের জন্য খিলাফতের কেন্দ্র থেকে পাঠানো শক্তিবৃদ্ধি ঠেকাতে এই রেল নেটওয়ার্কের বিভিন্নস্থানে বো মাহামলা চালায় আরব বিদ্রোহী খারিজি গোষ্ঠীগুলো।

অবশেষে উসমানীয় খিলাফতের পতন ঘটে, রেলপথও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ইতিহাস কখনোই আরব খারিজিদের ক্ষমা করবে না। মুসলিমদের কাছে এরা সর্বদাই ধিকৃত থাকবে। যেভাবে ঘৃণিত থাকবে ভারতবর্ষ থেকে যাওয়া ৭ লাখ মুসলিম সৈন্য, যারা খিলাফত ধ্বংসের জন্য বৃটিশদের গোলাম হয়ে লড়াই করেছে। আমরা কখনোই খিলফাতের বিরুদ্ধে লড়াই করা সেসব মুরতাদদের ক্ষমা করবো না। আজকের ভারত-পাকিস্তান-বাংলাদেশের সেনাবাহিনী সেসব মুরতাদদের উত্তরসূরী।

হাজীদের হজগমনে স্বাচ্ছন্দ্য বয়ে আনা এমন একটি দুর্দান্ত পরিকল্পনা ধ্বংস হওয়া অবশ্যই উম্মাহর জন্য বেদনাদায়ক। ইনশাআল্লাহ হিজাজ রেলপথ একদিন পুনরুজ্জীবিত হবে, আবারও সেই অঞ্চলের উম্মাহ জেগে উঠবে। আবারও উপমহাদেশের সামরিক বাহিনীর মুসলিম যোদ্ধারা ফিরে পাবে আত্মপরিচয়। পূর্বসূরীদের কলঙ্কের কালি ও গোলামির গ্লানি মুছতে লড়াই করবে এই বিশ্বব্যবস্থার বিরুদ্ধে; খিলাফাহ প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ...

18/02/2025
"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্""মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি...
09/01/2025

"দ্যা পাওয়ার অফ "সূরাহ মূলক্"

"মনে করুন,আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার জা'নাজার নামাজ শেষ।আপনাকে ক' বরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মু'নকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই—
ক' বরের সাথে জান্নাতের একটি সু'ড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন,!!
'এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'। ❤️

[] তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে।

Address

Dohazari
4382

Telephone

+8801671915161

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফিলিস্তিনি সংহতি মুহূর্ত বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফিলিস্তিনি সংহতি মুহূর্ত বাংলাদেশ:

Share