17/05/2025
জীববিজ্ঞান ব্যবহারিক -২০২৫
সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কথা!!
আগামীকাল আমার শিক্ষার্থীদের অনেকের বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে।
তাদের উদ্দেশ্যে মূলত এই পোস্টটি,,
প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভার একটা অংশ আছে, সম্ভবত ৫ নাম্বারের।
যদিও সেটা অতটা ফরমাল ভাইবা না, তাই প্রথমত নার্ভাস হওয়ার বা ভয় পাওয়ার কোন কারণ নেই।
কিছু বিষয় লক্ষ্য রাখলে মোটামুটি ভালো মার্কস পাওয়া যায় :
১. ভদ্রতা সহিত ড্রেস আপ, চুল ঠিক করা।
২. সালাম এবং অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ।
৩. অনুমতির সাপেক্ষে শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসনে বসা, অর্থাৎ অনুমতি ব্যতীত আসনে না বসা।
৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নের উত্তর না পারলে পারার মতো ভান করে সময় নষ্ট না করা, পরীক্ষক কে সরাসরি বলে দেওয়া "দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে এই প্রশ্নটির উত্তর মনে পড়ছে না।"
৫. পিতা-মাতা বা শিক্ষকের নাম জিজ্ঞেস করলে নামের আগে "জনাব" ব্যবহার করা।
৬. প্র্যাকটিক্যাল রিলেটেড টপিক গুলো ভালোভাবে পড়ে যাওয়া,
আর জীববিজ্ঞান এর কিছু কমন বিষয়, যেমন : কোষ বিভাজন, অ্যামিবা, নিউক্লিয়াস, উদ্ভিদ-প্রাণী পার্থক্য, দাত, উদ্ভিদ কোষ -প্রাণী কোষ, জিন,DNA, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, জিন প্রযুক্তি, GMO,সালোকসংশ্লেষণ , ATP, আদর্শ ফুল, খাদ্য পুষ্টি, খাদ্যপুষ্টির রিলেটেড দু একটি রোগ, কমন কিছু বৈজ্ঞানিক নাম ( বাঘ, সিংহ, শাপলা, কাঠাল,মানুষ, ইলিশ) ইত্যাদি।
৭. সব সময় ভদ্র এবং পরিমার্জিত ভাষা ব্যবহার করা,
৮. ভাইবা শেষে সাপেক্ষে সালামের মাধ্যমে কক্ষ ত্যাগ করা।
#নোট : ১.সব সময়ই কনফিডেন্ট থাকতে হবে, অযথা কথা এবং অপ্রয়োজনীয় হাসি টাট্টা করা কোনভাবেই কাম্য নয়।
২. রিসেন্টলি একটা টপিক সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, #শান্ডা সেটা দেখে গেলেও মন্দ হয় না।
যেমন : এটার বৈজ্ঞানিক নাম, এটা কি? এটা স্বভাব -বাসস্থান এগুলো।
:
জায়েদ মোহাম্মদ আল-ফায়েদ
বি.এস.সি(অনার্স), এম.এস.সি (running)
প্রাণিবিদ্যা বিভাগ
কক্সবাজার সরকারি কলেজ।
জাতীয় বিশ্ববিদ্যালয়।