Imu & Peace Of Islam

  • Home
  • Imu & Peace Of Islam

Imu & Peace Of Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Imu & Peace Of Islam, Video Creator, .

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমাকে সহযোগিতা করবেন এই পেজ থেকে উপার্জন করতে পারলে অসহায় মানুষদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।

03/09/2025
19/08/2025

ভিডিও টি পুরো দেখে নিন।

08/08/2025

আজকে অরেকটা দামি কথা বলি। সফল হওয়ার জন্য যেমন ঘুম হারাম করা উচিত। নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয়। কঠোর পরিশ্রম করতে হয়। নির্দিষ্ট একটা লক্ষ পৌঁছানোর জন্য সেই লক্ষ টা নির্ধারণ করে পরিশ্রম করতে হয়। ফোন বা ইন্টারনেট কম সময় দিতে হয়। পরিবারের মুখের হাসি ধরে রাখার জন্য নিজের জীবনের চাওয়া পাওয়া মানসিক শান্তি তোয়াক্কা না করে সফলতার দিকে ছুটে চলতে হয়। তাহলে একটার সময় সফল হওয়া সম্ভব।
তবে সব সফলতার মূলে মূল তিনটা জিনিস রয়েছে।
প্রথমটা হচ্ছে পিতা মাতার দোয়া, দ্বিতীয় টা হচ্ছে শারীরিক সুস্থতা, তিন নাম্বারটা হচ্ছে, আল্লাহ পাকের রহমত। পিতা মাতার দোয়ার বরকতে আল্লাহ পাক তার চলার পথকে সহজ করে দেয় এবং সফলতা এনে দেয়।

07/08/2025

একটু দামি কথা বলি শোনেন
যদি সফলতা চান রাতের ঘুম হারাম করুন। নিজের সাথে নিজেই যুদ্ধ করুন। লক্ষ্য স্থির করে পরিশ্রম করুন। জীবনের মায়া ত্যাগ করে সফলতার দিকে ছুটে চলুন। নিজের ইচ্ছা অনুভুতি ত্যাগ করে পরিবারের সকলের মুখে হাসির জন্য দুর্গম পথ মাড়িয়ে সামনের দিকে হাঁটতে থাকুন। আপনি একজন রক্ত মাংসের মানুষ আবেগ অনুভূতি ভুলে যান। হয়তো সফলতার দেখা পেয়ে যেতে পারেন।

27/07/2025

মায়া আর মোহর টানে জীবনটা নষ্ট করে দিলাম। বিনিময়ে কিছুই পেলাম না। এত কষ্ট করে যে পরিবারের জন্য জীবনের অর্ধেকটা সময় পার করে দিলাম সেই পরিবারের যখনি অভাব পড়ে চাহিদা মেটানো সম্ভব হয় না তখনই সেই পরিবারের কাছে আমি এক পরাজিত সৈনিক তিক্ত অভিজ্ঞতা অর্জন করি। মাঝে মাঝে মনে হয় পুরুষ যদি এক কোটি টাকারও বেশি টাকা নিয়ে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতো তাহলে হয়তো পরিবারের অন্য সদস্যদের কিছুটা হলে খুশি করা যেত।

16/06/2025

আসুন আমরা সবাই নিজেদেরকে পরিষ্কার করি গুনা থেকে। যে গুনাহর ময়লা পরিষ্কারের মাধ্যমে আমাদের হৃদয়কে পবিত্র করে তুলবে।
এম এম শামীম খান

12/06/2025

আজ আছি কাল হয়তো থাকবো না। থেকে যাবে আমার ব্যবহার আমার কর্ম কান্ড। থেকে যাবে আমার স্মৃতিগুলো। চলে যাওয়ার পর কেউ যাতে আমাকে ধিক্কার না দেয় সেই চেষ্টায়রত আছি। হারিয়ে গেলে সবাই যেন আফসোস করে আমার জন্য এটাই আমার কাম্য। জীবনের শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটির ঘরই হয়। তবে কিসের এত গর্ব কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট। তুমি আমি সবাই তো চলে যাব মাঝখানে কেনই বা ঝগড়া বিবাদ আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন হবে।

Address


Telephone

+8801947939158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imu & Peace Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share