27/08/2025
                                            নীলফামারীতে সড়ক দু*র্ঘটনায় নারী শিক্ষিকা নি*হত
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা মোড়ে সড়ক দু*র্ঘটনায় মারুফা বেগম (৪৩) ওরফে লেবুজা নামের এক নারী শিক্ষিকা নি*হত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা এবং ডোমার বালিকা বিদ্যানিকেতন (সরলা স্কুল)-এর প্রধান শিক্ষক ওমর ফারুকের স্ত্রী।