বাউণ্ডুলে- Gadabout

বাউণ্ডুলে- Gadabout সর্বমঙ্গলময় ঈশ্বর পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন তার ভালোবাসা এবং সহায়তা দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়া হেতু।

Failure is the piller of  success... তরুণ বয়সে পরপর তিনটা ফাইনাল থেকে বিদায়, অন্য যে কোন তরুণ হলে হয়তো সেখানে ভেঙে পড...
13/07/2024

Failure is the piller of success...
তরুণ বয়সে পরপর তিনটা ফাইনাল থেকে বিদায়, অন্য যে কোন তরুণ হলে হয়তো সেখানে ভেঙে পড়তো মেসিও ভেঙে পড়েছিল কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে বীরের মতো! শেষ চেষ্টা যাকে বলে! জীবনে আসলে কখনও হাল ছাড়তে নেই, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার নামই জীবন। আরেকটা যুদ্ধের মুখোমুখি মেসি। হয়তো এই যুদ্ধটাও সে জয় করবে! জীবনে যেখানে কোন কিছু হারাবার নাই সেখানে শেষ অর্জন টার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এটা মহাপুরুষের লক্ষণ!
মেসির সাথে সাথে আমাদের বয়সী ছেলেরাও ছোটবেলা থেকে বড় হয়েছি প্রচুর ভাঙা গড়া দেখেছি কিন্তু আশা ছাড়িনি। ডি মারিয়া চলে যাচ্ছে মেসিও চলে যাবে, হয়তো আর্জেন্টিনার এই দাপট থেমে যাবে কিন্তু বিগত কয়েক বছরে এই দলটা যা করেছে ইতিহাসের পাতায় এটা অন্যভাবে লেখা থাকবে!!
অনেক ভালোবাসা 🇦🇷💚
©

আমার দুঃখ রেখেছি তোমার তরে, তুমিই পারবে আমার দুঃখকে মুছে দিতে!
15/05/2024

আমার দুঃখ রেখেছি তোমার তরে, তুমিই পারবে আমার দুঃখকে মুছে দিতে!

28/04/2024

কিছু পরিস্থিতি আর কিছু দুঃসংবাদ যেকোনো মানুষকে ভেঙে দেয়! 🥲

14/03/2024

পৃথিবীতে এত আদিখ্যেতা দেখিয়ে কি হবে,
কোনো এক সময় যখন মাটিতেই মিশতে হবে!

07/08/2023

একটা সু'ইসাই'ড নোটে লেখা ছিলো, আমি যাকে সত্যিকারের ভালোবেসে ছিলাম, সে ফ্যামিলির কারণে আমাকে ছেড়ে দিলো! তার স্মৃতি ভুলার জন্য, আমি দুনিয়ায় ছেড়ে দিলাম.!❤️

ভালো থাকুক ভালোবাসা!'🙂
© C

07/08/2023

প্রসঙ্গ যখন সুন্দর চরিত্রের, তখন আমাদের রাসূল হযরত মোহাম্মদ (সাঃ) সবার চেয়ে সেরা।🌸❤️

06/08/2023

নারীরা কীসে আটকায়? AI কে প্রশ্নটা করেছিলাম! তার উত্তর ছিলো:

1) Respect and Support:
2) Communication
3) Trust and Honesty
4) Equality and Independence
5) Emotional Intimacy
6) Shared Values and Goals
7) Affection and Romance
8 ) Space and Boundaries
9) Appreciation and Acknowledgment
10) Conflict Resolution

আমার মনে হয় - শুধু নারী নয়। পুরুষও ঠিক এসবেই আটকায়।

আর যার কাছে এসবের বেইল নাই। সে ঐ মানুষটা বাদে অন্য যেকোন নারী/পুরুষে নিজেকে আটকানো ফ্যান্টাসিতে ভুগে।
©

06/08/2023

আমাকে একলা ছেড়ে দেন
আমি কোথাও হারিয়ে যেতে চাই। যেথায় গেলে প্রকৃতি ছাড়া কেউ খুঁজে পাবে না।🌼

06/08/2023

আল্লাহর দরবারে হাত উঠালেই চোখ দিয়ে টপটপ করে পানি ঝড়ে! এতবড় নিয়ামতের বিপরীতে একজীবনে আর কি চাই আপনার?
রবের কাছে প্রান খুলে কাঁদতে পারা এক বিশাল নিয়ামত, যা সবাই পায় না! আল্লাহ যাকে পছন্দ করেন কেবল তাকেই এই নিয়ামত দান করেন-
আলহামদুলিল্লাহ।❤️

05/08/2023

'Noureen Afrose' নামের এক কন্টেন্ট ক্রিয়েটর এর নাকি 'লিংক' বের হইছে! ফেসবুকে ঢুকে দেখি অনেকেই 'লিংক কই?' বলে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে,একদল বলতেছে 'লিংক লাগলে ইনবক্সে নক দিন'

ভাইরেভাই! মানুষজন এর 'লিংক' নিয়ে এতো আগ্রহ!
প্রথমত, যারাই ভিডিও টা দেখছেন, তারা অন্তত আসল নকল এর পার্থক্য বুঝে তারপর চিল্লাইয়েন! ভিডিও টা Ai দিয়ে করা মানে বানানো! ভিডিও টা যারা দেখেছে তারা নাকি 'ভিডিও টা সেইইই' বলে লাফাইতেছে! বোকা মানুষজন!

দ্বিতীয়ত, হুটহাট মানুষ এর 'লিংক' বের হয়, তখন দেখবেন লিস্টের অনেকেই 'লিংক কই?' বলে চিল্লায়, এইসব মানুষদের কে সবার আগে আনফ্রেন্ড করবেন। এরা আপনার লিস্টের আবর্জনা! এরা নিজের ফ্যামিলির কারো ভিডিপ লিক এর খবর পেলেও সবার আগে বলবে 'লিংক কই?'

কি দরকার ভাই মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এতো মাতামাতি করার? ভিডিও টা যারাই দেখছে,অধিকাংশ মানুষ ই বলছে এইটা ফেইক। একটা ফেইক ভিডিও নিয়া এতো মাতামাতি? কারো রিয়েল ভিডিও লিক হলেও সেইটা দেখে কি ই বা করবেন?
মানুষ রে শান্তি তে থাকতে দেন,নিজেও শান্তি তে থাকেন! ❤️
©

স্টুয়ার্ড ব্রড তাঁর স্ত্রী এবং কন্যার সাথে। কী সুন্দর একটা ছবি। ❤️
01/08/2023

স্টুয়ার্ড ব্রড তাঁর স্ত্রী এবং কন্যার সাথে। কী সুন্দর একটা ছবি। ❤️

Address

Dowara Bazar

Alerts

Be the first to know and let us send you an email when বাউণ্ডুলে- Gadabout posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাউণ্ডুলে- Gadabout:

Share

Category