
13/07/2024
Failure is the piller of success...
তরুণ বয়সে পরপর তিনটা ফাইনাল থেকে বিদায়, অন্য যে কোন তরুণ হলে হয়তো সেখানে ভেঙে পড়তো মেসিও ভেঙে পড়েছিল কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে বীরের মতো! শেষ চেষ্টা যাকে বলে! জীবনে আসলে কখনও হাল ছাড়তে নেই, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার নামই জীবন। আরেকটা যুদ্ধের মুখোমুখি মেসি। হয়তো এই যুদ্ধটাও সে জয় করবে! জীবনে যেখানে কোন কিছু হারাবার নাই সেখানে শেষ অর্জন টার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এটা মহাপুরুষের লক্ষণ!
মেসির সাথে সাথে আমাদের বয়সী ছেলেরাও ছোটবেলা থেকে বড় হয়েছি প্রচুর ভাঙা গড়া দেখেছি কিন্তু আশা ছাড়িনি। ডি মারিয়া চলে যাচ্ছে মেসিও চলে যাবে, হয়তো আর্জেন্টিনার এই দাপট থেমে যাবে কিন্তু বিগত কয়েক বছরে এই দলটা যা করেছে ইতিহাসের পাতায় এটা অন্যভাবে লেখা থাকবে!!
অনেক ভালোবাসা 🇦🇷💚
©