10/05/2025
কারো দুর্বলতা নিয়ে উপহাস নয়, সহানুভূতিই হোক আমাদের শক্তি।
প্রত্যেক মানুষই কোন না কোনভাবে দুর্বল। কারো উচ্চারণ, কারো চেহারা, আবার কারো পারিবারিক বা অর্থনৈতিক অবস্থা—এইসব নিয়ে উপহাস করে আমরা হয়তো মুহূর্তের হাসি পাই, কিন্তু সেই মানুষটির হৃদয়ে কতটা কষ্ট দিই, তা কি আমরা বুঝি?
চলো, মানুষের দুর্বলতা নয়—তার সাহস, সংগ্রাম আর স্বপ্নগুলোকে সম্মান করি।
মানবিকতা হোক সবচেয়ে বড় শক্তি।
#মানবতা
#সম্মান_দিতে_শিখি
#উপহাস_নয়_সহানুভূতি
#সবারজন্য_ভালবাসা
#ভদ্রতা_হোক_অস্ত্র
#অপমান_নয়_সমর্থন
#সহানুভূতি
#মনুষ্যত্ব
#ভালবাসা_ছড়াও
#বুলিং_বন্দ_হোক