Excellence Tutions

  • Home
  • Excellence Tutions

Excellence Tutions This is a online Teaching platforms for your Child..

You can also connect us from youtube with a better resoulations...

https://www.youtube.com/

Ma Sha Allah ❤️
03/01/2026

Ma Sha Allah ❤️

ভারতের ৪৫ মিলিয়ন ডলারের কোয়ান্টাম প্রকল্প হার মানলো বাংলাদেশের Daffodil University ওয়ালিউল ইসলাম নোহানের ৪৬ ডলারের উদ্ভাবনের কাছে এবং তার AI মডেল জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে৷

"এই ঐতিহাসিক অর্জন তিনি শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করেছেন ❤

📣📣📢📢Anthrax, Anthrax, Anthrax 📢📢📣📣সংক্রমণ ছড়িয়ে পড়ছে দিন দিন,সচেতন হোন,ছড়িয়ে দিন।রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের ...
07/10/2025

📣📣📢📢Anthrax, Anthrax, Anthrax 📢📢📣📣

সংক্রমণ ছড়িয়ে পড়ছে দিন দিন,সচেতন হোন,ছড়িয়ে দিন।

রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে অ্যানথ্রাক্স (Anthrax) সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা এবং এখনই সকলের সতর্ক হওয়া প্রয়োজন।

♦️অ্যানথ্রাক্স কীঃ

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা মূলত গবাদিপশু যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদিতে হয়। সংক্রামিত প্রাণীর রক্ত, মাংস, চামড়া বা মৃতদেহের সংস্পর্শে এসে মানুষের শরীরে জীবাণুটি প্রবেশ করতে পারে।

♦️কিভাবে ছড়ায়ঃ

সংক্রামিত পশুর মাংস, রক্ত, চামড়া বা হাড় স্পর্শ করার মাধ্যমে।

অসুস্থ পশু জবাই করার সময় ক্ষত বা কাটা জায়গা দিয়ে জীবাণু শরীরে ঢুকে যেতে পারে।

কখনও কখনও আধা সেদ্ধ বা কাঁচা মাংস খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে।

♦️মানুষের মধ্যে উপসর্গঃ

অ্যানথ্রাক্স সাধারণত তিনভাবে সংক্রমণ ঘটায়—ত্বক, ফুসফুস ও অন্ত্রে। সবচেয়ে বেশি দেখা যায় ত্বকের অ্যানথ্রাক্স। এতে প্রথমে ছোট ফোস্কা হয়, পরে তা কালো ঘায়ে পরিণত হয়। অন্য উপসর্গগুলোর মধ্যে থাকতে পারে—

জ্বর ও দুর্বলতা

শরীর ব্যথা ও মাথাব্যথা

ঘা বা ফোস্কার চারপাশে ফোলা

গলা বা বুকে ব্যথা

♦️যেগুলো একদম করা যাবে নাঃ

অসুস্থ বা হঠাৎ মা*রা যাওয়া গরু বা ছাগল জ*বা*ই করা বা খাওয়া যাবে না।

মৃ*ত বা সন্দেহভাজন পশুর রক্ত, মাংস বা চামড়া কোনোভাবেই স্পর্শ করবেন না।

গরু মা*রা গেলে সেটি দাফন করার আগে অবশ্যই প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিতে হবে।

♦️করণীয়

1. গবাদিপশুর খেয়াল রাখুন।

2. জ*বা*ইয়ের আগে নিশ্চিত হোন পশুটি সুস্থ কিনা।

3. ত্বকে ঘা, কালো দাগ বা ফোস্কা দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

4. আক্রান্ত এলাকার পশু কেনা-বেচা থেকে বিরত থাকুন।

5. পশুর খোঁয়াড় ও আশপাশ পরিষ্কার রাখুন এবং দূষিত বস্তু সাবধানে নিষ্পত্তি করুন।

©️ Satata health and medi care



্রাণিবিদ্যা

হ্যান্ডফিশ এক ধরনের অদ্ভুত সামুদ্রিক মাছ। এরা সমুদ্রের তলদেশে বসবাস করে এবং এরা একেবারেই আলাদা ভঙ্গিতে চলাফেরা করে কারণ ...
07/10/2025

হ্যান্ডফিশ এক ধরনের অদ্ভুত সামুদ্রিক মাছ। এরা সমুদ্রের তলদেশে বসবাস করে এবং এরা একেবারেই আলাদা ভঙ্গিতে চলাফেরা করে কারণ এরা সাঁতার না কেটে হাতের মতো পাখনা ব্যবহার করে হাঁটার মতো করে চলে।

এরা মূলত দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া আর তাসমানিয়া অঞ্চলে পাওয়া যায়। বর্তমানে পৃথিবীতে হ্যান্ডফিশের প্রায় ১৪টা প্রজাতি আছে। এর মধ্যে স্পটেড হ্যান্ডফিশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরল ও মারাত্মকভাবে বিপন্ন সামুদ্রিক প্রজাতির একটি।

গবেষকদের মতে, স্পটেড হ্যান্ডফিশের সংখ্যা দিন দিন ভয়াবহভাবে কমে যাচ্ছে, এর প্রধান কারণগুলো হলো—
✅মানুষ সমুদ্রে বিভিন্ন ধরনের প্লাস্টিক ফেলায় সমুদ্রের পরিবেশ নষ্ট হয়ে দূষিত হচ্ছে।
✅আর নর্দান প্যাসিফিক সি-স্টার নামে এক ধরনের তারামাছ এদের ডিম খেয়ে ফেলে, যার ফলে এদের বংশবিস্তার দিন দিন কমে যাচ্ছে।

হ্যান্ডফিশ ভালো সাঁতার কাটতে পারে না, আর ডিমও খুব কম দেয়। তাই এরা সহজেই বিপদে পড়ে যার কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এদের সংরক্ষণ ও বাঁচানোর জন্য বিজ্ঞানীরা এখন কৃত্রিমভাবে বাচ্চা ফুটানো আর আবাসস্থল ঠিক করার চেষ্টা করছেন। তবে এটা খুবই কঠিন কাজ।

©️

্রাণিবিদ্যা

~Blue Malayan Coral Snake 💙 এই সাপটি পৃথিবীর অন্যতম সুন্দর সাপ হিসেবে পরিচিত। অসাধারণ রঙের সমন্বয়ে গঠিত এই সাপটি প্রকৃতি...
07/10/2025

~Blue Malayan Coral Snake 💙
এই সাপটি পৃথিবীর অন্যতম সুন্দর সাপ হিসেবে পরিচিত। অসাধারণ রঙের সমন্বয়ে গঠিত এই সাপটি প্রকৃতির এক বিরল সৌন্দর্যের প্রতীক 🌿

বৈজ্ঞানিক নাম: Calliophis bivirgatus
সাধারণ নাম: নীল মালয়ান প্রবাল সাপ বা নীল প্রবাল সাপ। 🐍
শারীরিক গঠন: এই সাপটির শরীর গভীর নীল রঙের হয় এবং এর মাথা ও লেজে উজ্জ্বল লালচে-কমলা বা লাল রঙ থাকে।

~বসবাস:- এরা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় প্রজাতি এবং সাধারণত উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় বনাঞ্চল বনাঞ্চলে এদের দেখা যায়। এই স্থলজ সাপটি সাধারণত ব্রুনাই , ইন্দোনেশিয়া, মালয়েশিয়া , সিঙ্গাপুর , থাইল্যান্ড এবং বার্মায় দেখা যায় ।

~ বিষ:_এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন। তাদের বিষ এতটাই বিরল ও শক্তিশালী যে বিজ্ঞানীরা একে “ক্যালিওটক্সিন (calliotoxin)” নামে শনাক্ত করেছেন —এটি সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। যা স্নায়ুর সংকেত প্রেরণ প্রক্রিয়া থামিয়ে দেয়, ফলে শিকার মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ অসাড় হয়ে পড়ে।

©️

্রাণিবিদ্যা


“যে মাছকে বিলুপ্ত ভাবা হয়েছিল, সে আজও বেঁচে আছে — রহস্যময় কোয়েলাক্যান্থ!”অবিশ্বাস্য হলেও সত্যি!পৃথিবীর গভীর সমুদ্রের এক...
06/10/2025

“যে মাছকে বিলুপ্ত ভাবা হয়েছিল, সে আজও বেঁচে আছে — রহস্যময় কোয়েলাক্যান্থ!”

অবিশ্বাস্য হলেও সত্যি!পৃথিবীর গভীর সমুদ্রের এক বিস্ময়কর বাসিন্দা — কোয়েলাক্যান্থ (Coelacanth)। একে বলা হয় “জীবন্ত জীবাশ্ম”, কারণ বিজ্ঞানীরা একে দীর্ঘদিন ধরে শুধু জীবাশ্ম হিসেবেই চিনতেন। ধারণা ছিল, প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসরের সঙ্গেই এটি চিরতরে বিলুপ্ত হয়ে গেছে।কিন্তু সবাইকে হতবাক করে ১৯৩৮ সালে দক্ষিণ আফ্রিকার উপকূলে এক জেলের জালে ধরা পড়ে একটি জীবন্ত কোয়েলাক্যান্থ! এই ঘটনাটি ছিল যেন ইতিহাসের পাতা থেকে ফিরে আসা এক বিস্ময় — যা প্রমাণ করে, প্রকৃতি তার গোপন রহস্য লুকিয়ে রাখতে কতটা দক্ষ।

🔹 কোয়েলাক্যান্থ সাধারণত সমুদ্রের প্রায় ৭০০ মিটার গভীরে অন্ধকারে বসবাস করে।

🔹 দৈর্ঘ্যে প্রায় ২ মিটার এবং ওজনে প্রায় ৯০ কেজি পর্যন্ত হতে পারে।

🔹 এর পাখনা গঠন একে অন্য মাছের চেয়ে সম্পূর্ণ আলাদা করে তোলে — এই বিশেষ “লোবযুক্ত পাখনা”ই একে বিবর্তনের ইতিহাসে মাছ থেকে স্থলচর প্রাণীতে রূপান্তরের এক জীবন্ত প্রমাণে পরিণত করেছে।

আজও এই রহস্যময় প্রাণীকে দেখা পাওয়া অত্যন্ত বিরল, তবে এর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় — প্রকৃতি কখনও পুরোপুরি তার রহস্য উন্মোচন করে না।

©_সংগৃহীত

Excellence Tuitions  always try to make the Peaks of trendy education system & teaching methods🥰 Please keep us on your ...
06/10/2025

Excellence Tuitions always try to make the Peaks of trendy education system & teaching methods🥰

Please keep us on your prayer so that we can create beautiful something for the upcoming stars 🥑🐟🍥

Thankful to..
Mr. Zayed Mohammed Al-Fayed
B.Sc (Hon's) - Zoology
M.Sc (Master’s)-Fisheries
Department of Zoology
Chittagong College
National University of Bangladesh

01/09/2025

রাত পেরুলেই উদ্বোধন হচ্ছে পেকুয়া শাখা 💐🔥

আলহামদুলিল্লাহ 🤲

আগামীকাল 🔜২৮/০৮/২০২৫, রোজ বৃহস্পতিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজমীর এভারসীজ লিঃ আজমীর হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস এর পেকুয়া চৌমুহনী শাখা।✅

🔶পেকুয়ার প্রিয়জনরা হজ্ব -ওমরাসহ বিদেশে যাওয়া সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে কম খরচে সেবা নিতে পারবেন ইনশাআল্লাহ। ✅

🚸আমাদের সকল সবাই এখন আপনার দ্বারপ্রান্তে ☯️

⚠️উদ্বোধন উপলক্ষে ২০২৬ সালের হজ্ব বুকিং 🕋এ ১০,০০০টাকা পর্যন্ত ছাড়।⚠️

🔜আগ্রহীরা অফিসে যোগাযোগ করুন:
📳 01522132746,
📳01838-503503.,
📳 01813368710

আমাদের সেবাসমূহঃ👇

★ ম্যান পাওয়ার ও ভিসা প্রসেসিং
সৌদি আরব দুবাই, কাতার, ওমান, মালেশিয়া, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ)

★ হজ্ব ও ওমরা-ভিসা প্রসেসিং

(প্যাকেজএবং নন-প্যাকেজ। প্যাকেজে রয়েছেঃ থাকা, খাওয়া হোটেল বুকিং, আসা-যাওয়ার বিমান টিকেট, সাথে থাকবে একজন দক্ষ দিকনির্দেশক)

★সকল ধরনের বিমান টিকেট

★ পাসপোর্ট প্রসেসিং

★ভিজিট ভিসা প্রসেসিং

Office :

➡️ক্রেমলিন চৌধুরী প্লাজা
(২য় তলা ৩৪ ও ৩৫ নং দোকান) চৌমুহনী, পেকুয়া, কক্সবাজার। 📳অফিস নম্বর:
০১৫২২-১৩২৭৪৬.
০১৮৩৮-৫০৩৫০৩।

our

যখন বিজ্ঞানীরা খেলেন ৫০,০০০ বছরের পুরোনো বাইসনের মাংস! 🤯 এক অবিশ্বাস্য সত্যি ঘটনা।১৯৮৪ সাল। প্রত্নতত্ত্ববিদ ডেল গাথরি এক...
01/09/2025

যখন বিজ্ঞানীরা খেলেন ৫০,০০০ বছরের পুরোনো বাইসনের মাংস! 🤯 এক অবিশ্বাস্য সত্যি ঘটনা।

১৯৮৪ সাল। প্রত্নতত্ত্ববিদ ডেল গাথরি এক অদ্ভুত ভোজসভার আয়োজন করেন। সেই ভোজসভার প্রধান আকর্ষণ ছিল 'ব্লু বেব'— ৫০,০০০ বছরের পুরোনো এক বরফ যুগের বাইসনের মাংস দিয়ে তৈরি স্যুপ!

এই বাইসনটি কয়েক বছর আগে আলাস্কার বরফের নিচ থেকে প্রায় অবিকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। একজন স্বর্ণ খনি শ্রমিকের হাইড্রোলিক হোসের গরম পানিতে পারমাফ্রস্ট গলে গেলে এটি বেরিয়ে আসে।

গাথরি বাইসনটির ঘাড়ের মাংসের একটি ছোট অংশ নিয়ে সবজি ও মশলা দিয়ে ঐতিহাসিক সেই স্যুপটি তৈরি করেন। প্রায় আটজন ভাগ্যবান অতিথি সেই স্যুপটি খাওয়ার সুযোগ পান। স্বাদ কেমন ছিল? আশ্চর্যজনকভাবে, খুব একটা খারাপ ছিল না! গাথরির মতে, স্বাদটি অনেকটা সাধারণ মাংসের মতোই ছিল, সাথে মাটির হালকা গন্ধ ছিল মাত্র।

এই খাবারটি ছিল আক্ষরিক অর্থেই ইতিহাসের স্বাদ নেওয়া—হাজার হাজার বছর আগের বরফ যুগের এক প্রাণীর সাথে এক কামড়েই সংযোগ স্থাপন! 🍲 তবে চিন্তার কিছু নেই, 'ব্লু বেব'-এর বেশিরভাগ অংশই বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষণ করা হয়েছিল। ✨

২০০৭ সাল। আলাস্কার বরফাচ্ছাদিত সমুদ্র। স্থানীয় ইনুপিয়াক (Iñupiaq) শিকারিরা যখন একটি বিশাল, প্রায় ৫০ টন ওজনের বো-হেড ত...
30/08/2025

২০০৭ সাল। আলাস্কার বরফাচ্ছাদিত সমুদ্র। স্থানীয় ইনুপিয়াক (Iñupiaq) শিকারিরা যখন একটি বিশাল, প্রায় ৫০ টন ওজনের বো-হেড তিমি (Bowhead Whale) শিকার করে, তখন তারা কল্পনাও করেনি যে তারা শুধুমাত্র একটি প্রাণীকে নয়, বরং প্রায় ১২০ বছরের পুরোনো একটি জীবন্ত ইতিহাসকে ডাঙায় তুলছে।

তিমিটির বিশাল শরীর পরীক্ষা করার সময়, এক শিকারি পিঠের কাছে কাঁধের ব্লেডের ঠিক নিচে একটি অস্বাভাবিক ধাতব বস্তু আবিষ্কার করেন—একটি ভাঙা, মরচে-ধরা শেলের মাথা। বস্তুটি দেখেই বোঝা যায় যে এটি কোন আধুনিক সরঞ্জাম নয়।

মূলত এই ধাতব টুকরাটি ছিল আসলে একটি হারপুনের বো*মার অংশ! বিজ্ঞানীরা যখন এটি পরীক্ষা করেন, তখন তাঁরা চমকে যান। এটি ছিল ১৮৭৯ থেকে ১৮৮৫ সালের মধ্যে তৈরি হওয়া একটি মডেল। এর অর্থ দাঁড়াল এই যে, এই সুবিশাল তিমিটি অন্তত ১২০ বছর আগে এই মা*রা*ত্মক আঘাত পেয়েছিল এবং তা নিয়েই বেঁচে ছিল!
ঐ আ*ঘা*ত প্রা*ণঘা*তী হয়নি, কারণ বি*স্ফো*রক অংশটি হয়তো কাজ করেনি অথবা হারপুনটি মাংসপেশি ভেদ করে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ বা হাড়ে আঘাত করেনি।

বছরের পর বছর ধরে, তিমিটির শরীর ধীরে ধীরে সেই ধাতব টুকরাটিকে ঘিরে হাড় ও চর্বি দিয়ে একটি প্রাকৃতিক আবরণ তৈরি করে ফেলেছিল, যেন সেটিকে একটি 'সময়ের ক্যাপসুলে' ভরে রেখেছিল।

এই আবিষ্কারটি বিজ্ঞানীরা এবং জীববিদদের জন্য ছিল এক অমূল্য তথ্য। এটি কেবল তিমিটির বয়স অনুমান করতেই সাহায্য করেনি , বরং এটি বো-হেড তিমিদের দীর্ঘ এবং অবিশ্বাস্য সহনশীল জীবনের একটি অভূতপূর্ব প্রমাণ দেয়। এই প্রাণীগুলো সত্যিই পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম।

এই তিমিটি যেন আধুনিক মানুষের সামনে প্রকৃতির এক নীরব বিস্ময় তুলে ধরল—শত শত বছরের প্রতিকূলতা অতিক্রম করে বেঁচে থাকার এক অদম্য গল্প!

তথ্যসূত্র (Reference)
১. তিমির প্রজাতি: বো-হেড তিমি (Balaena mysticetus)।
২. ঘটনার স্থান ও সময়: আলাস্কার উপকূলে, ২০০৭ সাল।
৩. আবিষ্কৃত বস্তু: ১৯ শতাব্দীর শেষভাগের (আনুমানিক ১৮৭৯-১৮৮৫) একটি বিস্ফোরক হারপুন বা 'ব*ম্ব ল্যান্স'-এর মাথা।
৪. প্রাপ্ত তথ্য: হারপুনের বয়স অনুসারে তিমিটির আনুমানিক বয়স ১১৫ থেকে ১৩০ বছর নির্ধারণ করা হয়।

লেখাটি কেমন লাগলো? এমন ঐতিহাসিক আবিষ্কার নিয়ে আপনার আর কিছু জানার আছে কি?

©️

অ্যামাজনের গভীর অরণ্যে বিজ্ঞানীরা Pestalotiopsis microspora নামের এক বিস্ময়কর ছত্রাক আবিষ্কার করেছেন, যা প্রাকৃতিকভাবে ...
18/07/2025

অ্যামাজনের গভীর অরণ্যে বিজ্ঞানীরা Pestalotiopsis microspora নামের এক বিস্ময়কর ছত্রাক আবিষ্কার করেছেন, যা প্রাকৃতিকভাবে প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, এই ছত্রাক শুধুমাত্র প্লাস্টিককে কার্বনের উৎস হিসেবে ব্যবহার করে বেঁচে থাকতে পারে এবং এমনকি অক্সিজেনবিহীন পরিবেশেও কাজ করে, যেমন: ল্যান্ডফিলের গভীর স্তর।

এটি প্লাস্টিক হজম করে নিরাপদ জৈব যৌবে রূপান্তরিত করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এই প্রক্রিয়াটি সম্ভব হয় ছত্রাকের তৈরি বিশেষ এনজাইমের মাধ্যমে, যা প্লাস্টিকের জটিল রাসায়নিক বন্ধন ভেঙে ফেলে। এই আবিষ্কার জীবদ্রব্য ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণ (bioremediation) পদ্ধতির ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়েছে।

✍🏼: Sci-Rovers

জীববিজ্ঞান ব্যবহারিক -২০২৫সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কথা!! আগামীকাল আমার শিক্ষার্থীদের অনেকের বায়োলজি প্র্যাকটিক্যাল পর...
17/05/2025

জীববিজ্ঞান ব্যবহারিক -২০২৫
সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কথা!!

আগামীকাল আমার শিক্ষার্থীদের অনেকের বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে।
তাদের উদ্দেশ্যে মূলত এই পোস্টটি,,
প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভার একটা অংশ আছে, সম্ভবত ৫ নাম্বারের।
যদিও সেটা অতটা ফরমাল ভাইবা না, তাই প্রথমত নার্ভাস হওয়ার বা ভয় পাওয়ার কোন কারণ নেই।
কিছু বিষয় লক্ষ্য রাখলে মোটামুটি ভালো মার্কস পাওয়া যায় :

১. ভদ্রতা সহিত ড্রেস আপ, চুল ঠিক করা।
২. সালাম এবং অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ।
৩. অনুমতির সাপেক্ষে শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসনে বসা, অর্থাৎ অনুমতি ব্যতীত আসনে না বসা।
৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নের উত্তর না পারলে পারার মতো ভান করে সময় নষ্ট না করা, পরীক্ষক কে সরাসরি বলে দেওয়া "দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে এই প্রশ্নটির উত্তর মনে পড়ছে না।"
৫. পিতা-মাতা বা শিক্ষকের নাম জিজ্ঞেস করলে নামের আগে "জনাব" ব্যবহার করা।
৬. প্র্যাকটিক্যাল রিলেটেড টপিক গুলো ভালোভাবে পড়ে যাওয়া,
আর জীববিজ্ঞান এর কিছু কমন বিষয়, যেমন : কোষ বিভাজন, অ্যামিবা, নিউক্লিয়াস, উদ্ভিদ-প্রাণী পার্থক্য, দাত, উদ্ভিদ কোষ -প্রাণী কোষ, জিন,DNA, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, জিন প্রযুক্তি, GMO,সালোকসংশ্লেষণ , ATP, আদর্শ ফুল, খাদ্য পুষ্টি, খাদ্যপুষ্টির রিলেটেড দু একটি রোগ, কমন কিছু বৈজ্ঞানিক নাম ( বাঘ, সিংহ, শাপলা, কাঠাল,মানুষ, ইলিশ) ইত্যাদি।
৭. সব সময় ভদ্র এবং পরিমার্জিত ভাষা ব্যবহার করা,
৮. ভাইবা শেষে সাপেক্ষে সালামের মাধ্যমে কক্ষ ত্যাগ করা।

#নোট : ১.সব সময়ই কনফিডেন্ট থাকতে হবে, অযথা কথা এবং অপ্রয়োজনীয় হাসি টাট্টা করা কোনভাবেই কাম্য নয়।

২. রিসেন্টলি একটা টপিক সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, #শান্ডা সেটা দেখে গেলেও মন্দ হয় না।
যেমন : এটার বৈজ্ঞানিক নাম, এটা কি? এটা স্বভাব -বাসস্থান এগুলো।

:
জায়েদ মোহাম্মদ আল-ফায়েদ
বি.এস.সি(অনার্স), এম.এস.সি (running)
প্রাণিবিদ্যা বিভাগ
কক্সবাজার সরকারি কলেজ।
জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গ যখন  #শান্ডা! সেই ফাকে একটু পড়াশোনা হয়ে যাক 😇 #শান্ডা     😆
16/05/2025

প্রসঙ্গ যখন #শান্ডা!
সেই ফাকে একটু পড়াশোনা হয়ে যাক 😇

#শান্ডা 😆

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Excellence Tutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share