20/12/2025
একদল প্রশ্ন উঠিয়েছিল হাদি ভাইয়ের স্ত্রী কেনো সামনে আসেন না৷ এটাও শুনতে হয়েছে স্ত্রী জড়িত৷
হাদি ভাইকে শেষ বারের মতো দেখতে তাঁর স্ত্রী গিয়েছেন, কাপড়ের মধ্যে তিনি৷
২ পাশে ২ জন নার্স বেরিগেড দিয়ে নিয়ে যাচ্ছেন৷ এক নজরের জন্যও তাঁকে কেউ দেখতে পায়নি৷ এতো সুন্দর পরিপাটি ধার্মিক স্ত্রী হাদি ভাই জীবন সঙ্গী হিসেবে পেয়েছেন৷
আল্লাহ এরকম হাদি সবার ঘরে দেও, এরকম ধার্মিক স্ত্রীও সবার ঘরে ঘরে দেও৷
নতুন প্রজন্ম মেয়েদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিৎ৷